আরিচায় সাড়ে ৭ ঘণ্টা, পাটুরিয়ায় সাড়ে ১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
Published: 1st, February 2025 GMT
ঘন কুয়াশার কারণে সাড়ে ৭ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট রুটে এবং সাড়ে ১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি। পরে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুট ও সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও রাত দেড়টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহ-মহাব্যবস্থাপক মো.
তিনি বলেন, সন্ধ্যার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত ১২টার দিকে এ নৌরুটে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার প্রকোপ কমে যাওয়ায় সাড়ে ১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, “আরিচা-কাজিরহাট নৌরুটে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকে। এ নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে চারটি ফেরি রয়েছে। সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে।”
ঢাকা/চন্দন/ইমন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।
আজ বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিস্তারিত আসছে...