চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সংকট নিরসনে নারায়ণগঞ্জে অভিযান অব্যাহত
Published: 11th, February 2025 GMT
চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সঙ্কট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীতে অভিযান অব্যাহত রেখেছে বিআইডব্লিউটিএ'র ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকেল ৪টা অবধি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রিজ এলাকা থেকে রূপসী গাজী সেতু পর্যন্ত এলাকায় বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান ও আশরাফুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন।
এসময় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক (নৌ-নিট্রা) নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকালে নদীর দুই তীরে মালামাল খালাসরত আনুমানিক পঞ্চাশটি জাহাজ পরিদর্শন করা হয়া। এবং তাদের দ্রুত মাল খালাস করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ টি নৌযানকে সর্বমোট ৩৫ (পঁয়ত্রিশ) হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে যাওয়া বিআইডব্লিউটিএ'র কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরে খাদ্যপণ্য খালাসের অপেক্ষায় রয়েছে অসংখ্য মাদার ভেসেল। লাইটারেজ জাহাজের সংকটে সেখান থেকে পণ্য পরিবহন করা যাচ্ছে না।
এতে করে আসন্ন পবিত্র মাহে রমজানের কৃত্রিম খাদ্যপণ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যে কারণে নোঙ্গর করা জাহাজ গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ'র ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে দেখা যায় নানাবিধ কারণে অনেক লাইটারেজ কার্গো জাহাজ খাদ্যপণ্য নিয়ে শীতলক্ষ্যা, ধলেশ^রী ও মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অপেক্ষমান অবস্থায় রয়েছে।
ভ্রাম্যমান আদালত বিভিন্ন কার্গো জাহাজ পরিদর্শন এবং জাহাজের মাস্টার ড্রাইভার সুকানী, লোড-আনলোডের শ্রমিক ও ইজারাদারদের সঙ্গে কথা বলেন। মাল গুলো দ্রুত খালাস শেষে চট্টগ্রাম বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ল ইট র জ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাইজপাড়া এলাকায় ইজিবাইকের ধাক্কায় ফারজিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টা নাগাদ মুমূর্ষ অবস্থায় শিশুটিকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।
নিহত ফারজিয়া শেরপুর জেলা সদরের চান্দিনগর মাইজপারা গ্রামের মামুন ইসলামের মেয়ে ।
নিহত শিশুর মা লিজা আক্তার জানান, আমার শিশু মেয়ে ফারজিয়া আজ সকালের দিকে কয়েকজন বাচ্চার সাথে খেলা করছিল। সে সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বুধবার দুপুরে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম বলেন, মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।