চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. হাসান (৪৫)। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী বিএম গেট–সংলগ্ন (বানুর বাজার) এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। মো. হাসান ভাটিয়ারী এলাকায় নৈশপ্রহরীর চাকরি করতেন। তাঁর বাড়ি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন প্রথম আলোকে বলেন, ভোরের দিকে মো.

হাসান বানুর বাজার এলাকায় মহাসড়কের পাশে ময়লা ফেলতে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক থেকে ছিটকে পড়ে সৈকত (২৬) নামের এক যুবক গুরুতর আহত হন। আজ সকাল ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। সৈকত একটি ট্রাকের চালকের সহকারী ছিলেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভারতের রেখে যাওয়া ৭৮ জন শ্যামনগর থানায়, আজ পরিবারের কাছে হস্তান্তর

সুন্দরবনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় নৌবাহিনীর রেখে যাওয়া ৭৫ জন বাংলাদেশি নাগরিকসহ ৭৮ জনকে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। 

সোমবার (১২ মে) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, থানায় হস্তান্তরকৃতদেরকে আজ সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাদের অধিকাংশের বাড়ি নড়াইল, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায়। 

এর আগে রবিবার (১১ মে) রাত ১১টার দিকে ৭৫জন বাংলাদেশি নাগরিকসহ ৭৮ জনকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। এদের মধ্যে ৭৫ জন বাংলাদেশি নাগরিককে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও বাংলাদেশি বংশোদ্ভূত ৩ জনকে শ্যামনগর থানায় রাখা হয়েছে। রাতেই তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করে উপজেলা প্রশাসন।   

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, “৭৮ জনের বেশির ভাগই অসুস্থ। কয়েকজনের শরীরে নির্যাতনের চিহ্ন আছে। তারা বিভিন্ন সময়ে কাজ করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন।”

তিনি বলেন, “ভারতের বিভিন্ন স্থান থেকে তাদের এক সপ্তাহ আগে আটক করে। শুক্রবার ভোরে কয়েকটি স্পিডবোটে করে এনে সুন্দরবনের গহীনে মান্দারবাড়িয়া এলাকায় নামিয়ে দিয়ে যায় বিএসএফ ও ভারতীয় নৌবাহিনী। পরে বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে মান্দারবাড়িয়া ক্যাম্পে নিয়ে আসেন। রবিবার কোস্টগার্ড তাদেরকে মোংলায় এনে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে রাতে শ্যামনগর থানায় হস্তান্তর করে।”

ঢাকা/শাহীন/টিপু 

সম্পর্কিত নিবন্ধ