কখনো ব্যক্তিগত রাজনীতির দায়ভার সংগঠনের ওপর চাপিয়ে দিতে পারি না: রাশেদ মামুন অপু
Published: 21st, April 2025 GMT
ছবি : প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টেস্ট শেষ ৮৪৭ বলে, আইসিসি দিল ‘খুব ভালো’ রেটিং
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পার্থে অনুষ্ঠিত অ্যাশেজের প্রথম টেস্টের পিচকে ‘ভেরি গুড’ বা ‘খুব ভালো’ রেটিং দিয়েছে। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে তাঁর আনুষ্ঠানিক প্রতিবেদনে পার্থের উইকেটকে আইসিসির চার ধাপের পিচ মূল্যায়ন নীতিতে সর্বোচ্চ রেটিং দিয়েছেন।
আইসিসির নির্দেশনা অনুযায়ী, ‘খুব ভালো’ রেটিং বলতে বোঝায়—পিচে বলের ভালো ক্যারি ছিল, সিম মুভমেন্ট সীমিত আর বাউন্স ছিল ধারাবাহিক। মানে ম্যাচ মাত্র দুই দিনে শেষ হলেও এই ম্যাচে ব্যাট ও বলের লড়াই ছিল উপভোগ্য ও ভারসাম্যপূর্ণ।
পার্থ টেস্ট শেষ হয়েছে মাত্র ৮৪৭ বলে। বলের হিসাবে অস্ট্রেলিয়ায় সবচেয়ে অল্প সময়ে শেষ হওয়া টেস্ট ম্যাচগুলোর মধ্যে এটি দ্বিতীয়। এর চেয়ে কম বলে অ্যাশেজ টেস্ট শেষ হয়েছে একবার, সেটাও ১৮৮৮ সালে।
পার্থে ম্যাচের প্রথম তিন ইনিংসে আধিপত্য ছিল পেস বোলারদের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক একাই তুলে নেন ৭ উইকেট। ইংলিশ অধিনায়ক বল হাতে প্রথম ইনিংসে নেন ৫ উইকেট, জফরা আর্চাররাও জ্বলে উঠেছিলেন। প্রথম দিনে সব মিলিয়ে উইকেট যায় ১৯টি।
সেঞ্চুরি করে একাই ম্যাচের চেহারা পাল্টে দেন ট্রাভিস হেড