চ্যাম্পিয়নস ট্রফি: দলে আছেন নর্কিয়া, এবার খেলতে পারবেন তো
Published: 13th, January 2025 GMT
২০১৯ বিশ্বকাপের পর ২০২৩—টানা দুই আসরেই দক্ষিণ আফ্রিকা দলে জায়গা হয়েছিল আনরিখ নর্কিয়ার। কিন্তু দুবারই টুর্নামেন্ট শুরুর আগে চোটে ছিটকে যেতে হয়েছিল তাঁকে।
এবার ৫০ ওভার ক্রিকেটের আরেকটি আইসিসি টুর্নামেন্টে ডাক পেয়েছেন নর্কিয়া। ৩১ বছর বয়সী এই ফাস্ট বোলারকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
নর্কিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পেয়েছেন লুঙ্গি এনগিডিও। ২৮ বছর বয়সী এই পেসারও চোট কাটিয়ে দলে ফিরেছেন। টুর্নামেন্টে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা।
নর্কিয়া ২০১৯ বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েছিলেন আঙুলের চোটে, ২০২৩ বিশ্বকাপের দল থেকে পিঠের চোটে। ২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর চোটের কারণে সেই যে ছিটকে পড়েন, এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ২০২৪ সালের মে মাসে।
তবে জুনে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর আবার চোটে পড়েন। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খেলতে পারেননি পায়ের চোটে। এমনকি গত সপ্তাহে শুরু হওয়া এসএ২০–এর প্রথম ম্যাচও মিস করেছেন।
আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে লিটন নেই১২ জানুয়ারি ২০২৫তবে নর্কিয়া এই মুহূর্তে খেলার মতো ফিট বলে তাঁকে ফেব্রুয়ারিতে শুরু চ্যাম্পিয়নস ট্রফির দলে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার। চলমান এসএ২০–তে আর কোনো চোটে না পড়লে তৃতীয়বারের চেষ্টায় ৫০ ওভারের আইসিসি টুর্নামেন্ট খেলার সুযোগ হবে ২২ ম্যাচে ৩৬ উইকেট নেওয়া এই ফাস্ট বোলারের।
নর্কিয়ার মতো চোট কাটিয়ে দলে ফিরেছেন এনগিডিও। ৬২ ওয়ানডেতে ৯৬ উইকেট শিকার করা এই পেসার সর্বশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর চোটের কারণে পাকিস্তান সিরিজ মিস করেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আট দলের টুর্নামেন্টের প্রতি গ্রুপের সেরা দুটি করে দল সেমিফাইনালে খেলবে।
আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফি: কামিন্স-হ্যাজলউডকে নিয়েই অস্ট্রেলিয়া দল৫ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা স্কোয়াড:টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডুসেন।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী, ব্যবসায়ী ভিকি জৈন। হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তার হাতে অস্ত্রোপচার করা হয়েছে। প্রায় ৪৫টি সেলাই পড়েছে। ভিকি এখন আগের চেয়ে সুস্থ এবং হাসপাতাল থেকে বাড়িও ফিরেছেন।
হাসপাতাল থেকে বাড়ি ফিরে কু-নজর কাটাতে পূজা-আর্চনার আয়োজন করেন অভিনেত্রী অঙ্কিতা। ‘পবিত্র রিশতা’-খ্যাত এই অভিনেত্রী বলেন, “আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে। তাই হয়তো এত বড় দুর্ঘটনা। কোনোমতে এবার প্রাণে বেঁচেছে ও।”
আরো পড়ুন:
‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’
‘রিয়েলিটি শোয়ের জন্য পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারব না’
স্বামীর কু-নজর কাটানোর একটি ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন অঙ্কিতা। ভিডিওতে দেখা যাচ্ছে, অঙ্কিতা হাসপাতালে ভিকির জন্য চা বানাচ্ছেন, তখন ভিকিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি চলছিল। পরে দেখা যায়, অঙ্কিতা ভিকিকে বাড়িতে স্বাগত জানাচ্ছেন। অঙ্কিতা একটি রীতি পালন করছেন, যাতে কু-নজর থেকে রক্ষা পায় তার স্বামী।
অঙ্কিতার পরনে সবুজ রঙের সালোয়ার-কামিজ, মাথায় ওড়না। স্টিলের থালায় একটি গ্লাস ও রীতি পালনে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। এদিকে, ভিকি সাদা শার্ট ও কালো রঙের প্যান্ট পরে দরজার কাছে দাঁড়িয়ে আছেন।
সোশ্যাল মিডিয়ায় অনেকে অঙ্কিতাকে প্রশ্ন করেছেন। অঙ্কিতা কি ‘ব্ল্যাক-ম্যাজিকে’ বিশ্বাসী? কেউ কেউ সরাসরি এ প্রশ্ন করেছেন অঙ্কিতাকে। অভিনেত্রীর ভাষ্য, “বড় ধকল পেরিয়েছে ও। তাই সবটা সামলে উঠতে অনেকটা সময় লাগবে।”
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের সেটে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। দীর্ঘ ছয় বছর একসঙ্গে ছিলেন। বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের ব্রেকআপ হয়। এরপর ভিকি জৈনর সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা; যা পরিণয় পেয়েছে।
রিয়েলিটি শো দিয়ে অঙ্কিতার শোবিজ অঙ্গনে পথচলা শুরু। এরপর ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করছেন। কঙ্গনা রাণৌত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন এই অভিনেত্রী। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি-থ্রি’ সিনেমাতেও দেখা গেছে তাকে।
ঢাকা/শান্ত