ফরিদপুরে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও সংঘর্ষ, আহত ১৫
Published: 24th, November 2025 GMT
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নদীতে গোসলের সময় দুই শিশুর মধ্যে মারামারিকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত সময়ে পরমেশ্বরদী ইউনিয়নের পশ্চিমপাড়ায় চলা এ হামলায় ১৮টি বসতঘর ও ৫টি দোকানঘর ভাঙচুর হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর উপজেলার পরমেশ্বরদী পশ্চিমপাড়ার রাকিব শেখের ছেলে রাজ (৭) ও হারুন শেখের ছেলে রহমতের (১০) মধ্যে নদীতে গোসল করা নিয়ে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার মীমাংসার জন্য ২২ নভেম্বর রাতে স্থানীয়ভাবে সালিস বৈঠক হয়। তবে ওই সালিসে সন্তুষ্ট হতে পারেননি হারুন শেখ।
স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, এ ঘটনার পেছনে রয়েছে স্থানীয় আধিপত্যের বিরোধ। রাকিব শেখ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মান্নান মোল্লার সমর্থক। অন্যদিকে হারুন শেখ বিএনপির সমর্থক মাসুদুর রহমানের অনুসারী। আজ সকাল ৭টার দিকে হারুন শেখ ও মাসুদুর রহমানের অনুসারীরা একতরফা হামলা চালান। এতে পাশের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামের লোকজনও অংশ নেন। তাঁরা দেশীয় অস্ত্র রামদা ও ঢাল-সড়কি ব্যবহার করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালান।
হামলার খবর ছড়িয়ে পড়লে পরমেশ্বরদী, দুর্গাপুর ও তেলজুড়ী গ্রামে মাইকিং করে প্রতিরোধের আহ্বান জানানো হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ক্ষতিগ্রস্ত আজাদ শেখ অভিযোগ করেন, ‘ঘুম থেকে উঠতে উঠতেই দেখি পরমেশ্বরদী গ্রামের মাসুদুর, ফয়সাল ও মকসেদের খারদিয়া গ্রামের কয়েক শ লোকজন ঢাল-সড়কি দিয়ে হামলা চালাচ্ছেন। তাঁরা ঘরে ঢুকে ভাঙচুর করে টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও দুটি গাভি নিয়ে গেছেন।’
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল আলম জানান, ওই ঘটনায় আহত হয়ে ১৩ জন ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে ৫ জনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
মুহূর্তেই জানা যাবে ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, তবে...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে ভুয়া ছবি তৈরি করে অনলাইনে প্রকাশ করছেন অনেকে। কৃত্রিমভাবে তৈরি এসব ছবি এতটাই নিখুঁত হয় যে সহজে চেনা যায় না। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ওয়েবসাইটে থাকা ছবি দেখলে অনেকের মনেই প্রশ্ন জাগে, এটি কি সত্যিই স্মার্টফোন বা ক্যামেরায় তোলা, নাকি কোনো উন্নত এআই মডেল দিয়ে তৈরি? কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শনাক্ত করার বেশ কিছু পদ্ধতি থাকলেও সেগুলো কাজে লাগিয়ে ছবির উৎস সব সময় সঠিকভাবে যাচাই করা সম্ভব হয় না। এই অনিশ্চয়তা দূর করতে এআই দিয়ে তৈরি ছবি শনাক্ত করতে জেমিনি অ্যাপে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।
গুগল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ছবি যত বাস্তবসম্মত হচ্ছে, অনলাইনে ভুয়া বা বিভ্রান্তিকর আধেয় বা কনটেন্ট ছড়ানোর ঝুঁকি তত বাড়ছে। আর যেহেতু এআই দিয়ে তৈরি অসংখ্য ছবি গুগলের বিভিন্ন টুল কাজে লাগিয়েই তৈরি করা হয়, তাই ইন্টারনেট ব্যবহারকারীদের সঠিক তথ্য জানানো জরুরি হয়ে উঠেছে। বিষয়টি মাথায় রেখে জেমিনি অ্যাপে এআই দিয়ে তৈরি ছবি যাচাইয়ের সুবিধা যুক্ত করা হয়েছে। তবে সুবিধাটি কাজে লাগিয়ে শুধু গুগলের এআই টুল দিয়ে তৈরি কৃত্রিম ছবিগুলো চেনা যাবে।
গুগলের তথ্যমতে, অনলাইনে কোনো ছবির বিষয়ে সন্দেহ হলে সেটি জেমিনি অ্যাপে প্রথমে আপলোড করতে হবে। এরপর জিজ্ঞেস করতে হবে ‘ওয়াজ দিস ক্রিয়েটেড বাই গুগল এআই?’ বা ‘ইজ দিস এআই জেনারেটেড?’ ছবিটি গুগলের তৈরি কোনো এআই টুল বা মডেল দিয়ে কৃত্রিমভাবে তৈরি করা হলে জেমিনি সিন্থআইডি জলছাপ শনাক্ত করে ছবির উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য জানাবে। পাশাপাশি ছবিটি কেন চিহ্নিত হলো, সে সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেবে।
আরও পড়ুনএআই দিয়ে তৈরি ছবি চেনার ৫ উপায়০৮ সেপ্টেম্বর ২০২৫নতুন এ সুবিধা চালুর বিষয়ে এক বিবৃতিতে গুগল জানিয়েছে, এখন সহজেই কোনো ছবি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে কি না, তা জেমিনি অ্যাপের মাধ্যমে জানা যাবে। নতুন এ সুবিধা চালুর জন্য জেমিনি অ্যাপে এআই কনটেন্ট ওয়াটারমার্ক (জলছাপ) শনাক্তকরণ সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা সহজেই এআই দিয়ে তৈরি ছবি সম্পর্কে জানতে পারবেন।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
আরও পড়ুনএআই দিয়ে শাড়ি পরা ছবি এখন ভাইরাল, সবাই চলে যাচ্ছেন ১৯৯০ দশকে১৬ সেপ্টেম্বর ২০২৫