শবনম মুশতারী ও আনোয়ারুল হক পাচ্ছেন ‘নজরুল পুরস্কার’
Published: 24th, May 2025 GMT
নজরুল সংগীত-চর্চা ও প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ গবেষক ও অধ্যাপক আনোয়ারুল হক এবং সংগীতশিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পুরস্কার ২০২৫’ দিচ্ছে বাংলা একাডেমি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি রোববার নানা অনুষ্ঠান ও কর্মসূচি হাতে নিয়েছে। ওই দিন বিকেলে বাংলা একাডেমি আয়োজিত নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
নজরুল চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে বাংলা একাডেমি এ পুরস্কার চালু করে। পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ১ লাখ টাকা, সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়।
শবনম মুশতারীর জন্ম নওগাঁয়। ষাটের দশক থেকে গানের সঙ্গে যুক্ত তিনি। দীর্ঘ সংগীত জীবনে আধুনিক ও নজরুল সংগীতের তাঁর ১০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে এইচএমভি তার ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’ লং প্লে প্রকাশ করে, যা যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের সাউন্ড সেকশন সংরক্ষণ করে রেখেছে। আর নিউইয়র্ক থেকে মুক্তধারা তার গানের অ্যালবাম বেস্ট অব শবনম মুশতারী প্রকাশ করে। তাঁর দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুলের গানের শিল্পী। নজরুলের গানের চর্চা ও প্রসারে অবদান রাখার জন্য ১৯৯৭ সালে শবনম মুশতারী পেয়েছিলেন একুশে পদক। মাঝে কিছুদিন শারীরিকভাবে অসুস্থও ছিলেন তিনি।
আনোয়ারুল হকের জন্ম ১৯৫২ সালে কুমিল্লার মোগলটুলিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের ছাত্র ছিলেন। তিনি নজরুলের জীবন-সৃষ্টি নিয়ে গবেষণা করে গেছেন জীবনভর।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: নজর ল উৎসব প রস ক র এক ড ম নজর ল
এছাড়াও পড়ুন:
স্বপ্ন ছুঁতে শ্রীলঙ্কায় ফারিয়া
নীল সমুদ্র, সোনালি আকাশ আর বাতাসে দুলতে থাকা নারকেল গাছের ফাঁকে দাঁড়িয়ে হাসছেন অভিনেত্রী শবনম ফারিয়া। শ্রীলঙ্কার স্বপ্নীল দ্বীপ মিরিসার কোকোনাট হিল এখন তার অবকাশযাপনের ঠিকানা। নিজের ভ্রমণের মুহূর্তগুলো তিনি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
কালো পোশাক, কাঁধে ঝোলানো ছোট ব্যাগ আর মুখভর্তি মিষ্টি হাসি—এই ছবিতেই যেন ফারিয়ার উড়ন্ত মন ধরা পড়ে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা তার সেই চিত্র মন কেড়েছে অনুরাগীদের। কেউ লিখেছেন—‘সুন্দর জায়গায় সুন্দর মানুষ’, আরেকজন জানতে চেয়েছেন—‘আপনি নাটকে অভিনয় করেন না কেন?’
আরো পড়ুন:
আমার লুকিয়ে রাখা বাচ্চা এনে দিলে ২০ হাজার ডলার ভিক্ষা দেব: তিশা
জায়েদ খানের অতিথি তানজিন তিশা
ছবির ক্যাপশনেও ফারিয়া ছিলেন কাব্যিক। লিখেছেন, “একটা স্বপ্নের জায়গা ‘কোকোনাট হিল, মিরিসা’—যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে উঠে, নারকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।”
আরো একটি স্বপ্নপূরণ হলো বলে জানান এই অভিনেত্রী। লিখেছেন, “আরেকটা স্বপ্নপূরণ হলো, তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই, কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।”
শবনম ফারিয়া বিজ্ঞাপনচিত্র দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করলেও দর্শকের ভালোবাসা পান নাটকে অভিনয়ের মাধ্যমেই। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে তার অভিনয়ে অভিষেক। এরপর অসংখ্য নাটকে দর্শকদের মন জয় করেন তিনি।
এখন হয়তো তিনি অভিনয়ে অনিয়মিত, তবে ক্যামেরার বাইরেও তার জীবনজুড়ে আছে গল্প, স্বপ্ন আর ভ্রমণ।
ঢাকা/রাহাত/শান্ত