“তোদের চিনে রাখলাম। পাঁচ দিন পর এসে তোদের দেখে নেব।” ঝিনাইদহের কালীগঞ্জ শহরে এভাবেই স্থানীয়দের হুমকি দিয়েছেন বাইসাইকেল চুরির সময় আটক হওয়া এক যুবক। এছাড়াও এক জনকে হত্যার হুমকি দিয়েছেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টার দিকে কালীগঞ্জ শহরের মুনছুর প্লাজা মার্কেটের গলিতে বাইসাইকেল চুরি করতে দেখে এক যুবককে ধরে ফেলেন স্থানীয়রা। তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়। মারধর করার সময় ওই যুবক সবাইকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
চুরির সময় আটক হওয়া নয়ন হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শ পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তার কাছ থেকে বাইসাইকেলের তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি লোহার চাবি উদ্ধার করা হয়েছে।
পুলিশের সামনেই নয়ন হোসেন স্থানীয়দের উদ্দেশে বলেন, “কোর্টে গেলে পাঁচ দিনের বেশি রাখবে না। এসব মামলায় কিছু হয় না, ভাই। ম্যাজিস্ট্রেট আমার কাছে সব শুনবে। তখন আমি সব বলব।”
অয়ন নামে স্থানীয় এক যুবক বলেন, “বাইসাইকেল চোর ধরা পড়েছে, শুনে তাকে দেখতে আসি। তার কাছে জানতে চেয়েছি যে, তুমি কি সাইকেলটি চুরি করেছ? সে বলে, পাঁচ দিন পর বেরিয়ে আসব। তার পর তোকে হত্যা করব। পাঁচ দিনের বেশি আমাকে রাখতে পারবে না। তোদের সবার চেহারা মনে রাখলাম।”
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেছেন, “এক বাইসাইকেল চোরকে ধরেছেন স্থানীয়রা। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।”
ঢাকা/সোহাগ/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।