ইয়ামালই এই মুহুর্তে সেরা তবে মেসির পরে
Published: 16th, January 2025 GMT
মাস সাতেক আগেই ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন ১৬ বছরের এক ছেলে। যে বয়সে কিশোররা সদ্য বয়ঃসন্ধি পেরিয়ে ব্যক্তি স্বাধীনতার স্বাদ উপভোগ করে প্রাণ খুলে, সে সময়টিতে কি না লামিন ইয়ামাল স্পেনকে এনে দিলো মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্ব। রাইট উংই থেকে তার বাঁ পায়ের ফুটবল শৈলীতে আচ্ছন্ন ছিল ফুটবল প্রেমীরা। এবার সেই মুগ্ধতায় তার ক্লাব সতীর্থ গাভি এতটাই মঝেছেন যে, ইয়ামালকে এই মুহুর্তের সেরা ফুটবলার বললেন! তবে তার আগের স্থানটা নাকি মেসির।
ইয়ামাল তার ফর্ম ধরে রেখেছেন ক্লাব বার্সালোনাতেও। গত রোববার (১২ জানুয়ারি, ২০২৫) দিবাগত রাতে সুপার কাপের ফাইনালে বার্সা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-২ ব্যবধানে হারানোর ম্যাচে এক গোল করেছেন ১৭ ইয়ামাল। এরপর বুধবার রাতে (১৫ জানুয়ারি, ২০২৫) কোপা দেল রে’র ম্যাচে আরেক রিয়াল ক্লাব বেটিস কে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বার্সা। এই ম্যাচে সমান একটি করে গোল ও অ্যাসিস্টের দেখা পেয়েছেন ১৭ বছ র বয়সী এই উইঙ্গার। সব মিলিয়ে এই মৌসুমে ৯ গোল ও ১৩ অ্যাসিস্ট। তার ক্লাব সতীর্থ গাভির তাই সরল স্বীকারোক্তি, “হ্যাঁ, ইয়ামাল সেরা। লিওনেল মেসির পর, সে সেরা।”
ইয়ামাল গত জুনে ইউরো কাপে স্পেনকে সেরা বানানোর পথে ৭ ম্যাচ খেলে করেছিলেন ১ গোল ও মহামূল্যবান ৪ অ্যাসিস্ট। পেয়েছিলেন গোল্ডেন বয় অ্যাওয়ার্ড যা তাকে এনি দিয়েছিল বিশ্বের সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি।
আরো পড়ুন:
আবার লা লিগায় ফিরলেন হামেস রদ্রিগেজ
ভিনিসিয়াসের সঙ্গে খেলতে খোলা মনে এমবাপ্পে
এই মুহূর্তে ইয়ামালই সেরা, গাভির এমন মন্তব্যের সাথে সুর মিলিয়েছে বার্সার ম্যানেজারও। হানসি ফ্লিক সংবাদ সম্মেলনে বলেন, “গাভি খুবই আবেগপ্রবণ, তবে আমিও একমত তার সাথে। আমি মনে করি বড় ম্যাচগুলোই সত্যিকারের প্রতিভার ঝলক দেখা যায়। সে (ইয়ামাল) তা বহুবার প্রমাণ করেছে। সে খুব ভালো পথে।”
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স প য ন শ ফ টবল ফ টবল ফ টবল
এছাড়াও পড়ুন:
সিওডিলের স্টলে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের উপচে পড়া ভিড়
দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী অ্যাস্থেটিক ডার্মাটোলজি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের স্পন্সর বাংলাদেশের ১ নম্বর ডার্মা কসমেটিকস ডক্টর রিকমেন্ডেড ব্র্যান্ড সিওডিল। প্রায় ৩ শতাধিক দেশী ও বিদেশী ডার্মাটোলজিস্ট সম্মেলনে অংশ নিয়েছেন।
অ্যাস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশের (এডিএসবি) উদ্যোগে সম্মেলনের প্রথম দিনে ছিলো সায়েন্টিফিক সেশনের পাশাপাশি সেমিনার। আয়োজনের মূল স্পন্সর হওয়ার পাশাপাশি বিশ্ব বাজারে সিওডিলের প্রচলিত পণ্য এবং উদ্ভাবনী গবেষণা কার্যক্রম তুলে ধরতে প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে সিওডিলের।
ত্বকের যত্নে সিওডিলের নতুন উদ্ভাবনী পণ্য ও কার্যক্রম নিয়ে ডাক্তারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো সিওডিলের স্টল। ভিয়েতনাম, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড এবং ভারতের ডার্মাটোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তাররা ভিজিট করে সিওডিলের ভূয়সী প্রশংসা করেন।
ডার্মাটোলজিস্ট ডা. শারমিনা হক বলেন, অ্যাকনি, এজিং, ড্রাইনেস, স্ক্যাল্পের সমস্যাসহ ত্বকের যাবতীয় সমস্যা সমাধানের পাশাপাশি বিভিন্ন ফলপ্রসূ কর্মসূচির মাধ্যমে নিজের ত্বক সম্পর্কে সচেতন হতে সিওডিল তার ভোক্তাদের উৎসাহিত করছে। আশা করছি সিওডিল বাংরাদেশের অন্যতম একটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে দেশের সুনাম বয়ে আনবে।
সিওডিলের হেড অব বিজনেস সুকান্ত দাস জানান, এবারের অ্যাস্থেটিক ২০২৫-এ উদ্ভাবনী পণ্যের তালিকায় অন্যতম আকর্ষণ সিওডিল। বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা রেকমেন্ডেড এই ব্র্যান্ডটি সর্বস্তরের ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সিওডিলের এই সুদৃঢ় অবস্থানকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দিতেই সিওডিল চলতি বছরেই দুবাই ডার্মা ও কসমো প্রফ ২০২৫ এ অংশগ্রহণ করে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। আজকেও বাংলাদেশের এই আয়োজনে যেসব ডাক্তাররা আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন তারা সিওডিলের পণ্যের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে আমেরিকাসহ শ্রীলংকা, থাইল্যান্ড, ফিলিপাইন, দুবাই ও ভারতে সিওডিলের পণ্য পাওয়া যাচ্ছে।
আশা করছি খুব শিগগিরেই আমরা মিয়ানমার, ভিয়েতনাম ও পাকিস্তানে আমাদের পণ্যের নতুন বাজার তৈরী করতে পারবো।
উল্লেখ্য, বাংলাদেশে স্কিন কেয়ার ও কসমেটিকসের অথেন্টিক রিটেল শপ হারল্যান স্টোরসহ সব সেলস চ্যানেলে সিওডিল পণ্য পাওয়া যাচ্ছে। সিওডিল এখন স্কিন কেয়ার খাতে শীর্ষ বিক্রীত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অন্য দেশে তৈরি পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি তৈরি পণ্য শক্ত অবস্থান নিশ্চিত করেছে। দামেও সাশ্রয়ী। অন্য দেশের পণ্য আমদানি হয়ে আসতে আসতে মেয়াদ চলে যায়। তাই গুণগতমান নিশ্চিত এবং দামে সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের কাছে সিডিলের কদর বাড়ছে।
রাহাত//