আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওল-বার্সেলোনা ম্যাচ শুরুর আগে ঘটেছে দুঃখজনক এক ঘটনা। স্প্যানিশ সংবাদমাধ্যমি এএস জানিয়েছে, এস্পানিওলের এই স্টেডিয়ামের পাশে ম্যাচ শুরুর আগে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জনতাকে চাপা দেয়। স্পেনের মেডিকেল ইমার্জেন্সি সিস্টেম (এসইএম) জানিয়েছে, এই দূর্ঘটনায় ১৩ জন আহত হয়েছেন।

কাতালান পুলিশ এ নিয়ে তথ্য সংগ্রহ করছে এবং তদন্তে নেমেছে। এএস জানিয়েছে, কাতালান পুলিশ দূর্ঘটনা ধরে নিয়েই তদন্তে নেমেছে। পুলিশ মনে করছে, চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। স্পেনের আরেক সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, জনতার ওপর হামলার সম্ভাবনাও যাচাই করে দেখছে পুলিশ।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দূর্ঘটনা ঘটানো সাদা রংয়ের গাড়ির নারী চালকের বয়স ৪৫ থেকে ৫৫ বছর। প্রথমে তিনি একটি মেয়েকে আঘাত করেন। উত্তেজিত জনতা গাড়ি লক্ষ্য করে হাতের কাছে যা কিছু পেয়েছেন ছুঁড়ে মেরেছেন। চালক এরপরই গাড়ি অনিচ্ছাকৃতভাবে গাড়ির গতি বাড়ান এবং তাতে দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চালককে আটক করেছে পুলিশ।

এস্পানিওলের পক্ষ থেকে স্টেডিয়ামের স্পিকারে ম্যাচের ৭ মিনিটে এই ঘটনা দর্শকদের জানিয়ে বলা হয়, ‘স্টেডিয়ামের বাইরে যে ঘটনাটি ঘটেছে, সেটি এখন নিয়ন্ত্রণে। কেউ মারাত্মক আঘাত পাননি।’ এরপর কয়েক মিনিটের জন্য বন্ধ ছিল খেলা। রেফারি সোটো গ্রাদো এরপর দুই দল এবং কাতালান পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলে খেলা পুনরায় শুরু করেন।

তবে এস্পানিওল গোলকিপার হোয়ান গার্সিয়ার পেছনের গ্যালারি থেকে বেশ কিছু দর্শক চলে যান। মার্কা জানিয়েছে, তারা মনে করেন এই দূঘর্টনার পর ম্যাচ চালিয়ে যাওয়া ঠিক হয়নি।

আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওলের বিপক্ষে জিতলেই এবারের লা লিগা শিরোপা জিতবে বার্সা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল হান্সি ফ্লিকের দল। গোলটি করেন লামিনে ইয়ামাল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

এমপি আনার হত্যার ১ বছর: মরদেহের খণ্ডাংশের আশায় পরিবার

ভারতের কলকাতায় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার এক বছর আজ। এই এক বছরে এখনো মরদেহের খণ্ডাংশ পায়নি পরিবার। দ্রুত মরদেহের খণ্ডাংশ পাওয়া ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাবেক এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

গত বছরের ১২ মে ভারতের কলাকাতায় যান সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার। সেখানে তিনি কলকাতার বরাহনগর এলাকায় বন্ধুর বাড়িতে ছিলেন। এরপর ১৩ মে বন্ধুর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সেই থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজের ৯ দিন পর ২২ মে ভারতের নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের বিউ-৫৬ নম্বর ফ্ল্যাট থেকে তার খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে কলকাতার পুলিশ। এরপর গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি জানাজানি হয়। 

এ ঘটনায় গত বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা করেন সাবেক এমপি আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এখন পর্যন্ত সাবেক এমপি আনার হত্যার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ৭ জনকে বাংলাদেশে ও দুইজনকে ভারত ও নেপালে আটক করা হয়েছে। 

সাবেক এমপি আনার হত্যায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। কিন্তু এই হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইণ্ড আনারের বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী আক্তারুজ্জামান শাহীন ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। 

সাবেক এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, “২০২৪ সালের নভেম্বর মাসের শেষের দিকে ভারতে গিয়ে ডিএনএ দিয়েছি। মরদেহের খণ্ডাংশের সাথে তার ডিএনএ মিলেছে বলে ভারতের সিআইডি জানিয়েছেন। কিন্তু অফিশিয়ালভাবে কোন কাগজ এখনো পাইনি। ভারতের সিআইডি কয়েকবার চিঠি দিয়েছে কিন্তু বাংলাদেশ থেকে কোন সাড়া দেওয়া হচ্ছে না। ডিএনএর রিপোর্টটি খুবই প্রয়োজন।”

তিনি বলেন, “হত্যার সাথে জড়িতরা ইতিমধ্যে জামিনের জন্য চেষ্টা করছে। এই মুহূর্তে যদি তাদের জামিন হয়ে যায়, তাহলে মামলার তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হবে। হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই চাই।”

তিনি আরো বলেন, “এই এক বছরে বাবার দাফন ও জানাযার ব্যবস্থা করতে পারিনি। এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। বাবার মরদেহের খণ্ডাংশ পেলেও দাফনের ব্যবস্থা করতে চাই।”

এদিকে ঢাকার শেরেবাংলা নগর থানায় সাবেক এমপি আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের করা মামলার তদন্ত কর্মকর্তা বাহাউল্লাহ খানের মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

ঢাকা/এস

সম্পর্কিত নিবন্ধ

  • স্টেডিয়ামের পাশে গাড়িচাপায় আহত ১৩, কিছুক্ষণ বন্ধ ছিল এস্পানিওল-বার্সা ম্যাচ
  • মিশা সওদাগরকে মারধরের ভিডিও ভাইরাল, আসল ঘটনা কী
  • পরমাণু বোমার জনক ওপেনহাইমার সম্পর্কে কতটা জানেন
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে আসা সাবেক ছাত্রলীগ নেতাকে মারধর
  • মাদকাসক্তদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট, কলেজছাত্রীর ঘরে আগুন
  • ৬ দফার প্রথম ও চতুর্থ দাবি না মানায় বাকৃবিতে রেললাইন অবরোধ
  • ‘বাবা এখন কারিনার সঙ্গে অনেক সুখী’
  • রাজশাহীতে নার্সদের দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
  • এমপি আনার হত্যার ১ বছর: মরদেহের খণ্ডাংশের আশায় পরিবার