কাঁদতে কাঁদতে অলঙ্কার খুলে দেন লায়লা কানিজ
Published: 15th, January 2025 GMT
ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে লায়লা কানিজকে আদালতে হাজির করা হয়। তাকে জেলহাজতে রাখা হয়। ২টার দিকে এজলাসে তোলা হয় লায়লা কানিজকে। আসামিদের রাখার ডকে দাঁড়িয়ে থাকেন তিনি। বিষয়টি নজরে এলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব তাকে সেখানে থাকা বেঞ্চে বসার অনুমতি দেন। দুই আসামি বেঞ্চ থেকে উঠে তাকে বসতে দেন। দুই ঘণ্টার বেশি সময় শুনানির জন্য অপেক্ষায় বসে থাকেন লায়লা কানিজ। এ সময় তাকে কখনো হাসতে আবার কখনো কাঁদতে দেখা যায়। কিছু সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি।
বিকেল ৫টা ১০ মিনিটের দিকে আদালত জানান, আসামি (লায়লা কানিজ) কারাগারে যাবেন। রিমান্ড শুনানি পরে হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, আগামী ১৯ ফেব্রুয়ারি রিমান্ড শুনানি হবে।
এরপর লায়লা কানিজকে কারাগারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে গহনা খুলে ফেলতে বলেন। লায়লা কানিজ নাক, কান, গলায় থাকা স্বর্ণালঙ্কার খুলে ফেলেন। এ সময় কাঁদতে দেখা যায় তাকে। গহনাগুলো ভাইয়ের কাছে দেন লায়লা কানিজ।
আদালত থেকে বের করার সময় লায়লা কানিজকে কান্না করতে দেখা যায়। তার ভাই-বোনও কাঁদতে থাকেন। পরে লায়লা কানিজকে কারাগারে নেওয়া হয়।
ঢাকা/মামুন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২২ নভেম্বর ২০২৫)
৩য় ওয়ানডে
নিউজিল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ
সকাল ৭টা, টি স্পোর্টস
অ্যাশেজ: পার্থ টেস্ট-২য় দিনঅস্ট্রেলিয়া-ইংল্যান্ড
সকাল ৮টা ২০ মি., স্টার স্পোর্টস ১
মিরপুর টেস্ট-৪র্থ দিনবাংলাদেশ-আয়ারল্যান্ড
সকাল ৯টা ৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
আবুধাবি টি-টেনস্ট্যালিয়নস-রাইডার্স
বিকেল ৫টা ৩০ মি., টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১
ত্রিদেশীয় টি–টোয়েন্টিপাকিস্তান–শ্রীলঙ্কা
সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস
ইংলিশ প্রিমিয়ার লিগবার্নলি–চেলসি
সন্ধ্যা ৬টা ৩০ মি., স্টার স্পোর্টস ৩
লিভারপুল–নটিংহাম
রাত ৯টা, স্টার স্পোর্টস ৩
লিভারপুল–নটিংহাম
১১টা ৩০ মি., স্টার স্পোর্টস ৩
লা লিগাবার্সেলোনা–বিলবাও
৯টা ১৫ মি., বিগিনঅ্যাপ