মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৮ নভেম্বর অনুষ্ঠিত কমনওয়েলথ দাবায় বাংলাদেশের তাশরিক শায়হান শান ওপেন ক্যাটাগরির শেষ রাউন্ডে ভারতের গ্র্যান্ডমাস্টার শ্যাম নিখিলকে হারিয়ে ওপেন অনূর্ধ্ব-২০ বিভাগে রৌপ্যপদক জিতেছে। সে ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়। ওমেন ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা মেয়েদের অনূর্ধ্ব-১৮ বিভাগে ৯ খেলায় ৬ পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ জিতেছে। অন্যদিকে প্রতিযোগিতার ব্লিজ ক্যাটাগরিতে সাউথ পয়েন্ট স্কুলের আজান মাহমুদ বাংলাদেশের পক্ষে অনূর্ধ্ব-১০-এ বিভাগীয় পুরস্কার জিতে নেয়।

বাংলাদেশের খেলোয়াড়দের আরও কৃতিত্বের মধ্যে রয়েছে মেয়েদের অনূর্ধ্ব-১০ ওমেন ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার ৪র্থ। ওপেন অনূর্ধ্ব-১০ ক্যাটাগরিতে সাউথ পয়েন্ট স্কুলের রায়হান রশীদ মুগ্ধ ৯ খেলায় ৬ পয়েন্ট অর্জন করে ৫ম পুরস্কার পায়। বাংলাদেশের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের অন্যান্য কৃতী দাবারুদের মধ্যে অনূর্ধ্ব-১২ সাফায়েত কিবরিয়া আজান ৯ খেলায় ৫ পয়েন্ট, মেয়েদের অনূর্ধ্ব-১২-এ সিদরাতুল মুনতাহানা নাফি ৯ খেলায় ৪ পয়েন্ট পায়।

কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের মোট ৩৭৩ জন দাবারু এ দাবা প্রতিযোগিতায় অংশ নেয়, যাদের মধ্যে ছিল ৮ জন গ্র্যান্ডমাস্টার, ৮ জন আন্তর্জাতিক মাস্টারসহ ফিদে টাইটেলধারী মোট ৬০ জন দাবারু।

সাউথ পয়েন্ট স্কুলের আজান মাহমুদকে ব্লিজ ক্যাটাগরি পুরস্কার বিতরণ করেন মালয়েশিয়া দাবা ফেডারেশনের সভাপতি এখরামশাহ মুয়াম্মার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন র ধ ব

এছাড়াও পড়ুন:

‘মিথ্যা মামলা’ প্রত্যাহার না করলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি: আনিসুল ইসলাম

জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনায় জাতীয় পার্টির জ্যেষ্ঠ অনেক নেতার বিরুদ্ধে দেওয়া ‘মিথ্যা মামলা’এবং বিদেশ যাত্রায় দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না। বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে আজ রোববার সন্ধ্যায় এক বৈঠকে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন।

দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়ে জানতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় পার্টির এই অংশের প্রতিনিধিদলে আরও ছিলেন মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা। আর কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল ছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আনিসুল ইসলাম কমনওয়েলথ মহাসচিবকে বলেছেন, নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড (সবার সমান সুযোগ) নেই। প্রশাসন দুই ভাগে বিভক্ত। মব কালচার এখনো চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে জুলাই -আগস্টের দায়ের করা মিথ্যা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। এ ছাড়া অসংখ্য নেতার বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নির্বাচনের আগে যদি এসব মামলা প্রত্যাহার করা না হয় এবং একই সঙ্গে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয়, তাহলে জাতীয় পার্টি কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানান আনিসুল ইসলাম মাহমুদ।

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চান প্রধান উপদেষ্টা
  • আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাই: প্রধান উপদেষ্টা
  • ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার না করলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি: আনিসুল ইসলাম