ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব’ শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন ইবি উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন ইবি উপ-উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখা সভাপতি শোয়াইব আহাম্মেদ প্রমুখ।

এতে ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, লালন কলা ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়সহ কুষ্টিয়া-ঝিনাইদহের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী ও বর্ণবর কিউব প্রদর্শনীর জন্য মোট ৫৫টি স্টল তৈরি করা হয়েছে।

উৎসবের প্রথমদিন মঙ্গলবার প্রোগ্রামিং কনটেস্টে ২১টি দলে মোট ৬৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিন বুধবার বিজ্ঞান অলিম্পিয়াড, রোবটিক্স কিউব প্রতিযোগিতা ও প্রজেক্ট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রজেক্ট অ্যান্ড পোস্টার প্রেজেন্টেশন আয়োজন করা হবে।

বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম থেকে দশম স্থান অধিকারীদের লক্ষাধিক টাকার পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “ছাত্রশিবির একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের মাঝে অনেক প্রতিভা আছে। কিন্তু সেগুলো বিকশিত করার জন্য উদ্বুদ্ধ করার মতো লোক নেই। আমাদের প্রতিষ্ঠানগুলোতে প্রতিভাবানদের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। তাদের দেশের মানুষ দেখুক, সরকার দেখুক; উৎসাহ দিক। ছাত্রশিবির শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করতে এ উদ্যোগ নিয়েছে।”

স্টল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড.

নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ছাত্রশিবিরের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র সংগঠনের এমন সৃজনশীল প্রোগ্রাম আয়োজন করা প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি পাবে।”

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গাউনে আটকে গেলেন জেনিফার, উদ্ধারে বসে পড়লেন প্যাটিনসন

চোখের সামনে রবার্ট প্যাটিনসন আর জেনিফার লরেন্স। রেড কার্পেটের বাইরের চত্তরে তখন হুইহুল্লোড় পড়ে গেছে। যে যত জোরে চিৎকার করতে পারে ততটাই উচ্চস্বরে ডাকছেন। কেউ হ্যালো প্যাটিজনসন, কেউ আবার হ্যালো জেনিফার।

৭৮ তম কান চলচ্চিত্র উৎসবের গতকালের লাল গালিচায় গতকাল দুই হলিউড তারকার আলোয় ঝলমলে উপস্থিতি যেনো নতুন করে প্রাণ দিল। বহুল প্রতীক্ষিত ছবি ‘ডাই মাই লাভ’ নিয়ে এসেছেন তারা। ছবিটি এবার মূলত প্রতিযোগিতা বিভাগে লড়ছে।

এই যুগল কেবল পর্দায় নয়, বাস্তবেও লাল গালিচায় রীতিমতো মন কাড়লেন উপস্থিত ভক্ত ও সাংবাদিকদের। তারা দীর্ঘ সময় ব্যয় করেন হাত নেড়ে, হাসিমুখে উপস্থিত ভক্তদের শুভেচ্ছা জানাতেও ভুল করেননি। 

 

জেনিফার লরেন্স এদিন ছিলেন একদমই নববধূসুলভ, একটি দীর্ঘ সাদা করসেটেড গাউন পরে যা ডিজাইন করেছিলেন ডিওর-এর কৌশলী ডিজাইনাররা। তার পরনে ছিল একটি মার্জিত হেডস্কার্ফও, যা তার লুককে আরও রাজকীয় করে তোলেছিল। 

‘ডাই মাই লাভ’ মূলত মাতৃত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে—যেখানে জেনিফার লরেন্সের চরিত্রটি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়েন। ছবিতে তার চরিত্রটি পোস্টপার্টাম ডিপ্রেশনে আক্রান্ত হয়ে নিজের ভেতরের দানবের সঙ্গে লড়াই করতে থাকে। তার পাশে রয়েছেন স্বামী চরিত্রে রবার্ট প্যাটিনসন—যিনি স্নেহশীল হলেও স্ত্রীর মানসিক অবক্ষয়ের কাছে অসহায়। এই দাম্পত্য সম্পর্ক ও মানসিক সংকটের গল্প নিয়েই এগিয়েছে ‘ডাই মাই লাভ’ এর গল্প। 

 

ছবিটি পরিচালনা করেছেন লিন র‍্যামজি।  এই ছবির কাহিনি চিত্রনাট্য তৈরি হয়েছে আরিয়ানা হারউইচ-এর উপন্যাস অবলম্বনে।

ফ্রান্সের পল্লী অঞ্চলে চিত্রায়িত এই সিনেমা ও এর চরিত্রগুলোর বেদনা, আবেগ, এবং অস্তিত্বসংকটের চিত্রটা কানে দর্শকদের হৃদয়ে আলোড়ন তুলেছে।  এই কান উৎসবেই প্রথমবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন লরেন্স, আর প্যাটিনসন বরাবরই কানের প্রিয় মুখ। 

গত ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব। এই পর্বে বিশ্বের খ্যাতিনামা অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটেন। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।

সম্পর্কিত নিবন্ধ

  • কান উৎসবে বিশ্ব নারী অ্যাজেন্ডা: সমতা এখন আর গল্প নয়, বাস্তবতা
  • কান চলচ্চিত্র বিশ্ব নারী অ্যাজেন্ডা : সমতা এখন আর গল্প নয়, বাস্তবতা
  • চট্টগ্রামের জব্বারের বলীখেলা ও সাম্পানবাইচে যুক্ত হবে সংস্কৃতি মন্ত্রণালয়
  • জবিতে প্রথম চলচ্চিত্র উৎসবের পোস্টার উন্মোচন
  • ঈদে লা রিভের ‘ডিভোশন’
  • কানের লাল গালিচা: সাজসজ্জায় উর্বশীর ব্যয় ২ হাজার কোটি টাকা!
  • আজ আলিয়ঁস ফ্রঁসেজে ছোটদের জ্যোতির্বিজ্ঞান উৎসব
  • কান ক্লাসিকে সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’, থাকবেন শর্মিলা ঠাকুর
  • গাউনে আটকে গেলেন জেনিফার, উদ্ধারে বসে পড়লেন প্যাটিনসন