হুইসেন আসছেন রিয়ালে, কারেরার সঙ্গে আলোচনা শুরু
Published: 15th, May 2025 GMT
ক্লাব বিশ্বকাপের আগেই অন্তত তিনটি চুক্তি সম্পন্ন করতে চায় রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে লিভারপুলের রাইট ব্যাক ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অর্নাল্ডের লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দেওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত হয়েছে।
কথা-বার্তা পাকা হয়ে গেছে বোর্নামাউথের ২০ বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার ডিন হুইসেনের সঙ্গে। এবার বেনফিকার ২২ বছর বয়সী স্প্যানিশ লেফট ব্যাক আলভারো কারেরাসের সঙ্গে আলোচনা শুরু করেছে রিয়াল মাদ্রিদ বোর্ড।
হুইসেনসে দলে নিতে লিভারপুল ও আর্সেনাল মুখিয়ে ছিল। তার রিলিজ ক্লজের ৫০ মিলিয়ন ইউরো দিতেও প্রস্তুত ছিল প্রিমিয়ার লিগের ক্লাব দুটি। রিয়াল মাদ্রিদ ওই লড়াইয়ে যোগ দেওয়ায় অন্যদের আশা শেষ হয়ে গেছে। তবে ৫০ মিলিয়ন দিয়েই তরুণ এই ডিফেন্ডারকে কিনতে হচ্ছে রিয়ালের।
তার সঙ্গে ৫ বছরের চুক্তি করতে যাচ্ছে লস ব্লাঙ্কোস বোর্ড। তবে বোর্নামাউথকে চুক্তির সব অর্থ এখন পরিশোধ করবে না। শর্তে ২০২৬ মৌসুম শেষে অর্থ পরিশোধের বিষয়টি উল্লেখ থাকছে। ক্লাব বিশ্বকাপের জন্য ১ থেকে ১০ জুন পর্যন্ত দলবদলের সংক্ষিপ্ত দরজা খোলা হবে। রিয়াল ওই সময়ে তার সঙ্গে সম্পন্ন করতে পারে আনুষ্ঠানিক চুক্তি।
হুইসেনের জন্ম নেদারল্যান্ডসে। ডাচদের জার্সিতে বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। তবে শৈশবে পরিবারের সঙ্গে স্পেনে চলে আসা হুইসেন স্পেন অনূর্ধ্ব-২১ দলের পর স্পেন জাতীয় দলকে বেছে নেন। জুভেন্টাসে যোগ দিয়ে এক মৌসুম রোমায় ধারে খেলে চলতি মৌসুমে বোর্নামাউথে যোগ দেন ৬ ফিট ৫ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার। সের্গিও রামোস তার আদর্শ ফুটবলার।
কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ার পর জাবি আলোনসো দলটির কোচের দায়িত্ব নেবেন। আলোনসোর পছন্দ ২২ বছর বয়সী কারেরাস। তরুণ এই লেফট ব্যাক গতিময় এবং আক্রমণে ভালো ভূমিকা রাখতে পারেন। আলোনসোর কৌশলের সঙ্গে মানানসই। যে কারণে এসি মিলানের থিও হার্নান্দেজকে উপেক্ষা করে হুইসেনকে দলে আনতে যাচ্ছে রিয়াল। তাকে ২০ মিলিয়নের মধ্যে পেতে পারে ব্লাঙ্কোসরা।
এই তিন চুক্তি সম্পন্ন হয়ে গেলে ক্লাব বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদ একজন অ্যাটাকিং মিডফিল্ডার দলে ভেড়ানোর জোর চেষ্টা করতে পারে। টনি ক্রুসের পর লুকা মডরিচ বার্নাব্যু ছাড়তে যাচ্ছেন। তাদের শূন্যস্থান পূরণে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট একজন মিডফিল্ডার কিনবেন বলেও জানা গেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল
এছাড়াও পড়ুন:
ফিলিপাইনে ৬ দশমিক ৯ তীব্রতার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯
ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে নিহত হওয়ার সংখ্যা বেড়ে ৬৯ জন হয়েছে। দেশটির দুর্যোগ-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা আজ বুধবার এ খবর জানান। বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা ও পানি-বিদ্যুতের সংযোগ আবার চালু করার চেষ্টা করছে ফিলিপাইন সরকার।
দেশটির সিভিল ডিফেন্স কর্মকর্তা রাফি আলেজান্দ্রো সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ১০টার আগে সেবু প্রদেশের উত্তরে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। স্থানীয় হাসপাতালগুলো আহত মানুষের ভিড়ে রীতিমতো উপচে পড়ছে।
আঞ্চলিক সিভিল ডিফেন্স দপ্তরের তথ্য কর্মকর্তা জেন আবাপো বলেন, সেবুর প্রাদেশিক দুর্যোগ দপ্তরের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে নিহত হওয়ার সংখ্যা এখন পর্যন্ত ৬৯ জন। অন্য একজন কর্মকর্তা জানান, আহত হয়েছেন ১৫০ জনের বেশি।
দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বেঁচে যাওয়া ব্যক্তিদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, মন্ত্রিপরিষদ সচিবেরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। প্রিয়জন হারানো ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
সেবু ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর একটি। সেখানে প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও ম্যাকতান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু রয়েছে। এটা ফিলিপাইনের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর।
ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সান রেমিগিও শহরটিও। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য এ শহরে ‘দুর্যোগপূর্ণ অবস্থা’ ঘোষণা করা হয়েছে। শহরের ভাইস মেয়র আলফি রেইনেস বলেন, উদ্ধারকর্মীদের জন্য খাবার ও পানি, সেই সঙ্গে ভারী সরঞ্জাম প্রয়োজন।
স্থানীয় ডিজেডএমএম রেডিওকে আলফি রেইনেস বলেন, ‘ভারী বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ নেই। আমাদের সত্যিই সহায়তা দরকার। বিশেষ করে উত্তরাঞ্চলে পানির তীব্র সংকট রয়েছে। ভূমিকম্পে সেখানে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
আরও পড়ুনফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২৬, চলছে উদ্ধারকাজ৫ ঘণ্টা আগে