সিদ্ধিরগঞ্জে তাঁতীদল নেতা রুবেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
Published: 7th, May 2025 GMT
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের আয়োজনে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মরহুম রুবেল হোসেনের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) বিকালে সিদ্ধিরগঞ্জে বাঘমারাস্থ ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, যুগ্ম-সম্পাদক আল-আমিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন, অর্থ-সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ডেমরা ৬৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক শামীম গাজী, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক ফাহিম, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক রাফি হওলাদার, ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা শুভ, রনি, লাদেন, সরকারি তুলারাম কলেজ ছাত্রদল নেতা সুজন, আরো অনেকে।
দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি নজরুল ইসলাম বেলালী।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বলেন, ২০১৩ সালে হেফাজত ইসলামের আন্দোলনের সময় রুবেলসহ অনেক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী গুলিবৃন্ধ হয়ে মারা যান। যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের কে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।
তিনি আরো বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে যারা এই এলাকার আওয়ামীলীগের দোসর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের কে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রশাসনের প্রতি আমি আরো আহ্বান জানাবো আমাদের এই ৩নং ওয়র্ডের অনেক জায়গায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে তাদের অতি দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবেন।
এই এলাকা কে মাদক মুক্ত করতে হবে, আজকে মরহুম রুবেলে মৃত্যু বার্ষিকী। মরহুম রুবেল মাদকের বিরুদ্ধে অনেক সাহসী ভূমিকা পালন করেছে।
আকবর হোসেন আরো বলেন, আমাদের নেতা নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে আমাদের এই এলাকায় সুন্দর প্ররিবেশ তৈরি করেছি, কেহু যেন এই সুন্দর পরিবেশ নষ্ট করতে না পারে সেই দিকে খেয়াল রাখবেন।
আলোচনা সভা শেষে মরহুম রুবেলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন মরহ ম র ব ল ছ ত রদল ব এনপ র ইসল ম
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে মহাষ্টমীতে মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মহাষ্টমীর দিন সোনারগাঁ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার জসিম উদদীন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা সোনারগাঁ উপজেলার বারদী ও পঞ্চমীঘাটের পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “জেলার ২২৪টি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। আমরা বিভিন্ন মণ্ডপে গিয়ে দেখছি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিরই প্রতিফলন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অতীতের মতো এখনো আমরা সেই ঐতিহ্য রক্ষা করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। বিশ্ববাসীর কাছে আমরা জানাতে চাই, আমাদের সমাজ ও সংস্কৃতির মূল শক্তি হলো সম্প্রীতি।”
জেলা পুলিশ সুপার জসিম উদদীন বলেন, “জেলার সাতটি থানায় উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। পুলিশ বাহিনীর পাশাপাশি অন্য বাহিনীগুলোও নিরাপত্তায় অংশ নিয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা সার্বক্ষণিক নজরদারি করছে। কোনো ধরনের আশঙ্কার খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি যোগ করেন, “বিসর্জন পর্যন্ত নিরাপত্তার এ ব্যবস্থা চলমান থাকবে। আমরা বিশ্বাস করি, এর ফলে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন সফলভাবে সম্পন্ন হবে।”
এসময় নারায়ণগঞ্জ পুলিশ সুপার জসিম উদদীন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ,জেলা প্রশাসকের সহধর্মিণী মিসেস হেমা জেরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক নায়মা ইসলাম,সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার 'খ' আসিফ ইমাম, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বারদী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির ব্যবস্থাপক নয়ন চন্দ্র গোলদার, সভাপতি অশোক কুমার রায়, সেক্রেটারি শংকর কুমার দে, পঞ্চমীঘাট সার্বজনীন পূজা উদযাপন মণ্ডপ ও পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার (সিআইপি) এবং মণ্ডপ কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার,বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল হালিম, সোনারগাঁ উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল করিম,বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলেয়ার হোসেন দুলু উপস্থিত ছিলেন।