বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১২ পদে মোট ৩৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১২ মে।

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনকারীকে কিছু শর্ত মেনে চলতে হবে বলে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিত/হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ/ভুল তথ্যসংবলিত আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করা হবে। প্রার্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। পরীক্ষাসংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ওয়েবসাইটে (www.

bfdc.gov.bd) পাওয়া যাবে।

১. ব্যবস্থাপক (অস্থায়ী)

পদসংখ্যা:

গ্রেড:

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/বাণিজ্য/পরিসংখ্যান/মৎস্যবিজ্ঞানে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।

২. হিসাবরক্ষক (স্থায়ী)

পদসংখ্যা: ২

গ্রেড: ১১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।

৩. ফিস প্রসেসিং টেকনিশিয়ান (স্থায়ী)

পদসংখ্যা: ২ (দুই)

গ্রেড: ১১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

আবেদনের যোগ্যতা: কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি ও প্রাণিবিদ্যা বা মৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রি।

৪. মার্কেটিং সহকারী (অস্থায়ী)

পদসংখ্যা: ৫ (পাঁচ)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রি।

৫. স্লিপওয়ে অপারেটর (স্থায়ী)

পদসংখ্যা: ১ (এক)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: সংশ্লিস্ট কাজে তিন বছরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস।

৬. ক্যাশিয়ার (অস্থায়ী)

পদসংখ্যা: ৫ (পাঁচ)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৭. সহকারী হিসাবরক্ষক (স্থায়ী)

পদসংখ্যা: ৩ (তিন)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: প্রাণিবিদ্যাসহ বিজ্ঞানে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৮. নার্সারি সহকারী (স্থায়ী)

পদসংখ্যা: ২ (দুই)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: প্রাণিবিদ্যাসহ বিজ্ঞানে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনবেসরকারি ব্যাংক নেবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, বেতন ৩০,০০০ টাকা২৭ এপ্রিল ২০২৫৯. ড্রাইভার (স্থায়ী)

পদসংখ্যা: ৩ (তিন)

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯৩০০০-২২৪৯০ টাকা

আবেদনের শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

১০. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী)

পদসংখ্যা:

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাস এবং প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

আরও পড়ুন৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল৬ ঘণ্টা আগে১১. বাজেট সহকার‌ী (স্থায়ী)

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে, তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

১২. টালি সহকারী (অস্থায়ী)

পদসংখ্যা:৫

গ্রেড: ১৭

বেতন স্কেল: ১০,০০০-২১,৮০০ টাকা

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন৭ বৃত্তিতে বিদেশে পড়াশোনা, আবেদনের সুযোগ ২ দিন৬ ঘণ্টা আগেআবেদনের বয়স

১ এপ্রিল ২০২৫–এ আবেদনকারী প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনোক্রমেই অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু ১২ মে ২০২৫ সকাল ১০টা থেকে। আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ১১ জুন ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনকারী প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ জমা দিতে পারবেন।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (https://cme.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পদস খ য র জন য পর ক ষ সহক র

এছাড়াও পড়ুন:

ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।

আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।

ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।

আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা