মেহজাবীন–আদনানের ৪৬৯৪ দিনের গল্প
Published: 25th, February 2025 GMT
‘একটা ছেলে এসেছিল দেখা করতে; বাঁকা দাঁত, মিষ্টি হাসি। এক শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, সে রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়েছিল। মাত্র ১৫ মিনিট আমরা কথা বলি, এরপর সে চলে যায়; যাওয়ার সময় মনে হলো, আমার হৃদয়ের একটা অংশ যেন চলে গেল।’ গতকাল দুপুরে বিয়ের ছবি প্রকাশ করে এভাবেই ফেসবুক পোস্ট দিয়েছেন মেহজাবীন চৌধুরী। জানিয়েছেন ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয় তাঁর। তখন কি জানতেন, ১৩ বছর পর রাজীবের সঙ্গেই চিরস্থায়ী বন্ধনে বাধা পড়বেন।
গতকাল দুপুরে দেওয়া পোস্টে মেহজাবীন জানিয়েছেন, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রযোজক–পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন তিনি। গতকাল রাজধানী অদূরে একটি রিসোর্টে ছিল ‘বিবাহ অনুষ্ঠান’।
মেহজাবীন লিখলেন বাঁকা দাঁত, মিষ্টি হাসির সেই ছেলের সঙ্গে প্রেমের গল্পবিয়ের ১০ দিন পর ছবি প্রকাশ করলেন মেহজাবীন। আবেগঘন ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, ‘১৩ বছর পর, আমরা এখানে পৌঁছেছি। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, সব সাফল্য একসঙ্গে উদ্যাপন করেছি, দুঃসময় পেরিয়ে এসেছি। সাত বছরের বন্ধুত্ব নাকি আজীবন স্থায়ী হয়; আমরা প্রায় দ্বিগুণ সময় পার করেছি। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আমাদের বন্ধন চিরস্থায়ী হয়েছে, শপথ করেছি হাত হাত রেখে চলব। আদনান আল রাজীব, জীবনের সেরা বন্ধু হিসেবে তোমাকে পছন্দ করেছি।’
জীবনের এই নতুন পথচলায় ভক্ত, অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন মেহজাবীন। পোস্টের সঙ্গে হ্যাশট্যাগে ৪৬৯৪ দিন লিখেছেন অভিনেত্রী। এটা দিয়ে তিনি হয়তো আদনানের সঙ্গে সম্পর্কের মোট দিনকে বুঝিয়েছেন।
বিয়ের পাঁচটি ছবি প্রকাশ করে মেহজাবীনের দেওয়া পোস্টে শুভকামনা জানিয়েছেন তাঁর ভক্ত, অনুসারী থেকে তারকারা। গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দুই ঘণ্টায় মেহজাবীনের পোস্টের প্রতিক্রিয়া এসেছে ২ লাখ ৯৭ হাজারের বেশি, মন্তব্য এসেছে ২২ হাজারের বেশি, শেয়ার হয়েছে প্রায় ৯ হাজার। ছবিতে কফি রঙের প্লেইন শেরওয়ানি পরেছিলেন আদনান আল রাজীব, মেহজাবীনকে দেখা গেছে চাপা সাদা লেহেঙ্গায়।
অবশেষে বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীনমেহজাবীন ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করার পর বিভিন্ন সূত্রে গতকালের রিসোর্টে হওয়া বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও পাওয়া যায়। যেখানে মালাবদলের পর মেহজাবীন ও আদনানকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। এক পর্যায়ে স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন মেহজাবীন। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এদিন হাজির হয়েছিলেন গীতিকার কবির বকুল, নির্মাতা আশফাক নিপুন, মোস্তফা কামাল রাজ, নুহাশ হুমায়ুন, সংগীতশিল্পী এলিটা, অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা, সিয়াম, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, সাবিলা নূরসহ অনেকে।
একই জায়গায় গত রোববার মেহজাবীন ও আদনানের গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ছবি তোলায় বিধিনিষেধ ছিল। তবে এত কড়াকড়িতেও শেষ রক্ষা হয়নি। ঠিকই ফাঁস হয়েছে মেহজাবীন চৌধুরীর গায়েহলুদের একাধিক স্থিরচিত্র।
আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। ফেসবুক থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ম হজ ব ন অন ষ ঠ ন ফ সব ক গতক ল
এছাড়াও পড়ুন:
বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে কাজ করার নির্দেশনা চেয়ারম্যানের
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সংস্থাটির সবাইকে একত্রিত থাকার অনুরোধ জানিয়েছেন। কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক সভায় তিনি এ অনুরোধ জানান।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসির কমিশনার মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশের পুঁজিবাজার ও অর্থনীতিসহ জাতীয় স্বার্থ বিবেচনায় এই সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীকে পরিপূর্ণ দায়িত্বশীল হয়ে ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। সভায় কর্মকর্তাদের দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি।
কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও সততার সঙ্গে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, সবাই একসঙ্গে কাজ করলে বিএসইসির কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি।
বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা আগের সব ভুলভ্রান্তি ভুলে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কমিশনের বিভিন্ন সমস্যার সুরাহা করার বিষয়ে কর্মকর্তা ও কর্মচারীদের আশ্বাস দেন তাঁরা।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কমিশনের সঙ্গে পূর্ণ উদ্যম ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।