এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১৩তম বোর্ড সভায় কাইজার এ চৌধুরী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কাইজার এ চৌধুরী দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে সিইও এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাইজার চৌধুরী তার পেশাগত জীবন শুরু করেন ১৯৭৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে। এই ব্যাংকে তিনি টানা ২৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। পরে তিনি ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওয়ান ব্যাংকে এবং ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত এবি ব্যাংকে সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মেঘনা ব্যাংকেও সিইও হিসেবে কাজ করেছেন।

পেশাগত জীবনের অভিজ্ঞতার অংশ হিসেবে তিনি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ লিমিটেড) এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি)-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এছাড়া তিনি প্রিমিয়ার ব্যাংক পিএলসির একজন স্বতন্ত্র পরিচালক এবং এবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং খাতের বাইরেও কাইজার এ চৌধুরীর আলাদা পরিচিতি রয়েছে একজন শিশুসাহিত্য অনুরাগী হিসেবে। সাহিত্যের এই শাখায় তার ৫০টির বেশি প্রকাশনা রয়েছে। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী কাইজার চৌধুরী একজন অভিজ্ঞ, দক্ষ ও পেশাদার ব্যাংকার। এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে তার বলিষ্ঠ নেতৃত্ব ব্যাংকটির অগ্রযাত্রাকে আরো শক্তিশালী করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ঢাকা/সুমন/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক ইজ র এ চ ধ র

এছাড়াও পড়ুন:

গানে নিয়মিত সাবিনা ইয়াসমীন, কণ্ঠে তুললেন ‘প্রাণের বাংলাদেশ’

সময় চলে যায়, কিন্তু কিছু কণ্ঠ থাকে উতরে যায় সময়কে। সে কণ্ঠ অক্ষয়, অমর। এমনই এক কণ্ঠের নাম সাবিনা ইয়াসমীন। দেশের গান মানেই যেনো তার কণ্ঠ। 

প্রজন্ম বদলেছে, সময় বদলেছে, কিন্তু গান নিয়ে সাবিনা ইয়াসমীনের ভালোবাসা আজও অটুট। চলতি বছর তিনি আবারও নিয়মিত হচ্ছেন নতুন গানে। স্টেজ শোর পাশাপাশি ফের স্টুডিওতে ফিরছেন হৃদয়ের গভীর থেকে গাওয়া সেই চেনা কণ্ঠে।

বাংলা গানের এই জীবন্ত কিংবদন্তি আবারও গাইলেন বাংলাদেশের প্রতি ভালোবাসার গান-‘প্রাণের বাংলাদেশ’। সোমবার এই দেশের গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু, সংগীতায়োজন করেছেন তরুণ সুরকার রোহান রাজ।

‘প্রাণের বাংলাদেশ’ গানটি খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে অরিন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, ‘গানটির কথাগুলো খুব আবেগজড়ানো। আধুনিক সংগীতের ছোঁয়ায় সাজানো এই দেশের গানটি গাইতে গিয়েও ভালো লেগেছে। রোহান ভালো সংগীত করেছে, গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে-এই বিশ্বাস আমার আছে।’

আরিফ হোসেন বাবুর কণ্ঠে ছিল স্বপ্নপূরণের আবেগ। বললেন, ‘সাবিনা আপার পাশে গান নিয়ে দাঁড়ানো-এটা আমার জীবনের এক পরম সৌভাগ্য। তাঁর কণ্ঠে আমার লেখা গান মানে, আমার স্বপ্ন বাস্তব রূপ পেয়েছে। আমি কৃতজ্ঞ, গর্বিত।’

সংগীত পরিচালক রোহান রাজের কণ্ঠেও ধরা পড়ল মুগ্ধতা ও গভীর অনুরাগ,‘যাদের গান শুনে আমি বড় হয়েছি, তাঁদের একজনের সঙ্গে কাজ করতে পারা আমার জীবনের বড় প্রাপ্তি। সাবিনা আপা শুধু লিজেন্ড নন, তিনি আমাদের প্রেরণাও। তাঁর মতো একজন কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করতে পারাটা ছিল স্বপ্নের মতো।’

এর আগে সাবিনা ইয়াসমীনের সর্বশেষ গান ছিল 'আমার পতাকা লাল সবুজে আঁকা'-যেখানে তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠে ছিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। সে গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর ও সংগীতায়োজন করেছিলেন মনোয়ার হোসাইন টুটুল।

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রামে আরও ১৫ জনের করোনা শনাক্ত
  • ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা পেলেন কয়েক শ মানুষ
  • ছোটু ও নানাভাইকে স্মরণ
  • ফোনালাপ ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত
  • নারীরা তাদের স্বামীদের জন্য বিপজ্জনক হতে পারেন, সম্পর্কের বির্বতন নিয়ে অনুপম
  • গাজীপুরে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার
  • একজনের প্রেমে পড়েছিলাম, এখন সে আমার বউ
  • সাজা মওকুফের পর রাজশাহী কারাগার থেকে মুক্তি পেলেন ৭ জন
  • ৪ কোটি শিশুকে শরণার্থী বানিয়েছে যুদ্ধ আর সংঘাত
  • গানে নিয়মিত সাবিনা ইয়াসমীন, কণ্ঠে তুললেন ‘প্রাণের বাংলাদেশ’