ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ বোলার সোফি এক্লেস্টোনের কাঁধের ইনজুরি দলকে দমাতে পারেনি। ব্যাট হাতে অ্যামি জোন্সের অনবদ্য ইনিংসে নিউ জিল্যান্ডকে লিগ পর্বের শেষ ম্যাচে বড় ব্যবধানে হারিয়ে সহজেই শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড।

এক্লেস্টোন ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান। মাত্র চার বল করে একটি উইকেট নেন তিনি। তবে তার আগেই ইংল্যান্ড বাকি কাজটা সেরে ফেলে। ৩৯ ওভারের মধ্যেই নিউ জিল্যান্ডকে গুটিয়ে দেয় মাত্র ১৬৮ রানে।

আরো পড়ুন:

৪৩ ওভারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বৃথা গেল ব্রুকের ঝড়ো সেঞ্চুরি, নিউ জিল্যান্ডের জয়

স্পিনার লিনসি স্মিথ শুরুতে কিছুটা সংগ্রাম করলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নেন তিন উইকেট। পার্ট-টাইম অফ স্পিনার অ্যালিস ক্যাপসি ও পেসার ন্যাট শিভার-ব্রান্ট পান দুটি করে উইকেট। এরপর ব্যাট হাতে জোন্সের অপরাজিত ৮৬ রানে ইংল্যান্ড সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে।

এই জয়ে ইংল্যান্ড পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে। অস্ট্রেলিয়া আছে শীর্ষে। ফলে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি যদি বৃষ্টিতে ধুয়েও যায়, তাহলে পয়েন্ট টেবিলের সুবিধায় ইংল্যান্ডই ফাইনালে উঠবে।

অন্যদিকে, নিউ জিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইনের জন্য এটি ছিল বিদায়ী ওয়ানডে। কিন্তু ক্যারিয়ারের শেষ ম্যাচটি তার প্রত্যাশামতো হলো না। ব্যাটাররা ইনিংস বড় করতে ব্যর্থ, বোলাররাও পারেননি ইংল্যান্ডের টপ অর্ডারে চাপ তৈরি করতে।

ইংল্যান্ডের জয়টা যেমন ছিল সহজ, তেমনি এক্লেস্টোনের ইনজুরি কিছুটা দুশ্চিন্তার। ইংলিশ মেয়েরা শুরুতে বল হাতে ও ফিল্ডিংয়ে কিছু ভুল করলেও দ্রুত তারা ঘুরে দাঁড়ায়।

অ্যামি জোন্স ও ট্যামি বোমন্ট ৭৫ রানের জুটি গড়ে রান তাড়ার ভিত গড়ে দেন। এরপর জোন্স অধিনায়ক হিদার নাইটের সঙ্গে আরও ৮৩ রানের জুটি গড়ে ম্যাচটি নাগালে নিয়ে আসেন।

পুরো লিগ পর্বেই ইংল্যান্ডের শীর্ষ চার ব্যাটার দারুণ ফর্মে ছিলেন। নাইট ও শিভার-ব্রান্ট করেছেন সেঞ্চুরি, বোমন্ট ও জোন্স ফিফটি ছুঁয়েছেন একাধিকবার। এই ম্যাচে অভিজ্ঞ ড্যানি ওয়ায়াট-হজকে নামানো হয় ছয় নম্বরে ভালো করতে না পারা এমা ল্যামের বদলে। তবে সুযোগ পান মাত্র সাত বল খেলার।

বোমন্টের ইনিংস ছিল ঝড়ো। মাত্র ২০ বলে ২৬ রান, যার মধ্যে চারটি চার এসেছিল জেস কেয়ারের এক ওভারেই। আমেলিয়া কেয়ারের বিপক্ষে টানা দুটি চার মেরে ৪০-এর দোরগোড়ায় পৌঁছান। কিন্তু লিয়া তাহুহুর ইন-সুইংয়ে প্যাডে লাগিয়ে ফেরেন এলবিডব্লিউ হয়ে।

