বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের প্রথম পর্ব শেষ হওয়ার পর ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলে মধ্যবর্তী দলবদল। সর্বশেষ গতকাল রাত ১২টা পর্যন্ত ১০টি ক্লাব তাদের খেলোয়াড়তালিকা বাফুফেতে জমা দিয়েছে, যার মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তিন বিদেশি নাম নিবন্ধন করিয়েছে।

প্রথম পর্ব শেষে তৃতীয় স্থানে থাকা কিংস দ্বিতীয় পর্বের জন্য আনছে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোকে। ৩২ বছর বয়সী এই ফুটবলার ২০১০ সালের লিভারপুলের অনূর্ধ্ব–১৮ এবং ২০১১ সালে রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব–১৯ দলে খেলেছিলেন। এরপর সংযুক্ত আর আমিরাত, সুইজারল্যান্ড, রাশিয়া, ফিনল্যান্ড ঘুরে সর্বশেষ খেলেছেন চীনের চংকিং টংলিয়াংলংয়ে।

এক যুগের সিনিয়র টিম ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯টি দলের হয়ে ২৪৩ ম্যাচে ৬০ গোল করেছেন লেসকানো।

কিংসে নিবন্ধিত হওয়া নতুন অন্য দুই খেলোয়াড় ব্রাজিলিয়ান সেন্টারব্যাক দাসিয়েল সান্তোস ও ঘানার ফরোয়ার্ড ইভান্স ইট্টি।

তিন নতুন বিদেশির সঙ্গে রক্ষণদেয়াল আগলে রাখার জন্য আসরোর গফুরভকেও ফিরিয়ে আনছে ভ্যালেরিও তিতার দল। সাইফ স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসে খেলার অভিজ্ঞতা রয়েছে উজবেকিস্তানের এই ডিফেন্ডারের।

এদিকে প্রথম লেগে তুমুল লড়াইয়ের পর দ্বিতীয় লেগে শক্তি বাড়িয়েছে দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডও। মোহামেডানের নতুন মুখ পুলিশ এফসিতে খেলে যাওয়া ভেনেজুয়েলার ফরোয়ার্ড এডওয়ার্ড মরিও। আর প্রথম পর্বে শতভাগ দেশি খেলোয়াড় নিয়ে চমক দেখানো আবাহনী দ্বিতীয় লেগের জন্য আনছে দুজন বিদেশি। যাঁদের মধ্যে আছেন ব্রাজিলের রাফায়েল সিলভা, ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত আবাহনীর হয়ে খেলেছিলেন এই মিডফিল্ডার। এ ছাড়া আক্রমণে গতি বাড়াতে নাইজেরিয়ার ফরোয়ার্ড এমেকা ওগবাহর সঙ্গেও নিবন্ধন সেরেছে আকাশি–নীলেরা।

১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে থাকা রহমতগঞ্জও এক বিদেশির নাম চূড়ান্ত করেছে। দ্বিতীয় লেগে প্রতিপক্ষের গোলমুখে চাপ তৈরি করার জন্য গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিংকে দলভুক্ত করেছে পুরান ঢাকার ক্লাবটি। নতুন খেলোয়াড় নিবন্ধনে পিছিয়ে নেই টেবিলের তলানির দল চট্টগ্রাম আবাহনীও।

মাঝমাঠের শক্তি বাড়াতে ২৭ বছর বয়সী প্যারাগুয়ের উইলসন মেদিনাকে নিবন্ধন করেছে বন্দরনগরীর দলটি। পাশাপাশি ঘানার ডিফেন্ডার কফি জুনিয়রের নামও জমা দিয়েছে বাফুফের কাছে।

ফকিরেরপুল ইয়ংমেনস নিবন্ধন করেছে ফরাসি ফরোয়ার্ড মোহামেদ ফোফানা আর আইভরিকোস্টের ফরোয়ার্ড ইব্রাহিম আউত্তারাকে। পুলিশ এফসিতে আসছেন ব্রাজিলের দানিলো কুইপাপা। এই দুই ক্লাবের পাশাপাশি আক্রমণভাগ শক্তিশালী করেছে ব্রাদার্স ইউনিয়ন। ক্লাবটির সঙ্গে নিবন্ধন সেরেছেন গাম্বিয়ায় ফরোয়ার্ড ইদ্রিসা জালো ও নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফোন উদোহ।

দশম রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান দখলে রেখেছে মোহামেডান। দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর অর্জন ২৩ পয়েন্ট। আর বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তৃতীয় স্থানে আছে ২০ পয়েন্ট নিয়ে।

