রিয়াল ও লিভারপুলে খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড এবার কিংসে
Published: 1st, March 2025 GMT
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের প্রথম পর্ব শেষ হওয়ার পর ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলে মধ্যবর্তী দলবদল। সর্বশেষ গতকাল রাত ১২টা পর্যন্ত ১০টি ক্লাব তাদের খেলোয়াড়তালিকা বাফুফেতে জমা দিয়েছে, যার মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তিন বিদেশি নাম নিবন্ধন করিয়েছে।
প্রথম পর্ব শেষে তৃতীয় স্থানে থাকা কিংস দ্বিতীয় পর্বের জন্য আনছে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোকে। ৩২ বছর বয়সী এই ফুটবলার ২০১০ সালের লিভারপুলের অনূর্ধ্ব–১৮ এবং ২০১১ সালে রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব–১৯ দলে খেলেছিলেন। এরপর সংযুক্ত আর আমিরাত, সুইজারল্যান্ড, রাশিয়া, ফিনল্যান্ড ঘুরে সর্বশেষ খেলেছেন চীনের চংকিং টংলিয়াংলংয়ে।
এক যুগের সিনিয়র টিম ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯টি দলের হয়ে ২৪৩ ম্যাচে ৬০ গোল করেছেন লেসকানো।
কিংসে নিবন্ধিত হওয়া নতুন অন্য দুই খেলোয়াড় ব্রাজিলিয়ান সেন্টারব্যাক দাসিয়েল সান্তোস ও ঘানার ফরোয়ার্ড ইভান্স ইট্টি।
তিন নতুন বিদেশির সঙ্গে রক্ষণদেয়াল আগলে রাখার জন্য আসরোর গফুরভকেও ফিরিয়ে আনছে ভ্যালেরিও তিতার দল। সাইফ স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসে খেলার অভিজ্ঞতা রয়েছে উজবেকিস্তানের এই ডিফেন্ডারের।
এদিকে প্রথম লেগে তুমুল লড়াইয়ের পর দ্বিতীয় লেগে শক্তি বাড়িয়েছে দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডও। মোহামেডানের নতুন মুখ পুলিশ এফসিতে খেলে যাওয়া ভেনেজুয়েলার ফরোয়ার্ড এডওয়ার্ড মরিও। আর প্রথম পর্বে শতভাগ দেশি খেলোয়াড় নিয়ে চমক দেখানো আবাহনী দ্বিতীয় লেগের জন্য আনছে দুজন বিদেশি। যাঁদের মধ্যে আছেন ব্রাজিলের রাফায়েল সিলভা, ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত আবাহনীর হয়ে খেলেছিলেন এই মিডফিল্ডার। এ ছাড়া আক্রমণে গতি বাড়াতে নাইজেরিয়ার ফরোয়ার্ড এমেকা ওগবাহর সঙ্গেও নিবন্ধন সেরেছে আকাশি–নীলেরা।
১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে থাকা রহমতগঞ্জও এক বিদেশির নাম চূড়ান্ত করেছে। দ্বিতীয় লেগে প্রতিপক্ষের গোলমুখে চাপ তৈরি করার জন্য গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিংকে দলভুক্ত করেছে পুরান ঢাকার ক্লাবটি। নতুন খেলোয়াড় নিবন্ধনে পিছিয়ে নেই টেবিলের তলানির দল চট্টগ্রাম আবাহনীও।
মাঝমাঠের শক্তি বাড়াতে ২৭ বছর বয়সী প্যারাগুয়ের উইলসন মেদিনাকে নিবন্ধন করেছে বন্দরনগরীর দলটি। পাশাপাশি ঘানার ডিফেন্ডার কফি জুনিয়রের নামও জমা দিয়েছে বাফুফের কাছে।
ফকিরেরপুল ইয়ংমেনস নিবন্ধন করেছে ফরাসি ফরোয়ার্ড মোহামেদ ফোফানা আর আইভরিকোস্টের ফরোয়ার্ড ইব্রাহিম আউত্তারাকে। পুলিশ এফসিতে আসছেন ব্রাজিলের দানিলো কুইপাপা। এই দুই ক্লাবের পাশাপাশি আক্রমণভাগ শক্তিশালী করেছে ব্রাদার্স ইউনিয়ন। ক্লাবটির সঙ্গে নিবন্ধন সেরেছেন গাম্বিয়ায় ফরোয়ার্ড ইদ্রিসা জালো ও নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফোন উদোহ।
