নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় প্রকাশ্যে হামলা ও গুলির ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদকে ধরতে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় জবা আক্তার (২২) নামে একজন নারী গুলিবিদ্ধ হয়েছে।

জবা আক্তারের স্বামী রহিম উদ্দিন জানান, তার স্ত্রী রান্না করছিলেন, হঠাৎ গুলি এসে তার বুকে লাগে। কীভাবে বা কোথা থেকে গুলি এসেছে তা তিনি নিশ্চিত নন। রোববার (১৬ নভেম্বর) বিকেলে ফতুল্লার পশ্চিম মাইসদাইর বালুরমাঠ এলাকার গাইবান্ধা বাজারে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সন্ত্রাসী জাহিদকে ধরতে তৎপর হয় র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল। দলটি ফতুল্লার মাসদাইরের গাইবান্ধা বাজার এলাকায় পৌঁছালে জাহিদ ও তার সহযোগীরা র‌্যাবের গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে।

এসময় জাহিদের ছোড়া গুলি স্থানীয় এক বাড়ির রান্নাঘরে থাকা জবা আক্তার (২২) এর বুকে এসে লাগে। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় নাসিক ১৩নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান পারভেজের ওপর ছুরিকাঘাত ও গুলির ঘটনা ঘটায় জাহিদ ও তার সহযোগীরা। ঘটনাটির পর থেকেই র‌্যাব-১১ সন্ত্রাসী জাহিদকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো.

হাসিনুজ্জামান বলেন, শনিবারের ঘটনার পর থেকেই জাহিদকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে রোববার এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে শনিবার বিকেলে জাহিদ ও তার লোকজন পারভেজকে কুপিয়ে গুরুতর আহত করে এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা লক্ষ্যভ্রষ্ট হয়। সন্ত্রাসী জাহিদের নামে ৩টি হত্যা মামলা রয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন বলেন, শনিবারের ঘটনার র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। সেই প্রেক্ষিতে রোববার আমাদের সোর্স কাজ শুরু  তাদের অবস্থান শনাক্ত করার। পাশাপাশি আমাদের আভিযানিক দলটিও সেই স্থানের উদ্দেশ্যে রওয়ানা হয়।

তবে আমাদের দলটি পৌছানোর আগেই র‌্যাবের গোয়েন্দা তৎপরতার বিষয়টি জাহিদ ও তার দল কোনভাবে বুঝে ফেলে। আর তখনি তারা গুলি ছুড়ে। এতে এক বাড়িতে থাকা নারী গুলিবিদ্ধ হয়।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সন ত র স ন র য়ণগঞ জ সন ত র স র বব র র ঘটন

এছাড়াও পড়ুন:

মাসুদুজ্জামানের র‌্যালিতে রিয়াদ-আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের অংশগ্রহণ 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে  ‎নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের র‌্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ ও সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে। 

‎শুক্রবার (১৪নভেম্বর) বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে র‌্যালিটি খানপুর হাসপাতাল রোড গিয়ে মূল র‌্যালির সাথে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ‎এ সময়ে সদর থানা যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে র‌্যালিকে করে তোলে। 

‎‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা আব্দুল হালিম, রিপন, রেজাউল করিম রেজা, জাহিদ খন্দকার, শেখ মাগফুর ইসলাম পাপন, আরিফুল ইসলাম নয়ন, মানিক বেপারী, নাসার হক ইমন, সাদ্দাম হোসেন রনি, হোসাইন, তানভীর, মনির, নিরব, জামাল, সজীব, মিঠুন, আবু সালে তুহিন, লিটন, মিন্টু, জনি, হৃদয়, রিপন, রবিউল, আলামিন, জুয়েল, সুমন, সজিব, মোতালেব, ইফতি, সাজ্জাদ, সোহান, অপু, মন্টু, রাখাল, শৈবাল, আরাফাত, সিহাব, মানিক, খোরশেদ, আলীরটেক ইউনিয়ন যুবদলের আহবায়ক শরীফ সরদার, সদস্য সচিব ইব্রাহিম সুলতান, হৃদয়, সাদ্দাম, শহিদুল, মনির, গোগনগর ইউনিয়ন যুবদল নেতা রাসেল আহমেদ মন্টু, আহমেদ আলী, দেওয়ান শ্যামল, বিল্লাল হোসেন, কামরুল ইসলাম, মেহেদী প্রমুখ। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের সভাপতি 
  • দিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণ: ভারত-পাকিস্তান কি আবার সংঘাতে জড়াচ্ছে
  • নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
  • ডেঙ্গু আক্রান্ত জাসাস নেতা রিপনের শয্যাপাশে আনিসুল ইসলাম সানি 
  • বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া
  • মাসুদুজ্জামানের র‌্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ
  • মাসুদুজ্জামানের র‌্যালিতে রিয়াদ-আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের অংশগ্রহণ