তিন সপ্তাহ বিরতির পর গত ২১ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ শুরু হয়েছিল। কিন্তু এক রাউন্ড হয়েই লিগে প্রায় দেড় মাস বিরতি। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর পবিত্র ঈদুল ফিতর। এ দুই কারণেই মূলত লম্বা সময় মাঠে খেলা নেই। সে ক্ষেত্রে দ্বিতীয় লেগের দ্বিতীয় রাউন্ড পুনরায় শুরু হবে ১১ এপ্রিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ফর য় র ড র জন য প রথম

এছাড়াও পড়ুন:

বোনকে খুন করে লাশ বস্তায় ভরেন, পুলিশ জিজ্ঞেস করলে জানান বস্তায় গম

ভারতের উত্তর প্রদেশের গোরখপুরে এক তরুণ তাঁর বোনকে খুন করে লাশ একটি বস্তায় ভরে রেখেছিলেন। ওই বস্তা নিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁকে ভেতরে কী আছে জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘এর মধ্যে গম আছে।’

উত্তর প্রদেশের ৩২ বছর বয়সী রাম আশিস নিষাদ তাঁর ১৯ বছর বয়সী বোন নীলমকে খুন করেন।

ওই এলাকায় একটি সড়ক নির্মাণ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়। আশিসের বাবা চিংকু নিষাদ সেখানে সরকারের জমি অধিগ্রহণ বাবদ ছয় লাখ রুপি ক্ষতিপূরণ পেয়েছিলেন।

পুলিশ জানায়, ওই ক্ষতিপূরণ বাবদ পাওয়া অর্থের ভাগাভাগি নিয়েই পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হয়। ওই রুপি বোনের বিয়েতে খরচ করা হবে জেনে রাম আশিস ক্ষিপ্ত হয়ে ওঠেন।

পুলিশ জানায়, গত সোমবার রাম আশিস একটি কাপড় দিয়ে পেঁচিয়ে বোন নীলমকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর নীলমের অঙ্গ-প্রত্যঙ্গ ভেঙে ফেলে দেহটি একটি বস্তায় ভরেন। পরে বাইকের সঙ্গে বেঁধে তিনি গোরখপুর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কুশীনগরের একটি আখখেতে বস্তাটি ফেলে আসেন।

সিসিটিভি ক্যামেরা ফুটেজে অভিযুক্ত

সিসিটিভি ক্যামেরা ফুটেজে রাম আশিসকে একটি বস্তা নিয়ে যেতে দেখা যায়। সন্দেহ করা হচ্ছে, ওই বস্তার মধ্যে ছিল তাঁর বোনের লাশ। কুশীনগর যাওয়ার পথে পুলিশ তাঁকে থামিয়ে বস্তায় কী আছে জানতে চেয়েছিল।

রাম আশিস পুলিশকে জানান, বস্তায় গম আছে। পরে আবার তিনি কুশীনগরের দিকে মোটরসাইকেল চালিয়ে যান। সেখানে তিনি আখখেতে নীলমের লাশ ফেলে দেন।

এরপর নীলমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর বাবা প্রথমে ধরে নেন, মেয়ে ছটপূজার জন্য কোথাও গেছে। তবে প্রতিবেশীরা যখন জানান, সোমবার রাম আশিস একটি বস্তা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তখন পরিবারের সন্দেহ হয় এবং ঘটনাটি পুলিশকে জানানো হয়।

পুলিশ প্রথমে নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে ও তদন্ত শুরু করে। গত মঙ্গলবার নীলমের পরিবার পুলিশের কাছে অভিযোগ জানায়, রাম আশিসই নীলমকে খুন করেছেন।

জিজ্ঞাসাবাদের সময় রাম আশিস প্রথমে কিছু না জানার ভান করেন। তবে পুলিশের টানা জিজ্ঞাসাবাদে তিনি পরে বোনকে খুনের কথা স্বীকার করেন। গত বুধবার রাতে আখখেত থেকে নীলমের গলিত লাশ উদ্ধার করা হয়।

আগামী জানুয়ারি মাসেই নীলমের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের সবকিছু ঠিকঠাকও হয়ে গিয়েছিল।

রাম আশিসের বাবা চিংকু অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ পাওয়া ওই ছয় লাখ রুপি মেয়ের বিয়েতে খরচ করার পরিকল্পনা করেছিলেন। এ কারণে রাম ক্ষিপ্ত হয়েছিলেন। কারণ, তিনি জমির ক্ষতিপূরণ বাবদ পাওয়া ওই রুপির ভাগ চেয়েছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
  • সিলেটে বাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ২২
  • যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা
  • বোনকে খুন করে লাশ বস্তায় ভরেন, পুলিশ জিজ্ঞেস করলে জানান বস্তায় গম