প্রকৃতির ডাকে সাড়া দিতে নেমে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত
Published: 21st, May 2025 GMT
ঢাকা থেকে মালামাল নিয়ে সিলেটে যাচ্ছিলেন ট্রাকচালক মো. সজীব (২২)। কিশোরগঞ্জে মেঘনা নদীর ওপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্ত অতিক্রমের সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রাক থামান। ট্রাক থেকে নামতেই তাঁকে ঘিরে ধরে কয়েকজন ছিনতাইকারী। সবকিছু ছিনিয়ে নেওয়ার পর পেটে ছুরিকাঘাত করে তারা।
কয়েক ঘণ্টা পর আজ বুধবার সকালে সজীবের মৃত্যু হয়। ভৈরবের এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। নিহত সজীব পটুয়াখালীর বাউফল উপজেলার বট কাজল গ্রামের মো.
পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সজীব গতকাল মঙ্গলবার রাতে ট্রাক নিয়ে সিলেট যাচ্ছিলেন। সহযোগী হিসেবে ট্রাকে ছিলেন মো. ইব্রাহিম নামে তাঁর আপন ভাই। ভৈরব বাসস্ট্যান্ড অতিক্রম করেন দিবাগত রাত তিনটায়। বাসস্ট্যান্ড থেকে সামান্য দূরে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে ট্রাক থামান। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা ইব্রাহিমকে জানিয়ে সজীব সড়ক থেকে নিচে নামেন। কয়েক মিনিট পর ইব্রাহিম বুঝতে পারেন, ভাই বিপদে পড়েছেন। এগিয়ে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন ইব্রাহিমকে সজীব জানান, তিনি ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারীরা তাঁর সব নিয়ে গেছে এবং পেটে ছুরিকাঘাত করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভৈরব থানা–পুলিশ। পরে কয়েকজন ট্রাকচালকের সহযোগিতায় সজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল ছয়টার দিকে হাসপাতালে পৌঁছালে হাসপাতাল থেকে জানানো হয়, হাসপাতালে আনার আগেই সজীবের মৃত্যু হয়েছে।
সজীবের বাবা শাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে সবকিছু দিয়ে দেওয়ার পরও ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। এই কথা মানতে কষ্ট হচ্ছে।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ছিনতাইয়ের খবর জানার পর রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ ঢাকায় আছে। সেখান থেকে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় মামলা হবে ভৈরবে। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কালো গ্লাসের গাড়িতে কারাগার থেকে বের হন নুসরাত ফারিয়া, কারও সঙ্গে কথা বলেননি
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন।
কারাগার থেকে বের হয়ে নুসরাত ফারিয়া স্বজনদের সঙ্গে প্রাইভেট কারে ঢাকার উদ্দেশে রওনা হন। কালো গ্লাসের ওই গাড়িতে করে তিনি কারাগারের ফটক দিয়ে বের হন। এ সময় তিনি কারও সঙ্গে কথা বলেননি।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার বলেন, গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে নুসরাত ফারিয়াকে ঢাকার আদালত থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বেলা তিনটার দিকে তাঁকে মুক্তি দিয়ে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এর আগে আজ বেলা দুইটার দিকে নুসরাত ফারিয়ার স্বজনেরা কাশিমপুর কারাগারে প্রবেশ করেন। তাঁদের সঙ্গে দুটি প্রাইভেট কার ও একটি জিপ গাড়ি ছিল। কারাগারে প্রবেশের সময় নুসরাত ফারিয়ার চাচাতো বোন লামিয়া আক্তার বলেন, ‘আদালত ও বিচারব্যবস্থা নিয়ে কোনো কথা বলতে চাই না। তিনি (নুসরাত) কি হত্যা করেছেন? তিনি কি কোনো অপরাধ করেছেন? বিনা দোষে তাহলে কেন এক দিন জেল খাটবেন? এক দিন জেল খাটা কী কষ্টের, সেটা কি আপনারা বোঝেন?’
আরও পড়ুনকাশিমপুর কারাগার থেকে নুসরাত ফারিয়া জামিনে মুক্ত১ ঘণ্টা আগেগত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার কাগজপত্রের তথ্য বলছে, ছাত্র–জনতার গণ-অভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। এর মধ্যে নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি ৩ মে এজাহার হিসেবে রেকর্ড হয়। মামলা করার দুই সপ্তাহ পর গ্রেপ্তার করা হয় নুসরাতকে। আজ সকালে হত্যাচেষ্টা মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।