মেক্সিকোতে টিকটকে লাইভ করার সময় তরুণীকে গুলি করে হত্যা
Published: 16th, May 2025 GMT
মেক্সিকোয় টিকটকে লাইভ করার সময় এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। ২৩ বছর বয়সী ওই তরুণীর নাম ভ্যালেরিয়া মার্কুইজ। গত মঙ্গলবার দেশটির জাপোপান শহরের একটি বিউটি পারলারে এ ঘটনা ঘটে। নারী হওয়ার কারণে ভ্যালেরিয়াকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে মেক্সিকোর স্থানীয় কর্তৃপক্ষ।
মেক্সিকোর জালিস্কো রাজ্যের সরকারি কৌঁসুলির এক বিবৃতিতে বলা হয়েছে, জাপোপান শহরের ওই বিউটি পারলারে চাকরি করতেন ভ্যালেরিয়া। মঙ্গলবার এক ব্যক্তি পারলারে ঢুকে হঠাৎ করে তাঁর ওপর গুলি চালান। সন্দেহভাজন ওই হামলাকারীর নাম বিবৃতিতে প্রকাশ করা হয়নি।
গুলি করে হত্যার কয়েক মুহূর্ত আগে ভ্যালেরিয়াকে পারলারের ভেতরে বসে টিকটকে লাইভ করতে দেখা যায়। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘তাঁরা আসছেন।’ তখন পেছন থেকে একজন বলে ওঠেন, ‘এই যে, ভেল।’ জবাবে ভ্যালেরিয়া বলেন, ‘হ্যাঁ।’ এর পরপরই লাইভের শব্দ বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ বাদে ভ্যালেরিয়াকে গুলি করে হত্যা করা হয়।
ইনস্টাগ্রাম ও টিকটকে ভ্যালেরিয়ার প্রায় দুই লাখ অনুসারী রয়েছে। মঙ্গলবার ওই লাইভ ভিডিওতে তিনি বলেছিলেন, কেউ একজন তাঁর জন্য ‘দামি একটি উপহার’ নিয়ে পারলারে এসেছিলেন। তবে তখন তিনি সেখানে ছিলেন না। ওই ব্যক্তি আবার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করার পরিকল্পনা নেই তাঁর।
হত্যাকাণ্ডপ্রবণ শহরের দিক দিয়ে মেক্সিকোর ৩২টি রাজ্যের মধ্যে জালিস্কোর অবস্থান ষষ্ঠ। পরামর্শক প্রতিষ্ঠান টি–রিসার্চের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে প্রেসিডেন্ট ক্লাউদিয়ে শেনবাউম ক্ষমতায় বসার পর থেকে রাজ্যটিতে ৯০৬ জনকে হত্যা করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট কটক
এছাড়াও পড়ুন:
একজনের প্রেমে পড়েছিলাম, এখন সে আমার বউ
প্রথম আলো