Prothomalo:
2025-12-01@10:04:18 GMT

ক্যানসার সচেতনতায় দৌড়

Published: 7th, February 2025 GMT

ক্যানসার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘রান ফর ক্যানসার অ্যাওয়ারনেস ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। হিমু পরিবহন আয়োজিত এই দৌড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজ শুক্রবার সকাল আটটায় শুরু হয়। দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ভিসি চত্বর ও স্বাধীনতাসংগ্রাম চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় দৌড়।

এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কার্টুনিস্ট ও উন্মাদ সম্পাদক আহসান হাবিব, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার, দুইবারের এভারেস্টজয়ী এম এ মুহিত, সংগীতশিল্পী ও পর্যটক কনক আদিত্য, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের প্রধান হাবিবুল্লাহ তালুকদার রাসকিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান মুমিত আল রশিদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পর্যটক ও লেখক এলিজা বিনতে এলাহী, আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী আরাফাত হোসেনসহ আরও অনেকে।

‘রান ফর ক্যানসার অ্যাওয়ারনেস ২০২৫’ দৌড়ে অংশগ্রহণকারীরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তরুণ নেতৃত্বসহ নানা বিষয় নিয়ে হয়ে গেল অদম্য ইয়ুথ সামিট

তরুণ নেতৃত্ব, উদ্ভাবন ও জাতীয় উন্নয়ন নিয়ে গতকাল শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত হলো ‘অদম্য ইয়ুথ সামিট ২০২৫’। অনুষ্ঠানটির আয়োজক অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগ ‘মজার ইশকুল’। অনুষ্ঠানে উন্নয়ন সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন পেশার ২৫০ জনের বেশি তরুণ ও যুবনেতা অংশ নেন।

এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যমী তরুণদের নেতৃত্বদক্ষতা, সামাজিক উদ্ভাবন, উদ্যোক্তা মানসিকতা, বৈশ্বিক নাগরিকত্ব ও জাতীয় উন্নয়ন কাঠামোতে যুবসমাজের ভূমিকা নিয়ে দিনব্যাপী আলোচনা, নেটওয়ার্কিং ও অভিজ্ঞতা বিনিময় হয়।

সামিটে মোট চারটি সেশন অনুষ্ঠিত হয়। সেগুলো হলো স্বেচ্ছাসেবাবিষয়ক কর্মশালা, উন্নত বাংলাদেশের জন্য যুবসমাজের অবদান, একবিংশ শতাব্দীতে বিশ্ব নাগরিকত্ব ও নেতৃত্ব এবং যুব উদ্যোক্তা ও সামাজিক উদ্ভাবন।

সেশনগুলোতে আলোচক হিসেবে ছিলেন দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আউয়াল, ইউনাইটেড ট্রাস্টের নির্বাহী পরিচালক এ জে এম ফজলুর রহমান, ‘ব্লাডম্যানে’র প্রতিষ্ঠাতা মো. শাহরিয়ার হাসান, ‘রীতু’র প্রতিষ্ঠাতা শারমিন কবির, আইনজীবী ও রাজনীতিবিদ মঞ্জিলা ঝুমা, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আবদুল কাইউম, ‘এলপি৪ওয়াই’-এর কান্ট্রি হেড আলেক্সান্দ্রে ম্যাগনেনা, বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসীনা আহমেদ, অর্থনীতিবিদ কে এ এস মুরশিদ, ‘কিরণ’-এর প্রধান পরিচালন কর্মকর্তা তাজদিন হাসান, ‘আলফ্রেস্কো’র সহপ্রতিষ্ঠাতা কাজী মো. রুশদি, ‘সো.এক্সওয়াইজেড’-এর সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলমুল হক এবং ‘কাচ্চি ভাই’-এর প্রতিষ্ঠাতা সোহেল সিরাজ।

তরুণদের দক্ষতা বিকাশ, ক্যারিয়ার রোডম্যাপ, সামাজিক উদ্যোক্তা তৈরি এবং ভবিষ্যৎ উন্নয়ন কাঠামোয় যুবসমাজের নেতৃত্বমূলক ভূমিকা নিয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন আলোচকেরা।

অনুষ্ঠানের শেষে সামিটে অংশগ্রহণকারীদের সনদ ও স্মারক দেওয়া হয়। এ ছাড়া পথশিশুদের নিয়ে প্রান্তিক পর্যায়ে কাজ করা ব্যক্তি ও সংগঠনকে অনুপ্রাণিত করতে আলফ্রেস্কো ও মজার ইশকুল যৌথভাবে প্রদান করে বার্ষিক সম্মাননা ‘ফ্রেন্ড অব স্ট্রিট চিলড্রেন অ্যাওয়ার্ড ২০২৫’। এ বছর সম্মাননা অর্জন করেন মৌলভীবাজার শ্রীমঙ্গলের মাহমুদুল আলম চৌধুরী।

সম্পর্কিত নিবন্ধ

  • শরীয়তপুরে রাতের আঁধারে আওয়ামী লীগের মশালমিছিল
  • বিএনসিসিতে বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদসংখ্যা ৩৭
  • সিলকো ফার্মার প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৫.৮৮ শতাংশ
  • টেকনো ড্রাগসে ক্রেডিট রেটিং নির্ণয়
  • আজ টিভিতে যা দেখবেন (০১ ডিসেম্বর ২০২৫)
  • সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা হচ্ছে, অধ্যাদেশ জারি
  • তরুণ নেতৃত্বসহ নানা বিষয় নিয়ে হয়ে গেল অদম্য ইয়ুথ সামিট
  • স্পিড রিলস চ্যালেঞ্জে অংশ নিয়ে স্মার্টওয়াচ ও স্পিড ক্যান জেতার সুযোগ
  • দৃষ্টিশক্তি বাড়াবে নতুন যন্ত্র
  • আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ২৪ বন্দি মুক্তি পাচ্ছে