তিনি চিকিৎসক। আবার চাকরি করেন সরকারি হাসপাতালে। ভারতের উত্তর প্রদেশের এমন এক সরকারি চিকিৎসকের বিরুদ্ধে পর্ন ভিডিও বানিয়ে অনলাইনে বিক্রি করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কিছু ছবি ভাইরাল হওয়ার পর ঘটনাটি সামনে আসে। ছবিতে তাঁকে নারী সেজে থাকতে দেখা গেছে।

বরুনেশ দুবে নামের এই চিকিৎসকের স্ত্রী সিম্পি পান্ডে দাবি করেছেন, তাঁর স্বামী সরকারি কোয়ার্টারে অন্য পুরুষদের সঙ্গে অশ্লীল ভিডিও করতেন এবং তা অনলাইনে বিক্রি করতেন।

সিম্পি পান্ডে অভিযোগ করে বলেন, ‘আমি একদিন এক পেইড ওয়েবসাইটে কিছু ভিডিও পাই। টাকা দিয়ে ভিডিও দেখি, দেখি আমার স্বামী নিজের বাড়িতে পর্ন ভিডিও বানাচ্ছেন। যখন আমি বিষয়টি নিয়ে কথা বলতে যাই, তখন তিনি আমাকে ও আমার ভাইকে মারধর করেন।’

ওই নারী আরও বলেন, তাঁর স্বামী নিজেকে ‘ট্রান্সজেন্ডার’ বলে পরিচয় দিতেন এবং অন্য পুরুষদের বাড়িতে এনে ভিডিও করতেন।

স্ত্রী সিম্পির অভিযোগের ভিত্তিতে পুলিশ চিকিৎসক দুবের বাড়িতে অভিযান চালায়। তাঁর বিরুদ্ধে মামলাও করেছে পুলিশ।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, স্ত্রী অভিযোগ করেছেন, তাঁর স্বামী নিজেকে ট্রান্সজেন্ডার বলে পরিচয় দেন। তিনি অন্য পুরুষদের বাড়িতে ডেকে এনে পর্ন ভিডিও বানিয়ে অনলাইনে আপলোড করেন। স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের মারধরও করেন তিনি। মামলার তদন্ত চলছে।

স্বামীর পাল্টা দাবি

চিকিৎসক বরুনেশ দুবে একজন জেল চিকিৎসক। তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমার স্ত্রী আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। তিনি আমার বাবার মৃত্যুর পর আমার সম্পত্তি দখল করতে চান।’

এক ভিডিও বার্তায় দুবে বলেন, ‘তিনি (স্ত্রী) একজন “ডাকাত স্ত্রী”। আমার ৮৫ বছরের বৃদ্ধ বাবাকে গালাগাল দিতেন, মানসিক নির্যাতন করতেন। আমার বাবার মৃত্যুর পেছনে তাঁরই ভূমিকা আছে। তিনি আমাকে হুমকি দিয়েছিলেন, আমাদের সন্তানকে ব্যালকনি থেকে ফেলে দেবেন।’

এই চিকিৎসক আরও দাবি করেন, ‘তিনি আমার ফোন দিয়ে ডিপফেক ভিডিও তৈরি করেছেন। আমার দুর্নাম করেছেন। তিনি চান, আমি আত্মহত্যা করি। কিন্তু আমি আত্মহত্যা করব না, শেষ পর্যন্ত লড়াই করব।’

দুবে আরও বলেন, একবার তিনি (স্ত্রী সিম্পি) ও তাঁর চাচি মিলে তাঁদের বাড়িতে হামলা চালিয়েছেন। বাড়ি থেকে তাঁর ফোনও চুরি করে নিয়ে যাওয়া হয়।

উপমুখ্য চিকিৎসা কর্মকর্তা মহেন্দ্র প্রসাদ বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ক ৎসক কর ছ ন করত ন

এছাড়াও পড়ুন:

রাহুল-শ্রদ্ধার ছবি ভাইরাল, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন

তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলা বেশ কঠিন। নায়িক, নায়িকারা কে কোথায় যাচ্ছেন, কোন পোশাকে যাচ্ছেন, সঙ্গে কে আছে— সব বিষয় ফাঁস হয়ে যায়।

অনেক সময় এই কারণে সমস্যাতেও পড়তে হয় তারকাদের। এক দিকে যেমন অনেক গোপন কথা প্রকাশ্যে আসে, তেমনই আবার ব্যক্তিগত সময় বলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকে না। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে। 

অনেকদিন থেকেই বলিউডে গুঞ্জন ছড়িয়েছে, রাহুল মোদির সঙ্গে নাকি ডেট করছেন শ্রদ্ধা কাপুর। সেই গুঞ্জন যে সত্য তা স্বীকারও করেছিলেন শ্রদ্ধা। এক সাক্ষাৎকারে তিন জানিয়েছেন, ‘‘রাহুলের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি।’’ আর সেখান থেকেই তার প্রেমের গুঞ্জন আরও জোড়ালো হয়েছে। 

আরো পড়ুন:

পঞ্চনারীর মনোমুগ্ধকর অভিনয়

শ্রদ্ধার নতুন ফ্ল্যাট: ১ কোটি অগ্রিম, ৮ লাখ টাকা ভাড়া

এরপর থেকেই এই যুগলকে নিযে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। কিছুদিন আগে একটি ভিডিও ছড়িয়ে পড়ে-যেখানে দেখা যায় আয়নার সামনে একটি রিল ভিডিয়োয় নাচছেন নায়িকা। আর আয়নায় দেখা যাচ্ছে রাহুল মোদিকে। তা নিয়ে আলোচনার মাঝেই ফের চর্চায় শ্রদ্ধা এবং রাহুল।

ভারতীয় গণমাধ্যমের তথ্য,  বিমানে শ্রদ্ধা আর রাহুল একসঙ্গে কোথাও যাচ্ছিলেন। পাশাপাশি বসে ছিলেন এই যুগল। আর সেই ছবি ফোনে তুলে নিয়েছেন একজন বিমান বালা।  এই ঘটনা প্রকাশ হওয়ার পরেই ক্ষেপেছেন বলিউডের গুণী অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। 

রাভিনা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘একজন বিমান বালার কাছে এই ধরণের আচরণ আশা করা যায় না। কারও ক্তিগত গোপনীয়তা এ ভাবে লঙ্ঘন করা একেবারেই উচিত নয়।’’

তিনি আরও লিখেছেন, ওই বিমান বালার ছবি তোলার ইচ্ছা হলে, তাদেরকে জানিয়ে তুলতে পারতেন।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • মামলার পর মুখ খুললেন ডিপজল
  • ‘বিশ্ব আর কোনো সম্রাট চায় না’, ট্রাম্পকে লুলার হুঁশিয়ারি
  • ঠিকাদার উধাও, থমকে গেছে হাই-টেক পার্ক নির্মাণকাজ
  • ওয়েবসাইটের তথ্য জালিয়াতি প্রতারণার ফাঁদে ৭০০ শিক্ষক
  • নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় আটক ৫
  • সুইমিংপুলের পানি সরিয়ে তৈরি হলো অফিস
  • বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে ঘরে লুট, একজনের মৃত্যু
  • খুলনায় মেলা ঘিরে চাঁদাবাজির অভিযোগ, বৈষম্যবিরোধী দুই নেতাকে শোকজ
  • টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
  • রাহুল-শ্রদ্ধার ছবি ভাইরাল, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন