কমলনগরে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন জনতা
Published: 25th, May 2025 GMT
লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাফসহ আশরাফ উদ্দিন রাজন রাজু নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয় জনতা।
গতকাল শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে চরঠিকা গ্রামের রাজুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আশরাফ উদ্দিন রাজন রাজু চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে দুপুর ১২টার দিকে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রাম থেকে গ্রেপ্তার করেন কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস। এসময় এলাকার সহস্রাধিক নারী-পুরুষ একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেন এবং পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। পরে হ্যান্ডকাফসহ আওয়ামী লীগ নেতা রাজু ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
খবর পেয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তোহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, জেএসডির যুব পরিষদ নেতা ও আওয়ামী লীগ নেতা রাজুর নিকটআত্মীয় খোকন পরবর্তীতে হ্যান্ডকাফটি উদ্ধার করে থানা পুলিশের কাছে জমা দেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তোহিদুল ইসলাম বলেন, “আশরাফ উদ্দিন রাজন রাজু ডেভিল হান্টের আসামি। দুপুরে পুলিশ ওই এলাকায় মাদক মামলার এক আসামিকে ধরতে অভিযানে যায়। এসময় পুলিশ সদস্যরা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে দেখতে পেয়ে তাকে গ্রেপ্তার করে। এক পর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে রাজনকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয়।”
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সার্কেল (কমলনগর-রামগতি) মোহাম্মদ রকিবুল হাসান পিপিএম বলেন, “আওয়ামী লীগ নেতা রাজনকে গ্রেপ্তারের পর বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ রাজনকে ছিনিয়ে নেয়। তাকে ধরতে পুলিশি অভিযান চলছে।”
তবে পুলিশ কীভাবে হ্যান্ডকাফ উদ্ধার করল এমন প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয়রা হ্যান্ডকাফটি পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে তিনি কারো নাম পরিচয় জানাননি।
ঢাকা/লিটন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৯ জন গ্রেপ্তার
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আশরাফ উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কমলনগর থানায় মামলাটি করা হয়। মামলার পর অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গতকাল দুপুরে দিকে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিনকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। আশরাফ কমলনগর উপজেলার চর কাদিরীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
পুলিশ বলছে, আশরাফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা ও নাশকতা মামলার পলাতক আসামি। তাঁকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলাটি করেছেন কমলনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ চন্দ্র দাস। মামলায় আশরাফ উদ্দিনকে প্রধান আসামি করা হয়।
এলাকাবাসী জানান, আশরাফ উদ্দিনকে কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস ও কনস্টেবল আরজু গ্রেপ্তার করেন। পরে তাঁর হাতে হ্যান্ডকাপ লাগানো হয়। আশরাফকে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে কয়েক শ নারী-পুরুষ একত্র হয়ে পুলিশের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা হ্যান্ডকাপসহ আশরাফকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। পরে খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশের হ্যান্ডকাপটি উদ্ধার করেন।
ওসি তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারি কাজে বাধার অভিযোগে মামলাটি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ৯ জনকে অভিযান চালিয়ে রাতেই গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হবে। ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।