জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ডিবেট ও পাবলিক স্পিকিং চ্যাম্পিয়নশিপ-২০২৫ এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে শনিবার দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের যুক্তিবিদ্যা, বক্তৃতাশৈলী এবং চিন্তাশক্তির প্রকাশ ঘটানোর সুযোগ পান। প্রতিটি পর্বে অংশগ্রহণকারীদের প্রতিভা ও আত্মবিশ্বাস নজর কাড়ে দর্শক ও বিচারকদের।

চূড়ান্ত ফলাফলে, পাবলিক স্পিকিং ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে জেসিআই ঢাকা সিগনেচার এবং রানার-আপ হয়েছে জেসিআই ঢাকা অ্যাসপিরান্টস। ডিবেট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে জেসিআই ঢাকা ইস্ট, আর রানার-আপ হয়েছে জেসিআই ঢাকা এস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ-এর জাতীয় সভাপতি কাজী ফাহাদ, জাতীয় গভর্নিং বডির সদস্যগণ এবং বিভিন্ন স্থানীয় ইউনিটের সভাপতি ও প্রতিনিধি।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশ-এর সাবেক জাতীয় সভাপতি সারাহ কামাল (২০২০), এরফান হক ও শাহমিনা ঈশা মান্নান।

পুরো আয়োজনটি সুচারুভাবে সম্পন্ন করতে নেতৃত্ব দিয়েছেন ইভেন্ট অ্যাডভাইজার জাফির শাফি চৌধুরী, ইভেন্ট ডিরেক্টর মুনতাসির মামুন, কনভেনার মো.

কামরুজ্জামান পাভেল এবং রাফায়েলুর রহমান মেহেদী।

তরুণদের মধ্যে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জেসিআই বাংলাদেশ।

ঢাকা/হাসান/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ স আই ঢ ক জ স আই ব

এছাড়াও পড়ুন:

আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ২৪ বন্দি মুক্তি পাচ্ছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।”

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে শুক্রবার (২৮ নভেম্বর) এ তথ্য জানান।

আরো পড়ুন:

জাতীয় দলে বাইরে অস্থিরতা, ভেতরে ‘ওয়েল সেট’!

‘বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন’

আসিফ নজরুলের পোস্টটি হুবহু তুলে ধরা হলো, “আলহামদুলিল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যর মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।”

তিনি লিখেছেন, “ধন্যবাদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।”

উপদেষ্টা আরো লিখেছেন, “(উল্লেখ্য, এর আগে প্রাথমিকভাবে বন্দি ১৮৮ জনের সবাইকে গত বছর সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের কারণে)।”

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • শরীয়তপুরে রাতের আঁধারে আওয়ামী লীগের মশালমিছিল
  • স্পিড রিলস চ্যালেঞ্জে অংশ নিয়ে স্মার্টওয়াচ ও স্পিড ক্যান জেতার সুযোগ
  • দৃষ্টিশক্তি বাড়াবে নতুন যন্ত্র
  • আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ২৪ বন্দি মুক্তি পাচ্ছে