এই সময়ের আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। প্লেব্যাক থেকে নিজের মৌলিক গানে তরুণদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। তাঁকে দেখা গেছে অভিনয়েও। নিজের কাজের প্রচারের বাইরে খুব একটা কথা বলতে শোনা যায় না জেফারকে। তবে গতকাল সোমবার রাতে ফেসবুকে ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি, যেখানে বলেছেন তাঁর হতাশার কথা।
৩ মিনিট ৩৩ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও বার্তায় নিজের কাজের স্বীকৃতি না পাওয়া নিয়ে কথা বলেন।
জেফার বলেন, ‘অনেকেরই ধারণা আমি শুধু গান করি, কণ্ঠশিল্পী, যেটা ঠিক আছে। কারণ, আমরা পেছনে কতটা কাজ করি, সেটা দেখাই না। আপনারা জানবেন না, সেটাও স্বাভাবিক।’
জেফার জানান, কিছু বিষয় তাঁর অনেক দিন পরে মনে হয়েছে; সে জন্যই এই ভিডিও বার্তা দিয়েছেন তিনি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নাসিক ২নং ওয়ার্ডে ৩১ দফার প্রচার পত্র বিলি
সিদ্ধিরগঞ্জ থানার ২ নং ওয়ার্ডের মিজমিজি এলাকায় ধানের শীষের প্রচারণা এবং ৩১ দফার প্রচার পত্র বিলি করা হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর পক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার এই প্রচারপত্র বিলি করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গুলজার হোসেন, রাজা মিয়া, হবুল মিয়া সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্তুল, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, বিএনপি নেতা স্বপন আলী বেপারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ, যুব বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি, দপ্তর সম্পাদক আরিফুল হক জিমিসহ অন্যান্য নেতৃবৃন্দ।