একদিকে এক্লেস্টোনের ইনজুরি চিন্তা বাড়াচ্ছিল, অন্যদিকে নাইট ও জোন্স ব্যাট হাতে নিশ্চিত করছিলেন জয়ের রাস্তা। নাইট ৩৩ রানে এলবিডব্লিউ হন ডিভাইনের বলে। তবে জোন্স ছিলেন অবিচল। স্কোরবোর্ডে রান জমাতে থাকেন ঠাণ্ডা মাথায়, শেষ পর্যন্ত টানা দুটি চার মেরে দলকে এনে দেন জয়ের আনন্দ। মাঠ ছাড়ার সময় নিউ জিল্যান্ড অধিনায়ক ডিভাইনকে বিদায়ী সম্মান জানায় দুই দলের খেলোয়াড়রা।

এর আগে ম্যাচের শুরুতেই চোট পান ইংল্যান্ডের এক্লেস্টোন। সুজি বেটসের একটি শট আটকাতে গিয়ে পড়ে যান মাটিতে এবং ব্যথা পান কাঁধে। তবু নামেন বল করতে এবং মাত্র চার বলের মধ্যেই উইকেট তুলে নেন।

তবে নিউ জিল্যান্ডের ইনিংস এগোয়নি। কেয়ারের চারটি চারে কিছুটা আশা জাগলেও ইংল্যান্ডের স্পিনাররা দ্রুতই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ক্যাপসির দুর্দান্ত ক্যাচে আউট হন ম্যাডি গ্রিন, পরে শিভার-ব্রান্ট দারুণ এক অফ-কাটারে ফেরান ডিভাইনকে (২৩)।

শেষদিকে স্মিথ পুরনো বলে দারুণ নিয়ন্ত্রণ দেখিয়ে তুলে নেন আরও দুটি উইকেট। শিভার-ব্রান্ট ও ডিনের ধারাবাহিক আঘাতে ৩৯ ওভারের মধ্যেই গুটিয়ে যায় কিউইরা।

শেষ পর্যন্ত, ইংল্যান্ড পেল একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ জয়। যা সেমিফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়ানোর মতোই। আর নিউ জিল্যান্ডের জন্য এটি ছিল এক যুগের সমাপ্তি। সোফি ডিভাইনের বিদায়ে শেষ হলো তাদের এক উজ্জ্বল অধ্যায়।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এক ল স ট ন ড ভ ইন উইক ট

এছাড়াও পড়ুন:

ভালোবাসা দিয়ে পথ দেখালে তরুণেরা পথ হারাবে না

দৃঢ় মনোবল আর প্রচেষ্টা থাকলে কোনো বাধা পেরোনোই কঠিন নয়। দরকার ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। আমাদের আশপাশে এমন অনেকেই আছেন, যাঁরা বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও নিজেদের জীবনগাথায় লিখে চলেছেন অদম্য জয়ের গল্প। তাঁদের সেই সাফল্য ব্যক্তিগত অর্জনের সীমানা পেরিয়ে সমাজের নানাবিধ প্রতিবন্ধকতাকেও চ্যালেঞ্জ করেছে। তেমনই কয়েকজনের গল্প নিয়ে ধারাবাহিক এ আয়োজন। আজ জানব রংপুর সদরের খলেয়া ইউনিয়নের দেওরা গ্রামের বানিয়াপাড়া এলাকার বাসিন্দা শাজিম ইসলামের জীবন-গল্প। (শুরুতেই একসার্পট আকারে যাবে)

রংপুর সদরের খলেয়া ইউনিয়নের অন্তর্গত গ্রাম দেওরা। এই গ্রামের বানিয়াপাড়ায় এক সাধারণ পরিবারে আমার জন্ম। আমি শাজিম ইসলাম। আমার তারুণ্য ছিল অন্ধকারে ঢাকা। ২০ বছর বয়সে সঙ্গদোষে নেশার কবলে পড়ি। নেশার ঘোরে চারপাশের সবাইকে তুচ্ছ ভাবতাম, অবহেলা করতাম। বিশেষ করে আমার বয়সী কারও সঙ্গে বনিবনা হতো না। সব সময় মেজাজ খিটখিটে থাকত। সবার সঙ্গে ঝগড়া-বিবাদ করতাম। রগচটা আর বদমেজাজের কারণে সবাই আমাকে ভয় পেত। পরিচিতরা এড়িয়ে চলায় নিজেকে খুব বদ্ধ জগতের মানুষ মনে হতো। এই জগৎ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিলাম না।

