এমন দিনে সংবাদ সম্মেলনে আসাটাও চ্যালেঞ্জের। দল অলআউট ১৯১ রানে, কঠিন প্রশ্নের মুখোমুখি হতে তো হবেই। কাল সিলেট টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশের দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনকেও ‘অপ্রিয়’ সব প্রশ্নের উত্তর দিতে হয়েছে। সব প্রশ্নের জবাব তিনি দিয়েছেনও। শুধু একটি ছাড়া!

কাল বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজার বলে খুব বাজেভাবে আউট হয়েছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটসম্যান অনেক দিন ধরে ছন্দেও নেই। ১১ ইনিংস ধরে টেস্টে কোনো ফিফটিও নেই তাঁর। তাহলে মুশফিক দলে কেন, এমন প্রশ্ন এসেছিল সালাহউদ্দীনের সামনে। এই প্রশ্নের জবাব না দিয়ে তিনি বল ঠেলে দিয়েছেন অন্যের কোর্টে, ‘(মুশফিক) দেখুন এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। আমি দলের অংশ, তবে সবকিছু না।’

কাল বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেটে কঠিন সময়টুকু পার করে উইকেট দিয়ে এসেছেন। নাজমুল হোসেন ৪০, মুমিনুল হক আউট হয়েছেন ৫৬ রান করে। ওপেনার দুজনই আউট হয়েছেন ২০টির বেশি বল খেলার পর।

কোচ মোহাম্মদ সালাউদ্দিন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা

ছবি: দীপু মালাকার

সম্পর্কিত নিবন্ধ