অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপির ভাইস প্রেসিডেন্ট ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আপনাকে চাই। আমরা আপনার পদত্যাগ চাই না।’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি আপনাকে প্রধান উপদেষ্টা হিসেবে সমর্থন করেছে। তাই আপনি উপদেষ্টা হয়েছেন। কিন্তু, আপনাকে সমর্থন জানানোর শর্ত ছিল, দেশে সুশাসন হবে; একটা ভালো নির্বাচন হবে।’’

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী গণসমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

অধ্যাপক ইউনূসের কালো কুর্তার রহস্য জানালেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের সাক্ষাৎ শনিবার

আসাদুজ্জামান রিপন বলেন, ‘‘প্রধান উপদেষ্টা আগামীকাল (শনিবার) জাতীর উদ্দেশে যে ভাষণ দিবেন, আমাদের দাবি; সেখানে যেন নির্বাচনের রোডম্যাপ উল্লেখ থাকে। আপনার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’’

লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, লৌহজং উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ কামাল খান, শহর ছাত্রদলের আহ্বায়ক মো.

রোমান হোসেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছিলেন, ‘‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন।’’

আরো পড়ুন: অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন: বিবিসি বাংলাকে নাহিদ

ঢাকা/রতন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র ব এনপ আপন ক ব এনপ ইউন স

এছাড়াও পড়ুন:

নটরডেমের শিক্ষার্থী ধ্রুবর অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি

নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুবর অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রাজধানীর নটরডেম কলেজের সামনে এ মানবন্ধন করে ধ্রুবর পরিবার, সহপাঠী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

গত ১২ মে বেলা সোয়া ৩টার দিকে নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব নটরডেম কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান। সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও ধ্রুবর মৃত্যুর সঠিক কারণ এখনো জানতে না পারায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন অংশগ্রহণকারিরা।

আরো পড়ুন:

রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

সিকৃবিতে ক্যাফেটেরিয়ার খাবারে পোকার লার্ভা

মানববন্ধনে ধ্রুবর বাবা বানিব্রত দাস চঞ্চল বলেন, “আমার সন্তানের মৃত্যুর সঠিক কারণ জানার জন্য সিসি ক্যামেরা ফুটেজ দেখাতে সহযোগিতা করছে না কলেজ প্রশাসন।”

মা তমা রানী সিং বলেন, “অনেক আশা নিয়ে ছেলেকে নটরডেম কলেজে ভর্তি করিয়েছিলাম, আস্থা রেখেছিলাম কলেজের প্রতি। সেই কলেজে আমার ছেলে মারা গেল, আমার সন্তানের মৃত্যুর দায় কলেজ কর্তৃপক্ষ এড়াতে পারে না। আমি আমার সন্তানের মৃত্যুর সঠিক তদন্ত চাই।”
 
মানববন্ধনে ধ্রুবর সহপাঠীরাও বন্ধুর মৃত্যুর সঠিক কারণ জানতে চেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে উপস্থিত অন্যরা বলেন, নটরডেম কলেজ বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। কলেজ পরিচালনায় তাদের দক্ষতার বিষয়ের সবাই অবহিত। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি অস্বাভাবিক মৃত্যু হলেও কলেজ কর্তৃপক্ষের ভূমিকা রহস্যজনক। আমরা এ অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানাচ্ছি এবং এতে সবার সহযোগিতা কামনা করছি।

ঢাকা/হাসান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ‘নারীবিষয়ক সংস্কার প্রতিবেদনে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়নি’
  • মাকে হত্যার ঘটনায় বাবার ফাঁসি চাইল মেয়ে
  • চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউস মাঠ মুক্তাঙ্গন ঘোষণার দাবি
  • অধূমপায়ীদের সুরক্ষায় সিগারেটের করকাঠামো সংস্কারের দাবি
  • নটরডেমের শিক্ষার্থী ধ্রুবর অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি
  • চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউস মাঠ মুক্তাঙ্গন ঘোষণার দাবিতে মানববন্ধন
  • ফতুল্লায় রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন
  • শাবিপ্রবিতে নারী কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিলের দাবি
  • কুবির ফার্মেসি বিভাগে শিক্ষক নিয়োগের দাবিতে আল্টিমেটাম