দশম রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান দখলে রেখেছে মোহামেডান। দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর অর্জন ২৩ পয়েন্ট। আর বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তৃতীয় স্থানে আছে ২০ পয়েন্ট নিয়ে।
তিন সপ্তাহ বিরতির পর গত ২১ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ শুরু হয়েছিল। কিন্তু এক রাউন্ড হয়েই লিগে প্রায় দেড় মাস বিরতি। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর পবিত্র ঈদুল ফিতর। এ দুই কারণেই মূলত লম্বা সময় মাঠে খেলা নেই। সে ক্ষেত্রে দ্বিতীয় লেগের দ্বিতীয় রাউন্ড পুনরায় শুরু হবে ১১ এপ্রিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ফর য় র ড র জন য প রথম
এছাড়াও পড়ুন:
মেয়েকে নিয়ে টিকে থাকতে না পেরে বিদেশ চলে যান পিয়া বিপাশা
লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর অভিনয় করেছেন মিউজিক ভিডিও, নাটক ও সিনেমায়। কিন্তু হুট করেই নাই হয়ে গেলেন। পরে জানা গেল অভিনেত্রী আমেরিকায়। গেল পাঁচ বছর সেখানেই বাস করছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রবাসজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
পিয়া বিপাশা জানান, একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তাঁর প্রেম ও ভালোবাসা তৈরি হয়। তারপর তাঁরা বিয়ে করেন। দুজনে মিলে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা সারেননি। চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা।
পিয়া বিপাশা বলেন, ‘বাংলাদেশে ভালো লাগত না। কারণ, লবিং ছাড়া কাজ হতো না। ভালো একটা সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। এরপর আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছাই নষ্ট হয়ে যায়। আমি আসলে কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য। কাজ না করতে পারলে টাকা কামাব কী করে। তাই সিদ্ধান্ত নিই অন্য কিছু করার।’
বিপাশার কথায়, ‘টাকা রোজগারের জন্য আমি বিনোদন অঙ্গনে কাজ করেছিলাম। কারণ, আমার একটা মেয়ে ছিল। মেয়েকে নিয়ে টিকে থাকার বিষয় ছিল। পরে দেখলাম, যেভাবে কাজ হয়, আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলাম, আমেরিকায় চলে আসার। এখানে এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই। অনেক টাকাও আয় করছি।’
পিয়া বিপাশা বলেন, ‘সত্যি বলতে এখন আমার এমন অবস্থা, টাকা ইনকাম না করলেও হয়। যতটুকুই করি, আমার মেয়ে ও হাজব্যান্ড ওরাই বলে। আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না।’
পিয়া বিপাশা জানান, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন, তার জন্য বেশ ভালো সম্মানী পান। তাঁর দাবি, এই সম্মানী কখনো দুই হাজার ডলার, আবার কখনো তিন হাজার ডলারের মধ্যে।
২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। ছোটবেলায় রূপকথার বই পড়তে পছন্দ করতেন। বই পড়ার সময় গল্পের নায়িকার চরিত্রে নিজেকে কল্পনাও করতেন। বড় পর্দায়ও অভিনয় করেছিলেন। ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ নামের সেই ছবি মুক্তি পায়। এরপর ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরে সেই ছবিতে পিয়া বিপাশার পরিবর্তে অপু বিশ্বাস অভিনয় করেন।