নেশায় আসক্ত থাকায় লেখাপড়াও বেশি দূর এগোতে পারিনি। পরিবারের কেউ আমার ওপর ভরসা করতে পারত না। ঘরে-বাইরে মানুষের এত অসম্মান আমাকে অনেক পীড়া দিচ্ছিল। তখন লক্ষ করলাম, আমার স্বভাবের কারণে অনেকেই কটু কথা বললেও অন্ধকার থেকে আলোতে আনার পথ দেখাত না। আর নেশার ঘোরে আমার রাত-দিন পার হতে থাকে।

এর মধ্যে আমার ছোট বোনের বিয়ে হয়, যদিও তার বয়স কম ছিল। পরিবারের সবাই ভেবেছিল বোন অনেক সুখী হবে। কিন্তু তা হলো না। তার কষ্ট দেখে আমার উপলব্ধি হয়, অধিকাংশ পুরুষ নারীদের মর্যাদা দেয় না। নারীর জীবন নিয়ে ছিনিমিনি খেলে। বোনের সংসারজীবনের কষ্ট আমাকে ভাবনায় ফেলে।

নিজেকে বদলানোর সুযোগ খুঁজি। একদিন খবর পাই আমাদের গ্রামে ব্র্যাকের একটি প্রকল্প আছে, যেখানে আমার বয়সী ছেলেমেয়েরা যায়। নিয়মিত বৈঠক করে। ‘অধিকার এখানে, এখনই’ (আরএইচআরএন) নামে তরুণদের গ্রুপে লিঙ্গসমতা, অধিকার আর আবেগ বা রাগ নিয়ন্ত্রণ নিয়ে কথা বলা হয়।

প্রথমে এ ধরনের প্রকল্পের কথা শুনে হাসতাম। বন্ধুদের সঙ্গে হাসি-তামাশাও করেছি। তবে একদিন কৌতূহলবশত আরএইচআরএনের ওই সেশনে যাই। এরপর মনে হলো, অন্ধকারে বসবাস করা আমি আলোর দেখা পেয়েছি। বৈঠকগুলোতে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। বুঝলাম, আমি ভালোবাসা আর সম্মানের কাঙাল ছিলাম। তাদের কথা শুনে ভেতরে ভেতরে পরিবর্তন আসতে শুরু করে। নতুন করে অন্ধকার থেকে আলোর পথের দিশা পাই।

সেই প্রকল্প থেকে ইলেকট্রিক্যাল আর হাউস ওয়্যারিংবিষয়ক প্রশিক্ষণ নিই। এরপর আত্মবিশ্বাসের সঙ্গে বিভিন্ন বাসাবাড়ি এবং নির্মাণাধীন ভবনে কাজ শুরু করি। যেকোনো ইলেকট্রিক্যাল কাজের সমাধান করতে শিখি। ফ্যান, মোটর, রাইস কুকার মেরামত কিংবা ওয়্যারিং কাজে আমার দক্ষতার কথা এলাকায় ছড়িয়ে পড়ে। আমার ব্যবহারেও অনেক পরিবর্তন আসে। মানুষকে সম্মান আর সমীহ করে কথা বলতে শিখি। বিনিময়ে হারানো ভালোবাসা আর সম্মান ফিরে পাই।

বৈদ্যুতিক কাজের প্রশিক্ষণ নিয়ে মূলধারায় ফেরেন শাজিম। ধীরে ধীরে হারানো সম্মান ও ভালোবাসার দেখা পান

সম্পর্কিত নিবন্ধ

  • উত্তেজনার পারদ চড়ছে ওয়েলিংটন টেস্টে
  • ‘এরপর তাঁর পালা’: কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে ট্রাম্পের হুমকি
  • ৮ ম্যাচে মাত্র ২ জয় রিয়ালের, চাকরি হারানোর শঙ্কার মুখেও ‘ইতিবাচক’ আলোনসো
  • সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত করে চলছে সুড়ঙ্গ করার কাজ
  • ভালোবাসা দিয়ে পথ দেখালে তরুণেরা পথ হারাবে না
  • নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে যথাসময়ে জানবেন: আসিফ মাহমুদ
  • নারীর সঙ্গে সম্পর্ক ঘিরে তরুণকে খুন করে দেহ টুকরা টুকরা করলেন বন্ধু
  • কুষ্টিয়ায় সাপের কামড়ের পর জ্যান্ত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
  • মন্দির নির্মাণে ১৩৬ কোটি টাকা দান, অভিনেত্রীর আধ্যাত্মিক জীবন
  • বাজারে এসেছে নতুন আলু, দাম কত