কাঁদতে কাঁদতে অলঙ্কার খুলে দেন লায়লা কানিজ
Published: 15th, January 2025 GMT
ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে লায়লা কানিজকে আদালতে হাজির করা হয়। তাকে জেলহাজতে রাখা হয়। ২টার দিকে এজলাসে তোলা হয় লায়লা কানিজকে। আসামিদের রাখার ডকে দাঁড়িয়ে থাকেন তিনি। বিষয়টি নজরে এলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব তাকে সেখানে থাকা বেঞ্চে বসার অনুমতি দেন। দুই আসামি বেঞ্চ থেকে উঠে তাকে বসতে দেন। দুই ঘণ্টার বেশি সময় শুনানির জন্য অপেক্ষায় বসে থাকেন লায়লা কানিজ। এ সময় তাকে কখনো হাসতে আবার কখনো কাঁদতে দেখা যায়। কিছু সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি।
বিকেল ৫টা ১০ মিনিটের দিকে আদালত জানান, আসামি (লায়লা কানিজ) কারাগারে যাবেন। রিমান্ড শুনানি পরে হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, আগামী ১৯ ফেব্রুয়ারি রিমান্ড শুনানি হবে।
এরপর লায়লা কানিজকে কারাগারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে গহনা খুলে ফেলতে বলেন। লায়লা কানিজ নাক, কান, গলায় থাকা স্বর্ণালঙ্কার খুলে ফেলেন। এ সময় কাঁদতে দেখা যায় তাকে। গহনাগুলো ভাইয়ের কাছে দেন লায়লা কানিজ।
আদালত থেকে বের করার সময় লায়লা কানিজকে কান্না করতে দেখা যায়। তার ভাই-বোনও কাঁদতে থাকেন। পরে লায়লা কানিজকে কারাগারে নেওয়া হয়।
ঢাকা/মামুন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ডিন
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ফ্যাকাল্টিতে ডিন নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে লাগবে ১২ বছরের অভিজ্ঞতা। আবেদনের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ২০২৫।
চাকরির বিবরণপদের নাম: ডিন, স্কুল অব ফার্মেসি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ফার্মেসি বা ফার্মাসিউটিক্যাল সায়েন্সে পিএইচডি ডিগ্রি। অন্তত ১২ বছরের একাডেমিক নেতৃত্বের অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে পাঁচ বছর সহযোগী ডিন/ডিন বা সমমানের পদে।
আবেদনের নিয়মআবেদনকারীকে কভার লেটার, সিভি ও তিনজন পেশাগত রেফারেন্সের তথ্যসহ আবেদন পাঠাতে হবে [email protected] এই মেইলে।
আবেদনের বিস্তারিত পাওয়া যাবে এই ঠিকানায় career.bracu.ac.bd
আরও পড়ুন৫০তম বিসিএসে প্রিলির নম্বরে এল পরিবর্তন, কমেছে ৩ বিষয়ে, বৃদ্ধি ৩টির৪ ঘণ্টা আগেবেতন–ভাতাআলোচনা সাপেক্ষে
আবেদনের শেষ তারিখ১৭ ডিসেম্বর ২০২৫
আরও পড়ুনসরকারি মাধ্যমিকের শিক্ষকেরা কর্মবিরতিতে, হচ্ছে না বার্ষিক পরীক্ষা১ ঘণ্টা আগে