বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে ছবি তোলার জন্য একজনের হাতে তুলে দিলেন ফোন! এরপর ছবি তোলার সময় চিনতে পারলেন যে আপনাদের ছবি যিনি তুলে দিচ্ছেন, তিনি সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা ইয়ামাল। কেমন হবে সে সময় আপনার অনুভূতি? নিশ্চয় বিস্মিত হবেন আবার মজাও পাবেন। ঠিক এ ঘটনাই ঘটেছে একদল নারীর সঙ্গে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তায় ক্যাপ পরা ইয়ামালের হাতে ছবি তোলার জন্য ফোন তুলে দিচ্ছেন এক নারী। ফোন ইয়ামালের হাতে দিয়ে বন্ধুদের পাশে গিয়ে দাঁড়ানোর আগমুহূর্তে সন্দেহ হয় তাঁর।

এগিয়ে জিজ্ঞেস করেন, ‘দয়া করে আপনার নামটা কি বলবেন?’ ছবি তোলার প্রস্তুতি নিতে থাকা ইয়ামাল নিজের নাম গোপন করে বলেন, ‘রায়ান।’

আরও পড়ুনইয়ামাল যেভাবে ‘মেসি ২.

০’ ১৭ জানুয়ারি ২০২৫

কিন্তু সেই নারীর বিশ্বাস না হওয়ায় আবারও জিজ্ঞেস করে বলেন, ‘আর আসল নামটা?’ ইয়ামাল আবার একই উত্তর দেন, ‘রায়ান।’ বিশ্বাস না হওয়ায় এ সময় পেছনে দাঁড়ানো নারীরা ‘না না’ করতে থাকেন। আর এর মধ্যেই কোনো একজনকে বলতে শোনা যায়, ‘ইয়ামাল।’

পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বুঝতে পেরেই ইয়ামালের সঙ্গে সেখানে উপস্থিত থাকা বাকিরা তাড়া দিয়ে বলেন, ‘ফটো, ফটো, ফটো! এখন নয়তো কখনো নয়।’ এরপর সেই নারীরা দল বেঁধে দাঁড়ান এবং ইয়ামাল তাঁদের ছবি তুলে দেন।

আরও পড়ুননেইমারের বিলাসবহুল গাড়ির সংগ্রহে নতুন সদস্য, জেনে নিন দামসহ অন্যান্য তথ্য১২ ঘণ্টা আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হওয়ার পর ইয়ামালের ভক্ত-সমর্থকেরা বেশ মজাও নিয়েছেন। একজন লিখেছেন, ‘অসাধারণ।’ আরেকজন হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘রায়ান ইয়ামাল।’ অন্য একজনের মন্তব্য, ‘ভালোই নিজেকে লুকালে, রায়ান।’ কেউ কেউ পরিচয় জানার পরও ইয়ামালকে দিয়ে ছবি তোলানোয় বিস্ময় প্রকাশ করেছেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘হিট স্টোক’ এর ঝুঁকি কমাতে কাঁচা করলা ভর্তা

পুষ্টিবিদরা এই গরমে শরীর ভেতর থেকে ঠান্ডা রাখার জন্য করলা খাওয়ার পরামর্শ দিচ্ছেন। শরীর ভেতর থেকে ঠান্ডা থাকলে বাইরের গরম আবহাওয়ার সঙ্গে দ্রুত সামঞ্জস্য করতে পারে। এতে হিট স্টোকের ঝুঁকি কমে। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পরেন। জেনে নিন কাঁচা করলা ভর্তার রেসিপি।
 
উপকরণ
বিচি ফেলে পাতলা স্লাইস করা করলা: ১ কাপ
লবণ: ১ চা-চামচ
কুমড়া বড়ি: সিঁকি কাপ
পেঁয়াজ (মিহি স্লাইস): আধা কাপ
কাঁচা মরিচ কুচি: ২টি
সরিষার তেল: ২ চা-চামচ
তেল: ২ চা-চামচ

প্রথম ধাপ: কুমড়ার বড়ি ধুয়ে পাটায় বা হামানদিস্তায় গুঁড়া করে নিতে হবে। এরপর করলায় আধা চা-চামচ লবণ মেখে ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 

দ্বিতীয় ধাপ: করলা ভালো করে কচলে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করে মৃদু আঁচে বড়ির গুঁড়া লালচে করে ভেজে তুলুন। কিছু সময় বাতাসে রেখে ঠান্ডা হতে দিন।

আরো পড়ুন:

ছুটির দিনে পাতে পড়ুক ‘আম ডাল’

সুস্বাদু পাটশাকের বড়া 

তৃতীয় ধাপ: এ পর্যায়ে একটি পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, লবণ ও সরিষার তেল একসঙ্গে ভালোভাবে কচলে নিন। এবার করলা কুচি ও ভেজে রাখা বড়ির গুঁড়া দিয়ে মিশিয়ে মেখে নিন।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • বাফেটের সই করা বইয়ের দাম উঠল এক লাখ ডলার
  • তীব্র গরম: চার দিনের বিসিএল বাতিলের চিন্তা
  • গুজরাট থেকে উড়োজাহাজ-লঞ্চে করে চোখ বেঁধে আনা হয়েছে, জানালেন ভুক্তভোগীরা
  • চট্টগ্রামে শুরু হচ্ছে ‘পাক্কা রাঁধুনি’ প্রতিযোগিতা, চলছে নিবন্ধন
  • ১০৩ বছরে যা হয়নি তাই হয়ে গেল এল ক্লাসিকোতে
  • রাজধানীতে শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, গৃহকর্তা গ্রেপ্তার
  • ‘হিট স্টোক’ এর ঝুঁকি কমাতে কাঁচা করলা ভর্তা
  • মাকে নিয়ে বলিউডের আলোচিত পাঁচ সিনেমা
  • নিষিদ্ধপল্লী থেকে চিত্রনায়িকা