বছর পেরিয়ে আবারও শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এবার ৭৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ মে, ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ১৪ মে লাল গালিচা হয়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হাজির হবেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। এদিন তাঁর নতুন সিনেমা ‘মিশন: ইমপসিবল– দ্য ফাইনাল রেকনিং’-এর অফিশিয়াল স্ক্রিনিং হবে।

এ আয়োজনে টমের সঙ্গে থাকবেন পরিচালক ও চিত্রনাট্যকার ক্রিস্টোফার ম্যাককোয়ারি এবং পুরো টিম। এটি হবে টমের তৃতীয় কান সফর। প্রথমবার তিনি এসেছিলেন ১৯৯২ সালে, রন হাওয়ার্ডের ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’ নিয়ে। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে টম কানে ফিরেছিলেন ‘টপ গান: ম্যাভরিক’ নিয়ে। সেই সফর ছিল একেবারে স্মরণীয়। তখন তাঁকে প্রদান করা হয়েছিল গৌরবসূচক পাম দ’র।

জানা গেছে, প্রায় তিন দশকের অ্যাকশন, স্টান্ট আর ষড়যন্ত্রের চূড়ান্ত সমাপ্তি হতে চলেছে ‘মিশন: ইমপসিবল– দ্য ফাইনাল রেকনিং’ সিনেমার মাধ্যমে। এবারের পর্বে আরও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রেইমস, সায়মন পেগ, এসাই মোরালেস, পম ক্লেমেন্টিয়েফ, হেনরি জার্নি, মারিয়েলা গ্যারিগা, অ্যাঞ্জেলা ব্যাসেট প্রমুখ। ছবিটি ফ্রান্সে মুক্তি পাচ্ছে ২১ মে আর যুক্তরাষ্ট্রে ২৩ মে।

এদিকে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে রবার্ট ডি নিরোকে সম্মানসূচক পাম দ’র প্রদান করা হবে। পাম দ’র প্রাপ্তির ঘোষণা পেয়ে ডি নিরো বলেন, ‘কান উৎসবের প্রতি আমার গভীর অনুভব রয়েছে। এখন, যখন বিশ্ব নানা বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন কান আমাদের একত্রিত করে– গল্পকার, চলচ্চিত্র নির্মাতা, দর্শক ও বন্ধুদের। এটা যেন ঘরে ফেরার মতো।’

২০২৫ সালে কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র, যেগুলোর মধ্যে রয়েছে বিখ্যাত নির্মাতাদের নতুন কাজ, পাশাপাশি বেশ কিছু নতুন নির্মাতার অভিষেক চলচ্চিত্র। 

ফরাসি নির্মাতা এমিলি বোনিনের ‘লিভ ওয়ান ডে’ সিনেমার প্রদর্শনী দিয়ে শুরু হবে উৎসব। ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফোনিশিয়ান স্কিম’, রিচার্ড লিংকলেটারের ‘নুভেল ভ্যাগ’, অ্যারি অ্যাস্টারের ‘এডিংটন’সহ অনেক জনপ্রিয় পরিচালিত সিনেমা এবার অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। কানের ডেলিগেট জেনারেল থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিশ নব্লোচ গতকাল এক সংবাদ সম্মেলনে এ বছরের লাইনআপ ঘোষণা করেন। ভিয়েতনাম যুদ্ধের পটভূমিতে নির্মিত ‘দ্য মাস্টারমাইন্ড’ নিয়ে কানে ফিরছেন কেলি রিচার্ড।

২০২১ সালে কান জয়ের পর এবার ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমা নিয়ে উৎসবে ফিরছেন নির্মাতা জোয়াকিন ট্রায়ার। ইরানি পরিচালক জাফর পানাহিও এবার কানে আসছেন তাঁর নতুন সিনেমা ‘আ সিম্পল অ্যাকসিডেন্ট’ নিয়ে। দু’বারের পাম ডি’অরজয়ী ডার্ডেন ব্রাদার্সকে পাওয়া যাবে তাদের নতুন সিনেমা ‘ইয়াং মাদারস’ নিয়ে। দক্ষিণ আফ্রিকার নির্মাতা অলিভার হারমানাস ‘দ্য হিস্টোরি অব সাউন্ড’ দিয়ে এবারই প্রথম কানে পা রাখবেন। 
২০২১ সালে স্বর্ণপামজয়ী নির্মাতা জুলিয়া ডুকোরনাউ নিয়ে আসছেন ‘আলফা’ সিনেমা। এ ছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’– প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: টম ক র জ চলচ চ ত র র নত ন

এছাড়াও পড়ুন:

এবার পরিবার নিয়ে ঘরে বসেই ‘উৎসব’

নিজেকে বা জীবনকে ফিরে দেখার প্রবণতা মানুষের চিরন্তন। কেমন হতো, যদি ফেলে আসা মুহূর্তগুলো দেখা যেত ভিন্ন দৃষ্টিতে। এই অপূরণীয় আকাঙ্ক্ষা সম্ভব শুধু গল্প–সিনেমায়। সেটাই হয়েছে ‘উৎসব’ সিনেমায়। রুপালি পর্দায় সিনেমাটি দেখতে দেখতে কাহিনির নানা উপাদানের মাধ্যমে দর্শকেরা যেন চলে গেছেন নিজেদের রেখে আসা সময়ে। সিনেমার গল্পের সঙ্গে না মিললেও দর্শকেরা নিজের অজান্তেই চলে গেছেন নিজের সঙ্গে ঘটা নানা ঘটনায়। প্রেক্ষাগৃহে ‘উৎসব’ সিনেমাটি দেখে এমন অনুভূতিগুলোই ভালো লাগা দিয়েছে দর্শকদের। রিভিউ, প্রতিবেদনগুলোতে এমনটাই জানিয়েছেন দর্শকেরা।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘উৎসব’ ৭ সপ্তাহ ধরে চলছে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে। দর্শকদের কাছে এখন পরিচিত নাম ‘উৎসব’। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচকানাচে, প্রবাসী বাংলাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই অপেক্ষার অবসান হচ্ছে। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ‘উৎসব’।

চরকি তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিট (৭ আগস্ট) থেকে সিনেমাটি চরকিতে দেখতে পারবেন দেশ–বিদেশের দর্শকরা। এখানেই শেষ নয়, আছে আরও চমক। ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিটে (৭ আগস্ট) চরকিতে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তান্ডব’ প্রেজেন্টেড বাই সেনসেশন কনডম।

‘উৎসব’ সিনেমার পোস্টার থেকে। প্রযোজনা সংস্থার ফেসবুক থেক

সম্পর্কিত নিবন্ধ

  • ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবীর জামিন
  • ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ
  • শিক্ষার্থী সাজিদ স্মরণে ইবিতে ব্যতিক্রমী আয়োজন
  • তাহলে তো স্পন্সর নিয়ে প্রোগ্রাম করলেই চাঁদাবাজি: সালাউদ্দিন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে
  • সিডনিতে ড্র অনুষ্ঠানে বাংলাদেশের কেউ না থাকায় হতাশ প্রবাসীরা
  • ওসির বিরুদ্ধে অভিযোগ তুলে ছেলের মুক্তি চেয়ে কাঁদলেন মা
  • ‘মুক্তির উৎসব’ করতে সহযোগিতা চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সাবেক সমন্বয়কের আবেদন
  • সরকারি সিদ্ধান্তের পরও বন্ড সুবিধা পাচ্ছে না আসবাবশিল্প
  • এবার পরিবার নিয়ে ঘরে বসেই ‘উৎসব’