স্টেডিয়ামের পাশে গাড়িচাপায় ১৩ জন আহত, কিছুক্ষণ বন্ধ ছিল এস্পানিওল-বার্সা ম্যাচ
Published: 16th, May 2025 GMT
আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওল-বার্সেলোনা ম্যাচ শুরুর আগে ঘটেছে দুঃখজনক এক ঘটনা। স্প্যানিশ সংবাদমাধ্যমি এএস জানিয়েছে, এস্পানিওলের এই স্টেডিয়ামের পাশে ম্যাচ শুরুর আগে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জনতাকে চাপা দেয়। স্পেনের মেডিকেল ইমার্জেন্সি সিস্টেম (এসইএম) জানিয়েছে, এই দূর্ঘটনায় ১৩ জন আহত হয়েছেন।
কাতালান পুলিশ এ নিয়ে তথ্য সংগ্রহ করছে এবং তদন্তে নেমেছে। এএস জানিয়েছে, কাতালান পুলিশ দূর্ঘটনা ধরে নিয়েই তদন্তে নেমেছে। পুলিশ মনে করছে, চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। স্পেনের আরেক সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, জনতার ওপর হামলার সম্ভাবনাও যাচাই করে দেখছে পুলিশ।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দূর্ঘটনা ঘটানো সাদা রংয়ের গাড়ির নারী চালকের বয়স ৪৫ থেকে ৫৫ বছর। প্রথমে তিনি একটি মেয়েকে আঘাত করেন। উত্তেজিত জনতা গাড়ি লক্ষ্য করে হাতের কাছে যা কিছু পেয়েছেন ছুঁড়ে মেরেছেন। চালক এরপরই গাড়ি অনিচ্ছাকৃতভাবে গাড়ির গতি বাড়ান এবং তাতে দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চালককে আটক করেছে পুলিশ।
এস্পানিওলের পক্ষ থেকে স্টেডিয়ামের স্পিকারে ম্যাচের ৭ মিনিটে এই ঘটনা দর্শকদের জানিয়ে বলা হয়, ‘স্টেডিয়ামের বাইরে যে ঘটনাটি ঘটেছে, সেটি এখন নিয়ন্ত্রণে। কেউ মারাত্মক আঘাত পাননি।’ এরপর কয়েক মিনিটের জন্য বন্ধ ছিল খেলা। রেফারি সোটো গ্রাদো এরপর দুই দল এবং কাতালান পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলে খেলা পুনরায় শুরু করেন।
তবে এস্পানিওল গোলকিপার হোয়ান গার্সিয়ার পেছনের গ্যালারি থেকে বেশ কিছু দর্শক চলে যান। মার্কা জানিয়েছে, তারা মনে করেন এই দূঘর্টনার পর ম্যাচ চালিয়ে যাওয়া ঠিক হয়নি।
আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওলের বিপক্ষে জিতলেই এবারের লা লিগা শিরোপা জিতবে বার্সা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল হান্সি ফ্লিকের দল। গোলটি করেন লামিনে ইয়ামাল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র ঘটন
এছাড়াও পড়ুন:
এঁচোড় গোশতের রেসিপি
উপকরণ
কাঁচা কাঁঠাল টুকরা করা ১ বাটি, গরুর মাংস ২৫০ গ্রাম, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা আধা চা–চামচ, ধনেগুঁড়া ১ চা–চামচ, জিরাবাটা ১ চা–চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, আস্ত কাঁচা মরিচ ৪-৫টি, হলুদগুঁড়া আধা চামচ, রসুন কোয়া ৫-৬টি, মরিচগুঁড়া ১ চা–চামচ, গরমমসলা ও তেজপাতা পরিমাণমতো, ভাজা জিরাগুঁড়া আধা চা–চামচ, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।
আরও পড়ুনপাইনঅ্যাপল পাই বানাবেন যেভাবে, দেখুন রেসিপি ১৩ আগস্ট ২০২৫প্রণালিগরম ফুটন্ত পানিতে কাঁচা কাঁঠাল একটু লবণসহ দিয়ে বলক এনে আধা সেদ্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে এতে রসুন কোয়া, তেজপাতা, গরমমসলা ও পেঁয়াজকুচি দিয়ে নেড়ে কষিয়ে এতে একে একে বাকি সব মসলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে মাংস দিন। মাংস কষিয়ে নিয়ে এতে পরিমাণমতো পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিন। এরপর এতে সেদ্ধ করা কাঁচা কাঁঠাল দিয়ে নেড়ে কষিয়ে নিয়ে একটু পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। মাখা মাখা হলে ভাজা জিরাগুঁড়া ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুনপালংশাক দিয়ে কাসুন্দি মুরগির রেসিপি৩১ মিনিট আগে