রুয়েটে ভর্তিযুদ্ধ, প্রতি আসনের জন্য লড়বেন ১৬ শিক্ষার্থী
Published: 7th, February 2025 GMT
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তিতে প্রাক-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (৮ ফেব্রুয়ারি)। এবার রুয়েটের প্রতিটি আসনের জন্য লড়বেন ১৬ জন শিক্ষার্থী।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।
অধ্যাপক ড.
আরো পড়ুন:
রাজশাহী কলেজে ‘বিন্দু থেকে সিন্ধু’
ঢাকা থেকে নিখোঁজ কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার
তিনি আরো বলেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন, “প্রথম শিফটে পরীক্ষায় অংশগ্রহণ করবেন রোল নম্বর-১০০০০১ থেকে ১০৬৬৩৯ পর্যন্ত শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় শিফটে রয়েছে রোল নম্বর-২০০০০১ থেকে ২০৬৬৩৮ পর্যন্ত, তাদের পরীক্ষা চলবে দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তৃতীয় শিফটে রোল নম্বর- ৩০০০০১ থেকে ৩০৬৬৩৮ পর্যন্ত পরীক্ষা হবে, তাদের পরীক্ষা চলবে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।”
তিনি আরো বলেন, “প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষে নির্বাচনী (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা হবে ২০ ফেব্রুয়ারি। এ পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য সর্বমোট ৩৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ‘খ’ গ্রুপের জন্য অতিরিক্ত ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষা হবে। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ৮ মার্চ।”
তিনি বলেন, “পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাধারীদের গোত্রপ্রধানের দেওয়া সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে। আর পরীক্ষা চলাকালে অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।”
সংবাদ সম্মেলনে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচএম রাসেল, ছাত্র-কল্যাণ দপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. আব্দুল্লাহ আল মাহমুদ, উপ-পরিচালক (প্রশাসন) জেডএইচএম মনজুর মোর্শেদ, জনংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. গোলাম মুরতুজা উপস্থিত ছিলেন।
ঢাকা/কেয়া/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র পর ক ষ পর ক ষ র পর ক ষ য় র জন য আসন র
এছাড়াও পড়ুন:
রবি উপাচার্যের নামে হোয়াটস অ্যাপে আইডি খুলে টাকা দাবি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) উপাচার্য অধ্যাপক এসএম হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে টাকা দাবির অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ মার্চ) কোনো প্রতারক বা প্রতারক চক্র ওই আইডি থেকে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাইলে বিষয়টি জানাজানি হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্ক বার্তা পোস্ট করা হয়েছে। বার্তায় বলা হয়েছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএম হাসান তালুকদারের ছবি ও নাম ব্যবহার করে একটি প্রতারকচক্র ওয়াটস অ্যাপে ফেক আইডি খুলেছন এবং অনেককে মেসেজ দিয়ে টাকা চাচ্ছেন।
বার্তায় আরো বলা হয়েছে, এ বিষয়ে রবি উপাচার্য সবাইকে সতর্ক থাকতে এবং কোনো রকম অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ করেছেন। কেউ টাকা পাঠালে উপাচার্য এর কোনো দায়িত্ব নেবেন না। কারণ নাম্বারটি উনার না।
প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রতারক বা প্রতারক চক্রকে পুলিশ দ্রুত চিহ্নিত করবে এবং আইনের আওতায় আনতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।
ঢাকা/হাবিবুর/মেহেদী