বিধিমালায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে কমিশন নিজস্ব বিবেচনায় অন্য কোনো প্রতীক বরাদ্দের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বলেও তিনি জানান। 

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। 

আখতার আহমেদ বলেন, “শাপলা প্রতীক বিষয়ে নির্বাচন কমিশন এরইমধ্যে তার অবস্থান স্পষ্ট করেছে। এখন পর্যন্ত এনসিপি কিংবা অন্য কোনো পক্ষ থেকে বিকল্প প্রস্তাব আসেনি। ফলে কমিশনের অবস্থান অপরিবর্তিত রয়েছে।”

আরপিও (নির্বাচন আইন) সংশোধনের প্রক্রিয়া নিয়ে সচিব বলেন, “আরপিওতে পরিবর্তনের আগে আমরা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছি। এখন পর্যন্ত কোনো বড় ধরনের বিরোধপূর্ণ বিষয় উঠে আসেনি, তাই অনুমান নির্ভর মন্তব্য করা অনুচিত।”

তিনি আরও বলেন,  “কমিশন আরপিও প্রস্তাবনাগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে— যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য মনে হয়েছে, যেগুলো ভাষাগত বা সংখ্যাগতভাবে সামান্য সংশোধনযোগ্য, যেগুলো রাজনৈতিক ঐক্যমত ছাড়া সম্ভব নয়, যেগুলো বিদ্যমান আইনে পর্যাপ্তভাবে নির্ধারিত, এবং যেগুলো কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য মনে হয়েছে।” 

গণভোটের বিষয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন, “নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো গণভোট সম্পর্কিত তথ্য আসেনি। তাই অনুমানভিত্তিক কোনো মন্তব্য করা উচিত নয়। যে বিষয়টি কমিশনে আনুষ্ঠানিকভাবে আসেনি, সে বিষয়ে আমি কিছু বলতে পারব না।” 

ঢাকা/এএএম/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ‘পরীক্ষা’য় ফেল স্পেনের ক্লাবগুলো

চ্যাম্পিয়নস লিগে গতকাল বুধবার রাতে গুরুত্বপূর্ণ এক ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে গেরে গেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২–১ গোলের এই হারে দুঃসময় পার করতে থাকা জাবি আলোনসোর দলের ওপর চাপ যেন আরও বাড়ল।

অন্য দিকে এই জয়ে সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ ক্লাবগুলোর ওপর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর আধিপত্যের বিষয়টি আরও নিরঙ্কুশ হলো।

চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমে স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে এখন পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয়ে ৯টিতেই জিতেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। হেরেছে শুধু একটি ম্যাচে।

আরও পড়ুনরিয়াল ও আলোনসোর দুর্দশা বাড়িয়ে বার্নাব্যুতে জিতল ম্যানচেস্টার সিটি১৩ ঘণ্টা আগে

প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বিপক্ষে সফল হওয়া একমাত্র দল বার্সেলোনা। গত ১৮ সেপ্টেম্বর লিগ পর্বের ম্যাচে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে ২–১ গোলে হারায় তারা।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাই শুধু প্রিমিয়ার লিগের কোনো ক্লাবকে হারানোর স্বাদ পেয়েছে

সম্পর্কিত নিবন্ধ