কমলনগরে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন জনতা
Published: 25th, May 2025 GMT
লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাফসহ আশরাফ উদ্দিন রাজন রাজু নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয় জনতা।
গতকাল শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে চরঠিকা গ্রামের রাজুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আশরাফ উদ্দিন রাজন রাজু চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে দুপুর ১২টার দিকে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রাম থেকে গ্রেপ্তার করেন কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস। এসময় এলাকার সহস্রাধিক নারী-পুরুষ একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেন এবং পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। পরে হ্যান্ডকাফসহ আওয়ামী লীগ নেতা রাজু ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
খবর পেয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তোহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, জেএসডির যুব পরিষদ নেতা ও আওয়ামী লীগ নেতা রাজুর নিকটআত্মীয় খোকন পরবর্তীতে হ্যান্ডকাফটি উদ্ধার করে থানা পুলিশের কাছে জমা দেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তোহিদুল ইসলাম বলেন, “আশরাফ উদ্দিন রাজন রাজু ডেভিল হান্টের আসামি। দুপুরে পুলিশ ওই এলাকায় মাদক মামলার এক আসামিকে ধরতে অভিযানে যায়। এসময় পুলিশ সদস্যরা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে দেখতে পেয়ে তাকে গ্রেপ্তার করে। এক পর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে রাজনকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয়।”
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সার্কেল (কমলনগর-রামগতি) মোহাম্মদ রকিবুল হাসান পিপিএম বলেন, “আওয়ামী লীগ নেতা রাজনকে গ্রেপ্তারের পর বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ রাজনকে ছিনিয়ে নেয়। তাকে ধরতে পুলিশি অভিযান চলছে।”
তবে পুলিশ কীভাবে হ্যান্ডকাফ উদ্ধার করল এমন প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয়রা হ্যান্ডকাফটি পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে তিনি কারো নাম পরিচয় জানাননি।
ঢাকা/লিটন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কাঁচাপাট রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি বিজেএ চেয়ারম্যানের
বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)’র নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, বর্তমানে কাঁচাপাট রপ্তানী বন্ধ থাকায় কাঁচাপাট ব্যবসায়ী রপ্তানীকারকরা সঙ্কটে রয়েছেন।
অনেক কাঁচাপাট ব্যবসায়ি ঋনে জর্জরিত হয়ে পড়েছেন। ২ মাসে আমরা এক বেলও কাঁচাপাট রপ্তানী করতে পারি নাই। শ্রমিকদেরকে বসিয়ে বসিয়ে মজুরী দিতে হচ্ছে।
রপ্তানী বন্ধ থাকায় হাজার হাজার ব্যবসায়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা শীঘ্রই উপদেষ্টা মহোদয় ও মন্ত্রণালয়ের উর্ধতনদের সঙ্গে কথা বলবো। আগামী ১০ দিনের মধ্যে রপ্তানী বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।
রোববার দুপুরে সংগঠনটির নারায়ণগঞ্জ কার্যালয়ে বিজেএ’র ৫৮তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। এরআগে নতুন কার্যনির্বাহী কমিটিকে অভ্যর্থনা ও দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক চেয়ারম্যান মো: ফরহাদ আহমেদ আকন্দ।
এসময় দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস.এম. সাইফুল ইসলাম পিয়াস, ভাইস চেয়ারম্যান মোঃ তারেক আফজাল, কমিটির কার্যকরী সদস্য মোঃ ফাহাদ আহমেদ আকন্দ, শামীম আহমেদ, এস,এম মনিরুম্জ্জামান (পলাশ), খাইরুজ্জামান, মোঃ কুতুবউদ্দিন, শেখ ঈমাম হোসেন, এস.এম হাফিজুর রহমান, জনাব বদরুল আলম (মার্কিন), এইচ এম প্রিন্স মাহমুদ, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, মোঃ নূর ইসলাম, মোঃ আলমগীর খান, রঞ্জন কুমার দাস ও এস.এম সাইফুল ইসলাম।
সভায় ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কাঁচাপাট ব্যবসায়ী ও রপ্তানীকারকরা উপস্থিতিতে বিগত অর্থ বছরের চূড়ান্ত নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
এছাড়াও বিজেএ’র পূর্বতন কার্যনির্বাহী কমিটির ২ বছরের কার্যক্রম উপস্থাপন, অডিনারী ও এসোসিয়েট গ্রুপের নতুন সদস্যপদ উপস্থাপনসহ অর্থ বছরের সমাপ্ত হিসাব নিরীক্ষা করার জন্য অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়।