সিদ্ধিরগঞ্জে তাঁতীদল নেতা রুবেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
Published: 7th, May 2025 GMT
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের আয়োজনে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মরহুম রুবেল হোসেনের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) বিকালে সিদ্ধিরগঞ্জে বাঘমারাস্থ ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, যুগ্ম-সম্পাদক আল-আমিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন, অর্থ-সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ডেমরা ৬৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক শামীম গাজী, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক ফাহিম, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক রাফি হওলাদার, ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা শুভ, রনি, লাদেন, সরকারি তুলারাম কলেজ ছাত্রদল নেতা সুজন, আরো অনেকে।
দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি নজরুল ইসলাম বেলালী।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বলেন, ২০১৩ সালে হেফাজত ইসলামের আন্দোলনের সময় রুবেলসহ অনেক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী গুলিবৃন্ধ হয়ে মারা যান। যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের কে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।
তিনি আরো বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে যারা এই এলাকার আওয়ামীলীগের দোসর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের কে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রশাসনের প্রতি আমি আরো আহ্বান জানাবো আমাদের এই ৩নং ওয়র্ডের অনেক জায়গায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে তাদের অতি দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবেন।
এই এলাকা কে মাদক মুক্ত করতে হবে, আজকে মরহুম রুবেলে মৃত্যু বার্ষিকী। মরহুম রুবেল মাদকের বিরুদ্ধে অনেক সাহসী ভূমিকা পালন করেছে।
আকবর হোসেন আরো বলেন, আমাদের নেতা নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে আমাদের এই এলাকায় সুন্দর প্ররিবেশ তৈরি করেছি, কেহু যেন এই সুন্দর পরিবেশ নষ্ট করতে না পারে সেই দিকে খেয়াল রাখবেন।
আলোচনা সভা শেষে মরহুম রুবেলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন মরহ ম র ব ল ছ ত রদল ব এনপ র ইসল ম
এছাড়াও পড়ুন:
নরসিংদীর সাবেক কাউন্সিলরের লাশ উত্তোলন
নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর মোবারক হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে দাফনের ছয় মাস পর আদালতের নির্দেশে মঙ্গলবার (৬ মে) তার মরদেহ উত্তোলন করা হয় বলে জানান মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম।
মোবারক হোসেন মাধবদী পৌর এলাকার গাংপাড় এলাকার মৃত তালেব হোসেনের ছেলে। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
ওসি নজরুল ইসলাম জানান, নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। এসময় মোবারক হোসেনের পরিবারের লোকজন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
শিবচরে নদীতে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
নড়াইলে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোবারক হোসেনের স্বজনরা জানান, গত ২২ মার্চ (শনিবার) সকালে মোবারক হোসেনের কবর ঢেকে রাখা লোহার মাচা ও মাটি সরানো অবস্থায় দেখতে পান স্বজনরা। এসময় খোঁড়া কবর থেকে একটি বোতল, আগুনে পোড়া কাপড়, পোড়া কাঠসহ বিভিন্ন বস্তু দেখা যায়। সন্দেহ হলে মৃত মোবারক হোসেনের ছেলে আবির হোসেন মাধবদী থানায় সারাধণ ডায়েরি করেন।
পুলিশ তদন্তের মধ্যে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালত কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশে দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী আজ মোবারক হোসেনের মরদেহ আজ কবর থেকে উত্তোলন করা হয়।
ছয় মাস আগে স্ট্রোক করে মারা যান মোবারক হোসেন। স্বাভাবিক মৃত্যু ভেবে তার মরদেহ দাফন করেন পরিবারের সদস্যরা। পরে বিভিন্ন আলামত ও সন্দেহবশত আদালতে যায় পরিবার।
ঢাকা/হৃদয়/মাসুদ