একদল নারীর ছবি তুলে দিতে গিয়ে যেভাবে ইয়ামাল হয়ে গেলেন রায়ান
Published: 11th, May 2025 GMT
বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে ছবি তোলার জন্য একজনের হাতে তুলে দিলেন ফোন! এরপর ছবি তোলার সময় চিনতে পারলেন যে আপনাদের ছবি যিনি তুলে দিচ্ছেন, তিনি সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা ইয়ামাল। কেমন হবে সে সময় আপনার অনুভূতি? নিশ্চয় বিস্মিত হবেন আবার মজাও পাবেন। ঠিক এ ঘটনাই ঘটেছে একদল নারীর সঙ্গে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তায় ক্যাপ পরা ইয়ামালের হাতে ছবি তোলার জন্য ফোন তুলে দিচ্ছেন এক নারী। ফোন ইয়ামালের হাতে দিয়ে বন্ধুদের পাশে গিয়ে দাঁড়ানোর আগমুহূর্তে সন্দেহ হয় তাঁর।
এগিয়ে জিজ্ঞেস করেন, ‘দয়া করে আপনার নামটা কি বলবেন?’ ছবি তোলার প্রস্তুতি নিতে থাকা ইয়ামাল নিজের নাম গোপন করে বলেন, ‘রায়ান।’
আরও পড়ুনইয়ামাল যেভাবে ‘মেসি ২.০’ ১৭ জানুয়ারি ২০২৫
কিন্তু সেই নারীর বিশ্বাস না হওয়ায় আবারও জিজ্ঞেস করে বলেন, ‘আর আসল নামটা?’ ইয়ামাল আবার একই উত্তর দেন, ‘রায়ান।’ বিশ্বাস না হওয়ায় এ সময় পেছনে দাঁড়ানো নারীরা ‘না না’ করতে থাকেন। আর এর মধ্যেই কোনো একজনকে বলতে শোনা যায়, ‘ইয়ামাল।’
পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বুঝতে পেরেই ইয়ামালের সঙ্গে সেখানে উপস্থিত থাকা বাকিরা তাড়া দিয়ে বলেন, ‘ফটো, ফটো, ফটো! এখন নয়তো কখনো নয়।’ এরপর সেই নারীরা দল বেঁধে দাঁড়ান এবং ইয়ামাল তাঁদের ছবি তুলে দেন।
আরও পড়ুননেইমারের বিলাসবহুল গাড়ির সংগ্রহে নতুন সদস্য, জেনে নিন দামসহ অন্যান্য তথ্য১২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হওয়ার পর ইয়ামালের ভক্ত-সমর্থকেরা বেশ মজাও নিয়েছেন। একজন লিখেছেন, ‘অসাধারণ।’ আরেকজন হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘রায়ান ইয়ামাল।’ অন্য একজনের মন্তব্য, ‘ভালোই নিজেকে লুকালে, রায়ান।’ কেউ কেউ পরিচয় জানার পরও ইয়ামালকে দিয়ে ছবি তোলানোয় বিস্ময় প্রকাশ করেছেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফের মা হতে যাচ্ছেন সোনম কাপুর
ফের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আনন্দ আহুজা-সোনম কাপুর দম্পতির এটি দ্বিতীয় সন্তান। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে।
সোনম-আনন্দ আহুজা দম্পতির ঘনিষ্ঠ সূত্র পিঙ্কভিলাকে বলেন, “সোনম এখন গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছেন। তার মা হতে যাওয়ার খবরে দুই পরিবারেই অপার আনন্দ বিরাজ করছে। খুব শিগগির এই সুখবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এই দম্পতি।”
আরো পড়ুন:
আমি আর গোবিন্দ ১৫ বছর ধরে আলাদা থাকি: সুনীতা আহুজা
আমি হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না: বিবেক
প্রথমবার গর্ভাবস্থায় সোনম কাপুর চমৎকার ফটোশুট করেছিলেন, যেখানে আবু জানি সান্দীপ খোসলার পোশাক পরে মাতৃত্বকালীন ফ্যাশনকে নতুন এক মাত্রা দিয়েছিলেন। অনন্য স্টাইলের জন্য সুপরিচিত সোনম বরাবরই ফ্যাশনের নতুন মানদণ্ড স্থাপন করে এসেছেন। এবারো তার মাতৃত্বকালীন সাজ-পোশাক কেমন হবে তা দেখার জন্য উদগ্রীব তার ভক্ত-অনুরাগীরা।
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর স্বামীর সঙ্গে লন্ডনে পাড়ি জমান। স্বামী-সংসার নিয়ে ব্যস্ত থাকায় অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। ২০২২ সালের ২০ আগস্ট, পুত্র সন্তানের জন্ম দেন সোনম। এটি তাদের প্রথম সন্তান।
প্রথম সন্তান জন্মের পর দুই বছরের বিরতি নিয়ে ২০২৩ সালে ‘ব্লাইন্ড’ সিনেমায় অভিনয় করেন সোনম কাপুর। এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এরপর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত