ফেনীর ফুলগাজী, পরশুরাম ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় সোয়া এক কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ৪ বিজিবি হেড কোয়ার্টারে সংবাদ সম্মেলনে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ সব তথ্য জানান। তবে এসব পণ্য চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি। 

আরো পড়ুন:

জৈন্তাপুর সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত

বান্দরবানে অস্ত্রসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

বিজিবি জানায়, শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী, পরশুরাম ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর ও বিওপি সদস্যরা চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, তৈরি পোশাক, ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। এ সব চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘‘ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১২০ দশমিক ০৯ কিলোমিটার এলাকা বিস্তৃত। এ এলাকায় বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীনে ১৭টি বিওপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’’ 

ঢাকা/সাহাব/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র

এছাড়াও পড়ুন:

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরবে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘‘সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের মালিকানা প্রকৃতপক্ষে জনগণের হাতে ফিরে আসবে। ভোটের শক্তিই দেশের রাজনীতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।’’

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের বিভিন্ন পাড়া–মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এই কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘দেশের রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হলো জনগণ। জনগণ জেগে উঠলে কোনো শক্তি তাদের রুখতে পারে না।’’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘‘আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। যা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে।’’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘গত ১৭ বছর জনগণ আওয়ামী সরকারের কঠোর নিয়ন্ত্রণ ও রাজনৈতিক দমন–পীড়নের মধ্যে ছিল। এ সময় তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যদি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, তাহলে আবারো বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে।’’

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