রাঙামাটিতে কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু
Published: 26th, November 2025 GMT
রাঙামাটিতে ওষুধবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশাটির চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম হাসান মিয়া (২২)। তিনি বরিশাল জেলার লালমোহন এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। এ ঘটনায় গিয়াস উদ্দিন নামের অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া কৃষ্ণপুর এলাকার বাসিন্দা আবদুল কাদেরের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অটোরিকশাটি কাঁচামাল নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল। বেতবুনিয়া এলাকায় চট্টগ্রাম থেকে আসা একটি বেসরকারি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। মুহূর্তেই এটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত যাত্রী গিয়াস উদ্দিন এখন চট্টগ্রামের রাউজানের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
জানতে চাইলে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তা নিহত
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের শহরতলিতে হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলের সেনাবাহিনী এ খবর জানিয়েছে। পরে হিজবুল্লাহ নিজেদের নেতার নিহতের খবর নিশ্চিত করেছে।
ইসরায়েল সেনাবাহিনীর জানায়, হিজবুল্লাহর নিহত নেতার নাম হাইথাম আলী আল-তাবতাবাই। তিনি হিজবুল্লাহর চিফ অব স্টাফ। সংগঠনটির এই পদের কর্মকর্তা গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেন।
আরব নিউজের প্রতিবেদনে আল-তাবতাবাইকে হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। হামলাটি ঘনবসতিপূর্ণ দাহিয়েহ জেলার একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয়েছে।
আল-তাবতাবাইতের নিহতের খবর নিশ্চিত করে হিজবুল্লাহ বলেছে, হামলা চালিয়ে ইসরায়েল একটি ‘গুরুতর সীমারেখা’ লঙ্ঘন করেছে।
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যে এই হামলা চালাল ইসরায়েল। গত নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়।
গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরায়েলের এটাই প্রথম হামলা। এমন এক সময়ে এই ঘটনা ঘটল, যখন সম্প্রতি হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ব্যক্তি ও নিশানার ওপর হামলা জোরদার করেছে ইসরায়েল।
ইসরায়েলের কর্মকর্তাদের দাবি, হিজবুল্লাহ নিজেদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করার চেষ্টা করছে, চোরাপথে লেবাননে অস্ত্র আনছে এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোনের উৎপাদন বাড়াচ্ছে। এতে করে উত্তেজনা বাড়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।