যৌন সহিংসতার অভিযোগে অভিযুক্ত হওয়ায় ফরাসি অভিনেতা থিও নাভারো-মুসিকে এবারের কান চলচ্চিত্র উৎসব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি পরিচালক ডমিনিক মলের চলচ্চিত্র ‘Dossier 137’-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।

উৎসব শুরুর আগেই উৎসবের মহাসচিব থিয়েরি ফ্রেমো চলচ্চিত্রের প্রযোজনা দলের সঙ্গে একমত হয়ে, থিও নাভারো-মুসিকে লাল গালিচায় অংশ নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেন। যা কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে একটি অভূতপূর্ব পদক্ষেপ।

জানা গেছে, তিনজন সাবেক সঙ্গিনী ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে থিওর বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক ও মানসিক সহিংসতার অভিযোগে মামলা করেছিলেন। দীর্ঘ তদন্তের পর ২০২৫ সালের এপ্রিল মাসে মামলা প্রমাণের অভাবে খারিজ হয়ে যায়।

তবে অভিযোগকারীরা জানিয়েছেন, তাঁরা আবারও মামলা করতে যাচ্ছেন। এইবার আদালতে নিজ উদ্যোগে (পার্টি সিভিল হিসেবে) অভিযোগ আকারে।

অভিনেতার আইনজীবী, মে পুজে-গালিয়ার্দি জানিয়েছেন, আমার মক্কেলকে এই মুহূর্তে আইনি দিক থেকে দোষী সাব্যস্ত করা হয়নি এবং তাঁর বিরুদ্ধে কোনো চলমান প্রক্রিয়া সম্পর্কে তাঁকে কিছু জানানোও হয়নি।”

কান উৎসব সম্প্রতি একটি নৈতিক সজাগতা নীতি চালু করেছে, যেখানে প্রতিটি চলচ্চিত্রের প্রযোজনা দলকে নিশ্চিত করতে হবে যে চিত্রগ্রহণের সময় নিরাপত্তা, মর্যাদা ও নৈতিকতা বজায় রাখা হয়েছে।

উৎসবের মহাসচিব থিয়েরি বলেন, যেহেতু মামলার ওপর আপিল হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া চলমান, তাই আমরা এটিকে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে ধরে নিতে পারি না। যখন বিচার প্রক্রিয়া শেষ হবে, তখন বিষয়টি ভিন্নভাবে দেখা হবে।”

তিনি আরও জানান, আরও একজন চলচ্চিত্র ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এবং সেই সম্পর্কেও উৎসব কর্তৃপক্ষ তথ্য সংগ্রহ করছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

সিডনিতে ‘উৎসব’–এ মেতেছেন প্রবাসীরা

প্রবাসে দেশি সিনেমা দেখাটা একধরনের সামাজিক উৎসবের মতো। অস্ট্রেলিয়ায় সেই উৎসবেই মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা। উৎসবের আবহে সিডনির অবার্নের রিডিং সিনেমায় তানিম নূর পরিচালিত ‘উৎসব’ দেখতে সপরিবার ভিড় করছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, প্রযুক্তিবিদ, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ।

রিডিং সিনেমায় ছবিটির প্রদর্শনী ছিল হাউসফুল। দর্শকের ভালোবাসা দেখে বাড়ানো হয়েছে আরও অনেক শো। অস্ট্রেলিয়ায় ছবিটি পরিবেশন করছে ‘পথ প্রোডাকশনস’। পরিবেশক শাওন অরিজিৎ খুশি, ‘সিডনি, মেলবোর্নের দর্শকদের সাড়া দেখে অভিভূত। এখন পার্থ, ক্যানবেরা, ব্রিসবেনে যাচ্ছে উৎসব। ১৫ জুলাই থেকে নিউজিল্যান্ডেও দেখানো হবে।’

আরও পড়ুনউত্তর আমেরিকায় রেকর্ড, কত আয় করল ‘উৎসব’২৮ জুন ২০২৫

ব্ল্যাকটাউন হাসপাতালের চিকিৎসক সোনিয়া ভট্টাচার্য বললেন, ‘সত্যি কথা বলতে কি, এত দিন পর একটা সিনেমা দেখে মনটা ভরে গেল। আমাদের মায়ের প্রজন্ম, আমাদের প্রজন্ম এবং আমার মেয়ের প্রজন্ম—সবাই একসঙ্গে বসে দেখলাম, একসঙ্গে হাসলাম, কাঁদলাম। চিকিৎসক জীবনের ব্যস্ততা, জীবনযাত্রার গতি—সবকিছুর বাইরে এসে যেন একটুখানি শ্বাস ফেলার মতো সুযোগ পেলাম।’

শো শুরু হওয়ার আগে

সম্পর্কিত নিবন্ধ

  • সময় এখন বৃক্ষ রোপণের
  • ‘বেহুলার লাচারি’–শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
  • ‘আনটাং’ যাচ্ছে আফ্রিকায়
  • বিএসআরএফ’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ফল উৎসব
  • ইতিবাচক লেখনিতে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার: ডিবিএ সভাপতি
  • সিডনিতে ‘উৎসব’–এ মেতেছেন প্রবাসীরা
  • গাজার পক্ষে সরব ব্যান্ডটি যেভাবে যুক্তরাষ্ট্র সরকারের চক্ষুশূলে পরিণত হলো
  • উত্তর আমেরিকায় রেকর্ড গড়ল ‘উৎসব’, কত আয় করল সিনেমাটি
  • ‘উৎসব’ নির্মাতারা কেন ‘ইনসাফ’ নির্মাতা সঞ্জয়কে ধন্যবাদ দিলেন
  • জাপানে পুরস্কার জিতল রুনা খানের সিনেমা