ট্রান্সজেন্ডার ব্যক্তি আইনত নারী নন: ব্রিটিশ সুপ্রিম কোর্ট
Published: 16th, April 2025 GMT
ট্রান্সজেন্ডার ব্যক্তির সার্টিফিকেটে নারী লেখা থাকলেই তিনি আইনত নারী নন। বরং যুক্তরাজ্যের সমতা আইন একজন নারীকে জৈবিকভাবে নারী হিসেবে জন্মগ্রহণকারী হিসেবে সংজ্ঞায়িত করেছে। বুধবার ব্রিটিশ সুপ্রিম কোর্টে একটি মামলার রায়ে এভাবে নারীকে সংজ্ঞায়িত করেছে।
বিচারপতি প্যাট্রিক হজ জানিয়েছেন, আদালতের পাঁচজন বিচারক সর্বসম্মতিক্রমে রায় দিয়েছেন যে সমতা আইনে ‘নারী’ ও ‘যৌন’ শব্দটি একজন জৈবিক নারী ও জৈবিক যৌনতাকে বোঝায়।
এই রায়ের অর্থ হল, একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি যার কাছে নারী হিসেবে স্বীকৃতির সার্টিফিকেট আছে, তাকে সমতার স্বার্থে নারী হিসেবে বিবেচনা করা উচিত নয়।
এই মামলাটি ২০১৮ সালে স্কটিশ পার্লামেন্টে পাস করা একটি আইন থেকে উদ্ভূত হয়েছে। ওই আইনে বলা হয়েছে, স্কটিশ সরকারি সংস্থাগুলোর বোর্ডে ৫০ শতাংশ মহিলা প্রতিনিধিথাকা উচিত। সেই আইনে নারীর সংজ্ঞায় ট্রান্সজেন্ডার নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছিল।
৮৮ পৃষ্ঠার রায়ে লর্ড হজ, লেডি রোজ এবং লেডি সিমলার বলেছেন, “২০১০ সালের সমতা আইনে যৌনতার সংজ্ঞা স্পষ্ট করে যে যৌনতার ধারণাটি দ্বিমুখী; একজন ব্যক্তি হয় একজন নারী, নয়তো একজন পুরুষ।”
আদালত বলেছে, “যদিও ‘জৈবিক’ শব্দটি এই সংজ্ঞায় নেই, তবুও এই সরল এবং দ্ব্যর্থক শব্দগুলির সাধারণ অর্থ জৈবিক বৈশিষ্ট্যের সাথে মিলে যায় যা একজন ব্যক্তিকে পুরুষ বা নারী করে তোলে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