রংপুরের পীরগঞ্জে মরিচখেত থেকে এক নারীর মাথাবিহীন ও রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চতরা ইউনিয়ন পরিষদের বড় বদনাপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর ওই নারীর পরিচয় জানা যায়নি। এ সময় তাঁর পরনে লাল রঙের জামা ও পায়জামা ছিল। তাঁর বয়স ৩০ বলে ধারণা করছে পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ওই নারীর গলা থেকে মাথার পুরো অংশ কেটে নেওয়া হয়েছে। আশপাশে কোথাও তাঁর মাথাটি পাওয়া যায়নি। রক্তাক্ত অবস্থায় লাশটি মরিচখেতে পড়েছিল। মাথাটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে লাশটির শরীরের অন্য কোথাও প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের লাশটি জন্য রংপুর পাঠানো হচ্ছে। অজ্ঞাতপরিচয় মরদেহটির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

এ ঘটনার পরপর আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুরের সহকারী পুলিশ সুপার আসিফা আফরোজ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে সামাজিক যোগাযোগমাধ্যমের ৫ বছরের তথ্

যুক্তরাজ্যসহ কয়েক ডজন দেশের পর্যটকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের শর্ত হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের পাঁচ বছরের ইতিহাস প্রদান করতে বলা হতে পারে। মার্কিন কর্মকর্তাদের প্রকাশিত একটি নতুন প্রস্তাবে এ কথা বলা হয়েছে।

নতুন শর্তটি কয়েক ডজন দেশের লোকদের উপর প্রভাব ফেলবে যারা ভিসা ছাড়াই ৯০ দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্য।

আরো পড়ুন:

ফ্লোরিডায় চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আবারো বন্দুক হামলা, শিক্ষার্থী নিহত

জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সীমান্ত আরো কঠোর করার পদক্ষেপ নিয়েছেন। এর কারণ হিসেবে জাতীয় নিরাপত্তার কথা বলা হয়েছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, নতুন পরিকল্পনা সম্ভাব্য পর্যটকদের জন্য বাধা সৃষ্টি করতে পারে, অথবা তাদের ডিজিটাল অধিকারের ক্ষতি করতে পারে।

প্রস্তাবনাটি কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি দাখিল করেছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এটি ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হয়েছে, যা মার্কিন সরকারের অফিসিয়াল জার্নাল। 

প্রস্তাবনায় বলা হয়েছে, “তথ্য উপাদানের জন্য ভ্রমণ অনুমোদনের জন্য ইলেকট্রনিক সিস্টেম ফরমে (ইএসটিএ) আবেদনকারীদের গত পাঁচ বছরের তাদের সোশ্যাল মিডিয়ার তথ্য প্রদান করতে হবে।”

বিদ্যমান ইএসটিএ-তে ভ্রমণকারীদের কাছ থেকে তুলনামূলকভাবে সীমিত পরিমাণ তথ্যের পাশাপাশি এককালীন ৪০ ডলার প্রদানের প্রয়োজন হয়। এটি যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং জাপানসহ প্রায় ৪০টি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য এবং তাদের দুই বছরের মধ্যে একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহের পাশাপাশি, নতুন নথিতে আবেদনকারীর গত পাঁচ এবং দশ বছরে ব্যবহৃত টেলিফোন নম্বর এবং ইমেল ঠিকানা সংগ্রহের প্রস্তাব করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করা হবে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