Risingbd:
2025-05-01@05:49:54 GMT

বল ঘুরল, বাংলাদেশ হাসল

Published: 28th, April 2025 GMT

বল ঘুরল, বাংলাদেশ হাসল

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ব‌্যাট-বলের লড়াই জমে উঠল বেশ ভালোভাবেই। দিনের তিন সেশন কাটল ভিন্ন আমেজে। সকালের সেশনে জিম্বাবুয়ে ও বাংলাদেশ দুই দলের মুখেই হাসি। দ্বিতীয় সেশনে অতিথিদের একচ্ছত্র আধিপত‌্য। শেষটায় বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন। তাতে প্রথম দিনের লড়াইটাই হয়ে উঠল দারুণ। যে লড়াইয়ে দিন শেষে বাংলাদেশের ড্রেসিংরুমে স্বস্তির পরশ।

টস জিতে আগে ব‌্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২২৭ রানে দিন শেষ করলো জিম্বাবুয়ে। তাইজুল ইসলামের ৫ ও নাঈম হাসানের ২ উইকেটে বাংলাদেশ প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে। স্পিন ঘূর্ণিতেই পরাস্ত হয়েছে অতিথিরা। ২২ গজে বল ঘোরায় দিনের শেষটা বাংলাদেশ নিজেদের করে নিতে পেরেছে। ৯০ ওভারের খেলা শেষে মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার পথে প্রত‌্যেকের মুখেই ছিল হাসি। যে হাসির উৎস, উইকেটে বল ঘোরা। দিনের শেষটা এতো সুন্দর হবে, এতোটা দারুণভাবে রাঙাবে তা কল্পনা করতে পারেনি কেউ।

নতুন বলে সকালের সেশনে বাংলাদেশ ২ উইকেট তুলে নিতে পারলেও ৩.

১৮ রান রেটে ৮৯ রান খরচ করে। ২৮ ওভারের খেলায় ২ ওভারে মিলেছে সাফল্য। বাকিটা সময় নিষ্প্রাণ ছিল বোলিং আক্রমণ। অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিবকে জায়গায় দাঁড়িয়ে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক‌্যাচ দেন ব্রায়ান বেনেট (২১)। এরপর তাইজুল নিজের প্রথম ওভার করতে এসে বোল্ড করেন বেন কারেনকে (২১)। উইকেট থেকে সরে কাট করতে গিয়ে বোল্ড হন কারান।

আরো পড়ুন:

চাপহীন ক্রিকেটে সিরিজ জিততে চায় জিম্বাবুয়ে

চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

তৃতীয় উইকেটে জিম্বাবুয়ে প্রতিরোধ পায় নিক উইলচ ও শন উইলিয়ামসের ব‌্যাটে। ২৩০ বলে ৯০ রানের জুটি গড়েন তারা। মধ‌্যাহ্ন বিরতির আগে তারা জুটি গড়েন। জুটি টেনে নেন চা বিরতির পর পর্যন্ত। ফিফটি ছোঁয়া দুই ব‌্যাটসম‌্যান যেভাবে বোলারদের কড়া শাসন করলেছিলেন তাতে মনে হচ্ছিল আজই বড় কিছু করে ফেলবেন। কিন্তু চা-বিরতির পর সব ছন্নছড়া।

শুরুতে অবশ্য বাংলাদেশের কৃতিত্ব ছিল না। উইলচ রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে আসেন ড্রেসিংরুমে। ১৬২ রানে তিনি যখন ড্রেসিংরুমে ফেরেন তারপরই জিম্বাবুয়ে শিবির এলোমেলো হওয়া শুরু। সেখান থেকে ৫৫ রান যোগ করতেই ৭ উইকেট হারায় তারা। নাঈম হাসান ফেরান দুই অভিজ্ঞ ব‌্যাটসম‌্যান আরভিন ও উইলিয়ামসকে। আরভিন ৩১ বলে ৫ করে উইকেটের পেছনে ক‌্যাচ দেন। ১৬৬ বলে ৭ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৬৭ রান করা উইলিয়ামস মিড উইকেটে তানজিমের তালুবন্দি হন।

