কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়াতে, আইপিএলের ১৮তম মৌসুমের প্রথম ম্যাচটা ইডেন গার্ডেনে হচ্ছে। টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তবে মাঠের লড়াইয়ের আগে হয়ে গিয়েছে চোখ ধাঁধানো এক উদ্বধোনী অনুষ্ঠান। যেখানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন নাইট রাইডার্সের স্বাত্বাধিকারী শাহরুখ খান।

শাহরুখ প্রথমে একে একে আসরের ১০টি দলের নাম ঘোষণা করেন। এরপর বাংলার মেয়ে শ্রেয়া ঘোষালকে গান গাওয়ার জন্য মঞ্চে ডাকেন তিনি। আইপিএলের ১০টি দলের জন্য ১০টি আলাদা গান গান হিন্দি সিনেমার প্লে-ব্যাক কুইন শ্রেয়া। সব শেষে বিখ্যাত সুরকার এআর রহমানের গাওয়া ‘বন্দেমাতরম’ গান।

শ্রেয়া গান গেয়ে যাওয়ার পর মঞ্চে উঠেন দিশা পাটানি। নিজের সিনেমার গানে নাচেন এই বলিউড নায়িকা। দিশার নাচের পর গান গাইতে উঠলেন রকস্টার করণ আউজলা। নিজের জনপ্রিয় সব গান গান তিনি।

আরো পড়ুন:

শাহরুখ-সালমানের আয়ু নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য

আইফা অ্যাওয়ার্ডে বাজিমাত করলেন যারা

নাচ, গানের পর আবার দৃশ্যপটে শাহরুখ। প্রথমেই বিরাট কোহলিকে মঞ্চে আসার অনুরোধ করেন তিনি। এরপর নিজ দলের রিঙ্কু সিংকে ডাকেন। এই দুই ব্যাটসম্যানের সঙ্গে খুনসুটিতে মাতেন বলিউড কিং। এরপর এই অভিনেতা রিঙ্কুর সঙ্গে নাচেন, যা দেখে হেসে ফেলেন কোহলি। পরে নাচার জন্য শাহরুখ অনুরোধ করেন কোহলিকে। তাদের নাচ দেখে গোটা স্টেডিয়াম কড়াতালিতে ভরে উঠে।

এরপর ট্রফি নিয়ে মঞ্চে উঠেন কলকাতা অধিনায়ক অজিঙ্ক রাহানে ও বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। সেখানে কোহলিকে টানা ১৮ বছর আইপিএল খেলার জন্য একটি বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। তার পরে কেক কাটেন সবাই মিলে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক হল র জন য প রথম

এছাড়াও পড়ুন:

যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা

রাজধানীতে হাত ও পা বেঁধে রড দিয়ে পিটিয়ে আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে যাত্রাবাড়ীর কাউন্সিল শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির একটি কারখানায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিদ্যুৎমিস্ত্রি ছিলেন আনোয়ার হোসেন। তাঁর কর্মস্থল ছিল পুরান ঢাকার সদরঘাটে। পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে রাজধানীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় থাকতেন।

আনোয়ারের ভাই দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে আনোয়ার বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। পরে খবর পান, তাঁর ভাইকে কাউন্সিল উত্তর শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির গ্যারেজে নিয়ে হাত–পা বেঁধে রাখা হয়েছে। এরপর সেখানে গিয়ে আনোয়ারের হাত–পা বাঁধা ও রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় দেখতে পান তাঁর মা।

লোহার রড দিয়ে পেটানো হয়েছে বলে মৃত্যুর আগের তাঁর মাকে জানিয়েছিলেন আনোয়ার। তাঁর ভাই এ কথা জানিয়ে বলেন, এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। এরপর যাত্রাবাড়ীর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভোরে সঙ্গী সুমনকে নিয়ে আনোয়ার বাসের কাঠামো তৈরির কারখানায় চুরি করতে যান। এ সময় সেখানে থাকা লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। তাঁর সঙ্গী সুমন পালিয়ে যান।

সম্পর্কিত নিবন্ধ

  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
  • সিলেটে বাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ২২
  • যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা