ক্লাব বিশ্বকাপের আগেই অন্তত তিনটি চুক্তি সম্পন্ন করতে চায় রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে লিভারপুলের রাইট ব্যাক ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অর্নাল্ডের লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দেওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত হয়েছে।

কথা-বার্তা পাকা হয়ে গেছে বোর্নামাউথের ২০ বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার ডিন হুইসেনের সঙ্গে। এবার বেনফিকার ২২ বছর বয়সী স্প্যানিশ লেফট ব্যাক আলভারো কারেরাসের সঙ্গে আলোচনা শুরু করেছে রিয়াল মাদ্রিদ বোর্ড।

হুইসেনসে দলে নিতে লিভারপুল ও আর্সেনাল মুখিয়ে ছিল। তার রিলিজ ক্লজের ৫০ মিলিয়ন ইউরো দিতেও প্রস্তুত ছিল প্রিমিয়ার লিগের ক্লাব দুটি। রিয়াল মাদ্রিদ ওই লড়াইয়ে যোগ দেওয়ায় অন্যদের আশা শেষ হয়ে গেছে। তবে ৫০ মিলিয়ন দিয়েই তরুণ এই ডিফেন্ডারকে কিনতে হচ্ছে রিয়ালের।

তার সঙ্গে ৫ বছরের চুক্তি করতে যাচ্ছে লস ব্লাঙ্কোস বোর্ড। তবে বোর্নামাউথকে চুক্তির সব অর্থ এখন পরিশোধ করবে না। শর্তে ২০২৬ মৌসুম শেষে অর্থ পরিশোধের বিষয়টি উল্লেখ থাকছে। ক্লাব বিশ্বকাপের জন্য ১ থেকে ১০ জুন পর্যন্ত দলবদলের সংক্ষিপ্ত দরজা খোলা হবে। রিয়াল ওই সময়ে তার সঙ্গে সম্পন্ন করতে পারে আনুষ্ঠানিক চুক্তি।

হুইসেনের জন্ম নেদারল্যান্ডসে। ডাচদের জার্সিতে বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। তবে শৈশবে পরিবারের সঙ্গে স্পেনে চলে আসা হুইসেন স্পেন অনূর্ধ্ব-২১ দলের পর স্পেন জাতীয় দলকে বেছে নেন। জুভেন্টাসে যোগ দিয়ে এক মৌসুম রোমায় ধারে খেলে চলতি মৌসুমে বোর্নামাউথে যোগ দেন ৬ ফিট ৫ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার। সের্গিও রামোস তার আদর্শ ফুটবলার।

কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ার পর জাবি আলোনসো দলটির কোচের দায়িত্ব নেবেন। আলোনসোর পছন্দ ২২ বছর বয়সী কারেরাস। তরুণ এই লেফট ব্যাক গতিময় এবং আক্রমণে ভালো ভূমিকা রাখতে পারেন। আলোনসোর কৌশলের সঙ্গে মানানসই। যে কারণে এসি মিলানের থিও হার্নান্দেজকে উপেক্ষা করে হুইসেনকে দলে আনতে যাচ্ছে রিয়াল। তাকে ২০ মিলিয়নের মধ্যে পেতে পারে ব্লাঙ্কোসরা।

এই তিন চুক্তি সম্পন্ন হয়ে গেলে ক্লাব বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদ একজন অ্যাটাকিং মিডফিল্ডার দলে ভেড়ানোর জোর চেষ্টা করতে পারে। টনি ক্রুসের পর লুকা মডরিচ বার্নাব্যু ছাড়তে যাচ্ছেন। তাদের শূন্যস্থান পূরণে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট একজন মিডফিল্ডার কিনবেন বলেও জানা গেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল

এছাড়াও পড়ুন:

ধূমকেতুর জন্য রাজের প্রতীক্ষা শেষ

‘‘এত বছরের প্রতীক্ষা শেষ। 'ধূমকেতু' উদযাপন শুরু। প্রত্যেক হলে হলে উন্মাদনা চোখে পড়ার মত। দেব-শুভশ্রী, কৌশিক গাঙ্গুলী সহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় ধূমকেতু মিস করবেন না যেন!’’—সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তাই দিয়েছেন টলিউডের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী।

টলিউডে আজ মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’।  এতে অভিনয় করেছেন দেব-শুভশ্রী জুটি। এই জুটির প্রেমের কথা টলিউডে অজানা নয়। কিন্তু শুভশ্রী এখন রাজের স্ত্রী। আর দেবও পেয়েছেন নতুন প্রেমিকা। তারপরেও দেব-শুভশ্রীকে নিয়ে উন্মাদনার শেষ নেই। সিনেমাটি মুক্তির আগে নৈহাটির মন্দিরে আশীর্বাদ নিতে গিযেছিলেন দেব-শুভশ্রী। পাশাপাশি আসনে বসে পুজাও দেন। সেখানে তাদের পুজা দেওয়ার পাশাপাশি একসঙ্গে বাতি জ্বালাতেও দেখা যায়। মন্দিরের ছাদে উঠে ভক্তদের সঙ্গে দেখাও করেন। তাদের দেখতে অসংখ্য অনুরাগী মন্দিরের সামনে ভিড় জমান। তারা একে অপরের হাত ধরে মন্দিরের ছাদের প্রান্তে এসে দাঁড়ান। শেষে আসে বড় চমক। ভিড়ে ঠাসা জনতার মধ্যে দিয়ে, যত্ন করে শুভশ্রীকে আগলে, নায়িকার হাত ধরে তাকে গাড়িতে তুলে দেন দেব। যা ধূমকেতু নিয়ে আলোচনা একেবারে তুঙ্গে তুলে দিয়েছে। 

এদিকে ধূমকেতু দেখার আমন্ত্রণ জানিয়ে প্রশংসায় ভাসছেন রাজ। মৌমিতা চক্রবর্তী নামের একজন কমেন্টের ঘরে লিখেছেন ‘‘আপনি একজন ভালো স্বামী’’।

আরো পড়ুন:

এখনও হৃতিক সুজানের বন্ধুত্ব রয়ে গেছে

গান হলো কিন্তু সংসারটা ঠিকমতো হলো না অলকার

জয়িতা নাথ নামের একজন লিখেছেন, ‘‘কিসের টানে ধূমকেতু দেখবো জানেন।। দেব শুভশ্রী জুটি কে আবার একসাথে দেখবো তাই এর পিছনে আপনার অবদান অনস্বীকার্য।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • বিপ্লবের এক বছর পর আশা হতাশায় রূপ নিচ্ছে
  • ডাকসু নির্বাচন: চতুর্থ দিনে মনোনয়ন ফরম নিলেন একজন
  • কক্সবাজার সৈকতে গোসলে নেমেছিলেন চার বন্ধু, ঢেউয়ে ভেসে একজনের মৃত্যু
  • সার্কভুক্ত ‘দেশি’ ফুটবলার আশীর্বাদ নাকি শঙ্কা
  • বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, জড়িত ৫ জন শনাক্ত
  • পিঠ চাপড়ে দিব‍্যকে আদর করে দিলেন আমির খান
  • ২০ মিনিটেই মিলল টিসিবির পণ্য, খুশি ক্রেতা
  • ডাকসু নির্বাচন: তৃতীয় দিনে মনোনয়ন নিলেন ২২ প্রার্থী
  • টের স্টেগেনের ‘দীর্ঘমেয়াদি চোট’, গার্সিয়াকে নিবন্ধন করাতে পারবে বার্সা
  • ধূমকেতুর জন্য রাজের প্রতীক্ষা শেষ