মামদানির সামনে পারফর্ম করলেন বাংলাদেশের জন
Published: 14th, December 2025 GMT
বাংলাদেশি ব্যান্ড তারকা জন কবির এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। ঠিকানা গ্রুপের সঙ্গেও যুক্ত আছেন তিনি। ঠিকানা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মুশরৎ শাহীন কুইন্সে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির উদ্যোগের সমর্থনে তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করেন।
সেখানে জোহরান মামদানির সামনে প্যানিক অ্যাট দ্য ডিসকো ব্যান্ডের ‘হাই হোপস’ গানে গিটার বাজিয়েছেন জন কবির, গানটি গেয়েছেন রুহিন হোসেন। নিউইয়র্কের স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় সেই অনুষ্ঠানে জোহরান মামদানির সামনে পারফর্ম করাটা ভীষণ আনন্দের মনে করছেন জন। মামদানিও সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ উপভোগ করেছিলেন, জন কবিরের ফেসবুকের ভিডিওতে তেমনটাই দেখা গেছে।
জানা গেছে, ৪০ মিনিটের বেশি সময় ধরে চলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে জন কবির ‘হাই হোপস’ গানের সঙ্গে গিটার বাজিয়েছেন। জন প্রথম আলোকে বলেন, ‘পুরো সাংস্কৃতিক আয়োজনের তত্ত্বাবধানে আমাকে থাকতে হয়। তাই এত বড় একটি আয়োজনে গাওয়ার মতো অবস্থা ছিল না। তারপরও একটি গানে পারফর্ম করেছি।’
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সামনে পারফর্ম করছেন জন কবির। ভিডিও থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বললেন নিউইয়র্কের মেয়র মামদানিও
২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ও সর্বশেষ ধাপ শুরু হতেই তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। সূচি, আয়োজক শহর ও গ্রুপ বিন্যাস প্রকাশের পর যে টিকিটের দাম ঘোষণা করা হয়েছে, তা অনেকের কাছেই ‘অস্বাভাবিক’ মনে হচ্ছে।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফাইনালের টিকিট নিয়ে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের শীর্ষ ক্যাটাগরির একটি টিকিটের দাম রাখা হয়েছে প্রায় ৯ হাজার ডলার। আগের বিশ্বকাপে একই ম্যাচের টিকিট এর চেয়ে পাঁচ গুণ কম দামে পাওয়া গিয়েছিল।
টিকিটের দাম নিয়ে সমালোচনার মধ্যে এ নিয়ে সরব হয়েছেন নিউইয়র্কের নির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, নিউইয়র্কবাসীর জন্য টিকিটের দাম ‘ন্যায্য’ হতে হবে, বিশেষ করে যখন এই অঞ্চলই বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আয়োজন করতে যাচ্ছে।
‘কুলিগানস’ ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি ফিফার ডায়নামিক প্রাইসিংয়ের (চাহিদা ও সময়ের ওপর ভিত্তি করে টিকিটের দাম বারবার পরিবর্তন) সমালোচনা করেন। তিনি নির্দিষ্ট দামে টিকিট বিক্রি এবং স্থানীয় লোকজনের জন্য ছাড় দেওয়ার আহ্বান জানান। কাতার বিশ্বকাপ ২০২২ ও রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপের টিকিট বিক্রির ধরনকে উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।
আরও পড়ুনআইপিএল নিলাম: দলগুলোর বাজেট কত, কিনতে পারবে কতজন৬ ঘণ্টা আগেমামদানি বলেন, ‘নিউইয়র্ক দেশের সবচেয়ে ব্যয়বহুল শহর। বিশ্বকাপ নিয়ে মানুষের উত্তেজনাও তুঙ্গে। কিন্তু যখন টিকিটের দাম দেখি, আর দেখি ফিফা ডায়নামিক প্রাইসিং ব্যবহার করবে, তখনই আমরা বলছি, নির্দিষ্ট দাম আর স্থানীয় ব্যক্তিদের জন্য ছাড় দরকার। আগের বিশ্বকাপগুলোতে আমরা সেটাই দেখেছি।’
জোহরান মামদানি