এরপর তাসের ঘরের মতো ভাঙতে থাকে জিম্বাবুয়ের ব‌্যাটিং লাইনআপ। তাইজুল একে একে তুলে নেন আরো ৪ উইকেট। পূর্ণ করেন নিজের ফাইফার। জিম্বাবুয়ের ব‌্যাটসম‌্যানরাও ধৈর্য দেখাতে পারেননি। বড় শট, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে বিলিয়ে আসেন নিজেদের উইকেট। টেস্ট ক‌্যারিয়ারে ১৬তমবারের মতো তাইজুল পেলেন ৫ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে আর ২ উইকেট পেলে তাইজুল উইকেটের ফিফটি ছাড়িয়ে যাবেন।

তাফাদজওয়া সিগা ১৮ ও ব্লেসিং মুজারাবানি ২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তাদের ব্যাটে জিম্বাবুয়ে কতদূর যায় সেটাই দেখার। বাংলাদেশের দারুণ প্রত‌্যাবর্তনে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে খুব বেশিদূর যেতে পারবে না। বোলাররা লড়াইয়ে রাখায় ব‌্যাটসম‌্যনাদের দায়িত্বটাও বেড়ে গেল। তারা কতটা সেই দায়িত্ব সামলাতে পারে দেখার।

সিলেট/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত ইজ ল উইক ট প রথম য টসম

এছাড়াও পড়ুন:

টাকার জন্য দেশে ছেড়েছি, এখন টাকা খরচের সময় নেই: পিয়া বিপাশা

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর অভিনয় করেছেন মিউজিক ভিডিও, নাটক ও সিনেমায়। কিন্তু হুট করেই নাই হয়ে গেলেন। পরে জানা গেল অভিনেত্রী আমেরিকায়। গেল পাঁচ বছর সেখানেই বাস করছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রবাসজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

পিয়া বিপাশা জানান, একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তাঁর প্রেম ও ভালোবাসা তৈরি হয়। তারপর তাঁরা বিয়ে করেন। দুজনে মিলে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা সারেননি। চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা।

পিয়া বিপাশা বলেন, ‘বাংলাদেশে ভালো লাগত না। কারণ, লবিং ছাড়া কাজ হতো না। ভালো একটা সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। এরপর আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছাই নষ্ট হয়ে যায়। আমি আসলে কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য। কাজ না করতে পারলে টাকা কামাব কী করে। তাই সিদ্ধান্ত নিই অন্য কিছু করার।’

বিপাশার কথায়, ‘টাকা রোজগারের জন্য আমি বিনোদন অঙ্গনে কাজ করেছিলাম। কারণ, আমার একটা মেয়ে ছিল। মেয়েকে নিয়ে টিকে থাকার বিষয় ছিল। পরে দেখলাম, যেভাবে কাজ হয়, আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলাম, আমেরিকায় চলে আসার। এখানে এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই। অনেক টাকাও আয় করছি।’

পিয়া বিপাশা বলেন, ‘সত্যি বলতে এখন আমার এমন অবস্থা, টাকা ইনকাম না করলেও হয়।  আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না।’ 

পিয়া বিপাশা জানান, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন, তার জন্য বেশ ভালো সম্মানী পান। তাঁর দাবি, এই সম্মানী কখনো দুই হাজার ডলার, আবার কখনো তিন হাজার ডলারের মধ্যে।

২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। ছোটবেলায় রূপকথার বই পড়তে পছন্দ করতেন। বই পড়ার সময় গল্পের নায়িকার চরিত্রে নিজেকে কল্পনাও করতেন। বড় পর্দায়ও অভিনয় করেছিলেন। ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ নামের সেই ছবি মুক্তি পায়। এরপর ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরে সেই ছবিতে পিয়া বিপাশার পরিবর্তে অপু বিশ্বাস অভিনয় করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যবিরোধীদের তোপের মুখে যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদত্যাগ
  • শ্রীলঙ্কার মাটিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
  • মিরাজ বীরত্বে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখলো বাংলাদেশ
  • সেঞ্চুরির পর ৫ উইকেট, মিরাজ ধন্যবাদ দিলেন ৬ জনকে
  • পেশায় বাসচালক, আড়ালে করেন ইয়াবার কারবার
  • ঢাকায় চালান পৌঁছে প্রতি মাসে পান ৬ লাখ টাকা
  • ১৭ মাস পর দেশের মাটিতে টেস্ট জয় বাংলাদেশের
  • নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক
  • টাকার জন্য দেশে ছেড়েছি, এখন টাকা খরচের সময় নেই: পিয়া বিপাশা