ট্রাম্পকে ‘শিল্পের শত্রু’ বললেন ডি নিরো
Published: 14th, May 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শিল্পের শত্রু’ বলে আখ্যা দিয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো। গতকাল ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হয় নিরোকে। সেই মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন ‘ট্যাক্সি ড্রাইভার’ তারকা। ভ্যারাইটি এ খবর প্রকাশ করেছে।
৮১ বছরের ডি নিরোর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন ‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। ‘দিস বয়’স লাইফ’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমায় নিরোর সহ-অভিনেতা ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। পুরস্কার গ্রহণের পর এই অভিনেতার গালে মৃদু চুম্বন করে আবেগঘন বক্তব্য দেন ডি নিরো।
রবার্ট ডি নিরো বলেন, “আমার দেশে গণতন্ত্রের জন্য লড়াই চলছে, সে লড়াই অনেকটা জাহান্নামের মতো। একসময় এটাকে আমরা স্বাভাবিক বলে ধরে নিয়েছিলাম, তা এখন হুমকির মুখে। এই লড়াই আমাদের সবার। কারণ শিল্প তৎপরতাই হচ্ছে গণতান্ত্রিক।”
আরো পড়ুন:
জমজ সন্তানের মা হলেন অ্যাম্বার হার্ড
স্ত্রীর সঙ্গে কখনো ঝগড়া হয়নি অস্কারজয়ী অভিনেতার
যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটাকে উপজীব্য করে নিরো জানান, স্বৈরাচার শিল্পকে ভয় পায়। খানিকটা ব্যাখ্যা করে ডি নিরো বলেন, “শিল্প একতাবদ্ধ করে, সত্য অনুসন্ধান করে, বৈচিত্র্যকে আলিঙ্গন করে। এ কারণেই স্বৈরাচারীরা শিল্পকে ভয় পায়, আমাদের ভয় পায়।”
ট্রাম্পের প্রস্তাবিত শুল্কনীতি প্রসঙ্গে ডি নিরো বলেন, “সৃজনশীলতার কোনো দাম হতে পারে না। কিন্তু ট্রাম্প তাতে কর বসাতে চান। এটা শুধু যুক্তরাষ্ট্রের সমস্যা নয়, এটি বৈশ্বিক সংকট। আমরা শুধু বসে থেকে দেখলে চলবে না। আমাদের এখনই কিছু করতে হবে। সহিংসতা নয়, বরং প্রবল আবেগ আর অঙ্গীকার নিয়ে প্রতিবাদ করতে হবে। যারা স্বাধীনতাকে ভালোবাসেন, তাদের এক হতে হবে, সংগঠিত হতে হবে, প্রতিবাদ করতে হবে।”
চল্লিশের দশকের শুরুতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন রবার্ট ডি নিরো। ষাটের দশকের শুরুর দিকে চলচ্চিত্রে পা রাখেন। শুরুতে ছোট একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পান। তারপর অসংখ্য আলোচিত সিনেমা উপহার দিয়েছেন এই দাপুটে অভিনেতা। ১৯৭৪ সালে ‘দ্য গডফাদার টু’ সিনেমার জন্য অস্কার পুরস্কার লাভ করেন। ১৯৮০ সালে ‘রেজিং বুল’ সিনেমার জন্য দ্বিতীয়বারের মতো অস্কার পুরস্কার ঘরে তুলেন এই অভিনেতা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে