দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করেছে ছায়ানট। আজ রোববার সন্ধ্যায় সাতটায় ছায়ানট মিলনায়তনে উৎসবের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।

ছায়ানটের শিল্পীদের সম্মেলক কণ্ঠে ‘এ কী অপরূপ রূপে মা তোমার’ গানের সঙ্গে সম্মেলক নৃত্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ছিল কথন। প্রাবন্ধিক মফিদুল হক জাতীয় কবি নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। এরপর ছিল সম্মেলক গান ‘দেশ গৌড়-বিজয়ে দেবরাজ’। গানের পরে ছিল বিশেষ গীতি–আলেখ্য ‘কাবেরী তীরে’।

অনুষ্ঠান সাজানো হয়েছিল গীতি–আলেখ্য, একক ও সম্মেলক গান, নৃত্য ও আবৃত্তি দিয়ে। নুসরাত জাহানের গাওয়া ‘মেঘের হিন্দোলা দেয়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ফারহানা আহমেদ। আবৃত্তি করেন রফিকুল ইসলাম।

একক শিল্পীদের মধ্যে নাসিমা শাহীন ফ্যান্সী পরিবেশন করেন ‘এখনো মেটেনি আশা’, ‘মোহিত খান গেয়েছেন ‘কাবেরী নদী জলে কে গো বালিকা’, ‘এসো চির জনমের সাথী’ গেয়েছেন শ্রাবন্তী ধর, ‘নিশি রাতে রিম ঝিম ঝিম’ পরিবেশন করেছেন মইদুল ইসলাম, ‘পাষাণের ভাঙালে ঘুম’ গেয়েছেন সঞ্জয় কবিরাজ। একক শিল্পীদের মধ্যে আরও ছিলেন ইয়াকুব আলী খান, ঐশ্বর্য সমদ্দার, ধ্রুব সরকার, ছন্দা চক্রবর্তী, রেজাউল করিম, প্রিয়ন্ত দেব, প্রিয়াঙ্কা গোপ, অরূপ সমদ্দার, নাসরিন আক্তার, জয়েৎ কল্যাণ ও শুক্লা পাল। শিল্পীরা ‘নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়’, ‘রহি রহি কেন সে মুখ পড়ে মনে’, ‘ও গো বৈশাখী ঝড়’, ‘পরদেশী বঁধুয়া’সহ অনেকগুলো গান গেয়ে শুনিয়েছেন।

সম্মেলক গান ‘ত্রিংশ কোটি সন্তান তব’ ও ‘বিজলি খেলে আকাশে কেন’ পরিবেশন করেন ইউডার শিক্ষার্থীরা। শেষে ছিল ছায়ানটের ছোটদের দলের সম্মিলিত গান পরিবেশনা ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ইসল ম ছ য় নট নজর ল

এছাড়াও পড়ুন:

ডাইনির সাজে শাবনূর!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।

আরো পড়ুন:

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক

সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”

পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ডাইনির সাজে শাবনূর!
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়
  • টোকিওতে জমেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • সন্ধ্যা নদীর দুকূলে উৎসবের ঢেউ, উজিরপুরে নৌকাবাইচে মাতলেন হাজারো মানুষ
  • রাঙামাটি রাজবন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব শুরু