নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি
Published: 9th, May 2025 GMT
নানা জটিলতা ও নাটকীয়তার পর নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
শুক্রবার (৯ মে) ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু।
এবারের নির্বাচনে সভাপতি পদে শাহীন সুমন এবং সাধারণ সম্পাদক পদে শাহীন কবির টুটুল বিজয়ী হয়েছেন।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় নতুন সভাপতি শাহীন সুমন বলেন, “বিপুল ভোটে নির্বাচিত হয়ে সবার প্রতি কৃতজ্ঞ। এই বিজয় শুধু আমার নয়, আমাদের সবার। সাধারণ সদস্যরা বারবার আমাকে নির্বাচিত করছেন, তাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে সংগঠনকে এগিয়ে নেওয়া এবং কাজের মাধ্যমে প্রমাণ দেওয়া।”
সাধারণ সম্পাদক শাহীন কবির টুটুল বলেন, “নির্বাচনে কিছু জটিলতা থাকলেও শেষ পর্যন্ত সফলভাবে ভোট সম্পন্ন হয়েছে।বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমি আনন্দিত।আমি মার্কেটিংয়ের লোক, জানি সংগঠন কীভাবে এগিয়ে নিতে হয়। নিয়মিত কাজ চালিয়ে যাব এবং সংগঠনকে আরো গতিশীল করব।”
এই নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল খায়ের বুলবুল, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সাইমন তারিক, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক ওয়াজেদ আলী বাবলু, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সম্পাদক বন্ধন বিশ্বাস এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান মানিক।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, জাকির হোসেন রাজু, বজলুর রাশেদ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুল ইসলাম হাবিব এবং জয়নাল আবেদীন (জয় সরকার)।
ঢাকা/রাহাত/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিখোঁজের ১২ দিন পর উদ্ধার ভ্যানচালকের মাটিচাপা লাশ
মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পর মিজান শেখ (৪৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি পাওয়া যায়। ভ্যান ছিনতাই করতেই এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মিজান উপজেলার পাঁচ্চর ইউনিয়নের পশ্চিম বালাকান্দি এলাকার বাসিন্দা। ৩১ জুলাই ভ্যান নিয়ে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় জড়িত সন্দেহে নুরুল আমিন নামের এক ব্যক্তিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজান নিখোঁজ হওয়ার পর তাঁর স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে ১ আগস্ট শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তাঁকে উদ্ধারে নামে শিবচর থানা-পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নুরুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শিবচরের বাখরেরকান্দি এলাকায় এক ব্যক্তির বাড়ির ভেতর থেকে মাটিচাপা অবস্থায় মিজানের লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দিন বলেন, ‘নিখোঁজের পর থেকেই আমরা অভিযানে নামি। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে নিখোঁজ ব্যক্তির মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করি। মূলত ভ্যান ছিনতাই করতেই এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’