গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল–প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। অনুষ্ঠানের প্রথম অংশ সঞ্চালনা করেন অভিনেতা আফজাল হোসেন। তাঁর সঞ্চালনা মুগ্ধ করেছে অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে। অভিনেতা গতকাল রাতে এক ফেসবুক পোস্টে আফজাল হোসেনকে নিয়ে তাঁর মুগ্ধতার কথা লিখেছেন। জানিয়েছেন পুরো অনুষ্ঠান নিয়ে নিজের মত।

‘মেরিল–প্রথম আলো অ্যাওয়ার্ডের এই ২৬তম আসর ইন্ডাস্ট্রির একটা নতুন স্ট্যান্ডার্ড (মানদণ্ড) সেট করল। আফজাল হোসেন স্যারের উপস্থাপনা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেছি। আজীবন সম্মাননা পাওয়া আবুল হায়াত স্যারের বক্তব্য মুগ্ধ করেছে। একজন অভিজ্ঞ অভিনয়শিল্পীর দীর্ঘ অভিজ্ঞতার ঝুলি থেকে নেওয়া প্রতিটি শব্দ। পারফেক্ট ক্লাস। সবাই যখন দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন এই কিংবদন্তি অভিনেতাকে, আমার মনে হয়েছে, এটাই বোধ হয় সেই অনুভূতি, যেটার কারণে এই পেশা বেছে নিয়েছিলাম!’

নিজের পোস্টে ‘গুলমোহর’ অভিনেতা আরও লিখেছেন, ‘সুব্রত সঞ্জীব (সেরা চিত্রনাট্যকার) এর বক্তব্যে সারল্য ও সততা হৃদয় ছুঁয়ে গেছে। জিন্নাত আরা ওয়েব সিরিজ ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী (“সিনপাট”) নির্বাচিত হওয়াটা দারুণ লেগেছে! পুরস্কার হলো একধরনের স্বীকৃতি। আর এমন উৎসাহ সব সময়ই প্রেরণা হিসেবে কাজ করে। ইন্ডাস্ট্রিতে.

..দেশের সর্বত্র মেধার সঠিক মূল্যায়নই হোক আমাদের চর্চা। গুণ এবং গুণীর কদর হোক।’

গতকালের অনুষ্ঠানের বড় চমক ছিলেন শাকিব খান। ঢাকাই সিনেমার এই তারকা ২৫ বছর ধরে চলচ্চিত্রশিল্পে অবদান রেখে চলেছেন। চলচ্চিত্রে ২৫ বছর পূর্তি উপলক্ষে শাকিব খানের হাতে বর্ণাঢ্য কর্মজীবনের রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

মোস্তাফিজুর নূর ইমরান। প্রথম আলো

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আফজ ল হ স ন প রথম

এছাড়াও পড়ুন:

সবচেয়ে বেশি মেরিল–প্রথম আলো পুরস্কার পেয়েছেন কোন তারকা

বিনোদনের ক্ষেত্রে বছরের সেরা কাজের স্বীকৃতি দিতে ১৯৯৮ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার প্রবর্তন করা হয়। এ বছর বসছে জমকালো পুরস্কারটির ২৬তম আসর।

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে শুরু হয়েছে পুরস্কারটির ২৬তম আসর।

প্রতিবছরের মতো এবারও ‘তারকা জরিপ পুরস্কার’, ‘সমালোচক পুরস্কার’ ও ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হবে। এ বছর পদক ও সম্মাননা কারা পাবেন, তা জানতে পুরস্কার ঘোষণার জন্য অপেক্ষায় থাকতে হবে।

দুই যুগের ইতিহাসে সর্বোচ্চ ১৩ বার পেয়েছেন চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা

সম্পর্কিত নিবন্ধ

  • মেহজাবীন বললেন, ‘বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে’
  • সবচেয়ে বেশি মেরিল–প্রথম আলো পুরস্কার পেয়েছেন কোন তারকা