কী এই অ্যাবডোমিনাল মাইগ্রেন

অ্যাবডোমিনাল মাইগ্রেন একটি স্নায়বিক ব্যাধি। এটি সরাসরি পরিপাকতন্ত্রের কোনো রোগ নয়; বরং মাইগ্রেনেরই একটি রূপ। যখন স্নায়ুতন্ত্রের কিছু রাসায়নিক পদার্থের ভারসাম্যহীনতার কারণে পেটের রক্তনালিগুলো অস্বাভাবিকভাবে সংকুচিত বা প্রসারিত হয়, তখন পেটে তীব্র ব্যথার পুনরাবৃত্তি হয়।

এই রোগে আক্রান্ত প্রায় ৭০ শতাংশ মানুষের পারিবারিক ইতিহাসে সাধারণ মাইগ্রেন বা এ ধরনের পেটের মাইগ্রেনের প্রবণতা থাকে। সাধারণত ৭ থেকে ১০ বছর বয়সী শিশুদের মধ্যে এর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়।

আরও পড়ুনসব মাথাব্যথাই কি মাইগ্রেন, নাকি অন্য কিছু?১৭ সেপ্টেম্বর ২০২২প্রধান উপসর্গ

অ্যাবডোমিনাল বা পেটের মাইগ্রেনের ব্যথা সাধারণত ৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এবং এটি বারবার ফিরে আসে। প্রধান লক্ষণগুলো হলো—

তীব্র পেটে ব্যথা: ব্যথা সাধারণত পেটের মাঝামাঝি বা নাভির চারপাশের অংশে অনুভূত হয়। এটি মাঝারি থেকে তীব্র হতে পারে এবং দৈনন্দিন কার্যকলাপ বন্ধ করে দিতে পারে। অনেকে এটাকে অ্যাপেন্ডিক্সের ব্যথা ভেবে ভুল করেন।

বমি বমি ভাব ও বমি: ব্যথার সময় প্রায়ই বমি বমি ভাব বা বমি হয়।

ক্ষুধামান্দ্য: এই পর্বের সময় রোগীর খাবার গ্রহণে অনীহা দেখা দেয়।

ফ্যাকাশে ভাব: আক্রমণের সময় ত্বক ফ্যাকাশে হয়ে যেতে পারে।

ক্লান্তি: ব্যথা কমে যাওয়ার পর রোগী খুব ক্লান্ত বা নিস্তেজ বোধ করেন।
কিছু ক্ষেত্রে আলো বা শব্দের প্রতি সংবেদনশীলতা বা হ্যালুসিনেশনও দেখা যেতে পারে।

আরও পড়ুনমাইগ্রেন দূর করবে এই ১১টি ঘরোয়া উপায়২২ জুলাই ২০২৫চিকিৎসা ও প্রতিরোধ

এই রোগের চিকিৎসা সাধারণত দুটি ধাপে করা হয়—

আক্রমণের সময় ব্যথা কমানো এবং

পুনরাবৃত্তি রোধ করা।

১.

লক্ষণজনিত চিকিৎসা

ব্যথার তীব্রতা কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ও বমিরোধক ওষুধ ব্যবহার করা হয়। কখনো কখনো ট্রিপটানসের মতো মাইগ্রেনের বিশেষ ওষুধও কাজে আসে।

২. প্রতিরোধ

জীবনযাত্রায় পরিবর্তন এনে এর আক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। যেমন—

ট্রিগার এড়িয়ে চলা: চকলেট, পনির, প্রক্রিয়াজাত খাবার বা ক্যাফেইনের মতো খাদ্যবস্তু যদি ব্যথা বাড়ায়, তা চিহ্নিত করে বাদ দিতে হবে।

পর্যাপ্ত ঘুম: নিয়মিত ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা জরুরি।

মানসিক চাপ নিয়ন্ত্রণ: যোগাসন বা মাইন্ডফুলনেসের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে আক্রমণের হার অনেকাংশে কমে।

যদি পেটে ব্যথা ঘন ঘন হয়, বমি ও পানিশূন্যতা দেখা যায় অথবা ব্যথা ৭২ ঘণ্টার বেশি স্থায়ী হয়, তবে অবশ্যই দ্রুত একজন শিশুবিশেষজ্ঞ বা স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এটি শুধু গ্যাস্ট্রিকের সমস্যা নয়; বরং একটি স্নায়বিক ব্যাধি, যা সঠিক রোগনির্ণয় ও চিকিৎসায় নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আরও পড়ুনঅতিরিক্ত বিশ্রাম থেকে কি মাইগ্রেন হতে পারে১৪ আগস্ট ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ধ রণত

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে পাহাড় কাটায় সওজকে ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা

পাহাড় কাটার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগকে ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সড়ক সম্প্রসারণের জন্য সওজ প্রায় ৩৫ শতক পাহাড় কেটেছে। তদন্ত শেষে আজ বুধবার জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ গোলাম বাশির আহমেদ প্রথম আলোকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইন অমান্য করে এবং সরকারি অনুমোদন ছাড়া পাহাড় কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয়েছে।

সওজের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদ হোসেন দাবি করেন, তাঁরা জনস্বার্থে পাহাড় কেটে সেতু তৈরি করেছেন। তবে পরিবেশ অধিদপ্তর যে পরিমাণ উল্লেখ করেছে, সে পরিমাণ পাহাড় কাটা হয়নি। তারা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, চট্টগ্রামে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ‘বারাইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক সম্প্রসারণ (এলওসি-৩)’ প্রকল্পের কাজে ওই পাহাড় কাটা হয়। এ সড়কের ১৭টি এলাকায় পাহাড় কাটা হয়। গত বছরের ১৯ ডিসেম্বর অধিদপ্তরের কর্মকর্তারা গিয়ে পাহাড় কাটার প্রমাণ পান। এক বছরের মাথায় গত ৪ নভেম্বর আরেক দফা তদন্ত করা হয়। দুবার তদন্ত করে মোট ১ লাখ ৩২ হাজার ৫৭০ ঘনফুট বা ৩৪ দশমিক ৯২ শতক পাহাড় কাটার হিসাব বের করা হয়।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আজ সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদ হোসেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দীন চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে শুনানি হয়। এরপর জরিমানা করা হয়।

সম্পর্কিত নিবন্ধ