Prothomalo:
2025-10-03@02:46:50 GMT

বাড়ির দরজায় কড়া নাড়ে কুমির

Published: 16th, May 2025 GMT

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য শুধু সূর্য, সৈকত আর ডিজনিল্যান্ডের জন্য বিখ্যাত নয়। সেখানে কুমিরসহ নানা প্রাণীর আনাগোনাও দেখা যায়। নানা সময় জনপদে গিয়ে ধরা পড়ে অজগর, কুমিরসহ নানা প্রাণী। তাই বলে কুমির চলে যাবে একেবারে ঘরের দরজায়। এমনই ঘটেছে এই রাজ্যে। সম্প্রতি ফ্লোরিডার লি কাউন্টির টরটুগা এলাকায় একটি কুমির একটি বাড়ির দরজায় পৌঁছে সবাইকে হতবাক করে দিয়েছে।

লি কাউন্টি শেরিফ অফিসের ডেপুটিরা খবর পান যে একটি কুমির বাড়ির বারান্দায় বারান্দায় ঘুরছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কুমিরটি একটি ফোল্ডিং চেয়ারের নিচে মাথা ঢুকিয়ে দিয়েছে। এরপর সেই চেয়ার টেনে নিয়ে একের পর এক দরজায় আঘাত করে যাচ্ছে।

পরে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কমিশনের এক অভিজ্ঞ ট্র্যাপার ও ডেপুটিরা মিলে কুমিরটিকে ধরে নিরাপদে স্থানান্তর করেন। কিন্তু এখানেই শেষ নয়। প্রায় একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে ফ্লোরিডার জ্যাকসনভিলের রাজপথেও।

ইউএস টুডের প্রতিবেদনে বলা হয়, জ্যাকসনভিলের রাজপথে একটা বিশাল কুমির মাঝরাস্তা ধরে হাঁটছিল। তখন শ্রমজীবী এক লোক জঙ্গলের রঙের ছদ্মবেশী (কেমোফ্লাজ) একটি প্যান্ট পরে কুমিরটির গলায় দড়ি দিয়ে ধরে ফেলেন! এরপর তিনি কুমিরের পিঠে বসে সেটিকে নিয়ন্ত্রণে আনেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনা দেখার পর জ্যাকসনভিল শেরিফ অফিস হাস্যরস করে লেখে, ‘না, আপনার চোখকে ফাঁকি দেওয়া হয়নি। আপনি সত্যিই এক লোককে কুমিরের সঙ্গে কুস্তি করতে দেখেছেন!’

ফ্লোরিডায় বাড়ির বারান্দায় কুমির নতুন ঘটনা নয়। কিন্তু কুমির যদি ফোল্ডিং চেয়ারে গলা ঢুকিয়ে দরজায় কড়া নাড়ে কিংবা রাজপথে কুস্তির শিকার হয়, তখন তা রীতিমতো হইচই ফেলে দেয়। তাই তো বাস্তব কখনো কখনো কল্পনার চেয়ে বেশি নাটকীয় হয়!

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দরজ য়

এছাড়াও পড়ুন:

হালুয়াঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশাচালকের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। তবে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি।

পুলিশ, স্থানীয় বাসিন্দা কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েটি উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। সোমবার দুপুরে সে তার বন্ধুর সঙ্গে একটি পার্কে বেড়াতে যায়। বিকেলের দিকে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীকে একটি অটোরিকশায় তুলে দেয় বন্ধু। এ সময় অটোরিকশাচালক হালুয়াঘাট উপজেলা শহরে পূজামণ্ডপ দেখানোর কথা বলে মেয়েটিকে নিয়ে ঘুরতে থাকেন। একপর্যায়ে মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত ১১টার দিকে গামারীতলা এলাকায় মেয়েটিকে নামিয়ে দিয়ে অটোরিকশাচালক চলে যায়। এরপর মেয়েটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের (২৫) বাড়িতে যায়। তবে তাঁকে পাওয়া যায়নি। ওই সময় পুলিশ তাঁর অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় থানায় অভিযোগ দিতে যায় মেয়েটির পরিবার। এ বিষয়ে রাতে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, ‘নিজেদের কমিউনিটির লোকজনের সঙ্গে আলোচনা করে মেয়েটির মা বাদী হয়ে অভিযোগ দিচ্ছেন। অভিযোগ হাতে পেলেই আমরা রাতেই মামলা হিসেবে গ্রহণ করব। অভিযুক্তকেও আমরা ধরে ফেলব।’

সম্পর্কিত নিবন্ধ

  • চাকরির টাকায় চলছিল না সংসার, মাটি ছাড়া চারা উৎপাদন করে স্বাবলম্বী তাওহিদ
  • সিরাজের বোলিং তোপে দিশেহারা ক্যারিবীয়রা, ভারতের দারুণ শুরু
  • গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ছুড়েছে ইসরায়েলি বাহিনী
  • ম্যাচ পরিত্যক্তর আগে হাবিবুর-সাব্বির ঝড়
  • শেষ ওভারের রোমাঞ্চে ৩ রানের জয় খুলনার
  • মহেশখালীতে পর্যটক টানছে ‘আগুন পান’, কী আছে এতে
  • ভারতের বিষ্ণোই গ্যাংকে কেন কানাডায় ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হলো
  • ফের মা হতে যাচ্ছেন সোনম কাপুর
  • মেসি-সুয়ারেজদের হারিয়ে প্লে’অফে শিকাগো ফায়ার
  • হালুয়াঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