বিধানসভার ভোটের আগে বড় অশান্তি দেখা দিল ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডির সুপ্রিমো লালু প্রসাদ যাদবের পরিবারে। জ্যেষ্ঠ ছেলে তেজপ্রতাপ যাদবকে ত্যাজ্য করলেন লালু। শুধু পরিবার থেকেই নয়, দল থেকেও আগামী ছয় বছরের জন্য নির্বাসিত হলেন তেজপ্রতাপ। চলতি বছরের শেষ দিকে বিহার রাজ্যের বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে।

গতকাল রোববার ‘এক্স’ হ্যান্ডেলে এক বার্তায় তেজপ্রতাপকে ত্যাজ্য করার কথা জানালেন লালু প্রসাদ। তিনি লেখেন, আগামী ছয় বছর দলের সঙ্গেও তেজপ্রতাপের কোনো সম্পর্ক থাকবে না। লালুর বার্তা অনুযায়ী, তেজপ্রতাপের আচরণ পারিবারিক মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

কোন আচরণের জন্য জ্যেষ্ঠপুত্রের প্রতি লাল প্রসাদ এত নির্দয় হলেন, ‘এক্স’ বার্তায় তিনি অবশ্য তা ব্যাখ্যা করেননি। তবে সেই কারণ চাপাও থাকেনি। বিবাহ-বহির্ভূত সম্পর্কই যে সেই কারণ, গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে দিনভর চলে সেই চর্চা।

বিহারের আরেক সাবেক মুখ্যমন্ত্রী দারোগা রাইয়ের নাতনি ঐশ্চর্যের সঙ্গে ২০১৮ সালে বিয়ে হয়েছিল তেজপ্রতাপের। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। অভিযোগ, বিয়ের পরও তেজপ্রতাপ নাকি তাঁর পুরোনো প্রেমিকার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। সেই প্রেমিকার সঙ্গে নিজের ছবি দিন কয়েক আগে ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে তেজপ্রতাপ লিখেছিলেন, ‘ওই নারী, অনুষ্কা যাদব, তাঁর প্রেমিকা। দীর্ঘ ১২ বছর তাঁদের সম্পর্ক। সেটাই নাকি লালুর ক্ষোভ ও ক্রোধের কারণ। তাই এই সিদ্ধান্ত।’

তেজপ্রতাপ যদিও দাবি করেছেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে ছবিসহ সেই পোস্ট তিনি মুছেও দেন। বলেন, তিনি ও তাঁর পরিবারকে হেনস্তা ও পারিবারিক ভাবমূর্তি নষ্ট করতে ওই চক্রান্ত। কিন্তু তাতে বিপর্যয় ঠেকানো যায়নি।

বিপর্যয়ের জন্য তেজপ্রতাপ নিজেই অবশ্য দায়ী। ২০১৮ সালে বিয়ের কিছুদিন পর থেকেই তাঁর সঙ্গে স্ত্রী ঐশ্বর্যের অশান্তি ও ঝগড়ার শুরু। মাস কয়েকের মধ্যেই ঐশ্বর্য বাপের বাড়ি চলে যান। তাঁর প্রতি লালু পরিবারের অভব্য ব্যবহারের অভিযোগও এনেছিলেন। যার দরুন দুই পরিবারের মধ্যে অশান্তি দেখা দিয়েছিল।

ঐশ্চর্যের বাবা চন্দ্রিকা রাই ছিলেন আরজেডির নেতা। লালু পরিবারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ায় তিনি আরজেডি ছেড়ে দেন। সেই থেকে তেজপ্রতাপ ও ঐশ্বর্যের বিচ্ছেদের মামলা আদালতে বিচারাধীন। দুই পরিবার একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগও এনেছে। ঐশ্বর্যের অভিযোগ, তেজপ্রতাপ মাদকাসক্ত। তেজপ্রতাপের অভিযোগ, ঐশ্বর্য লোভী। তাঁর স্ত্রী নাকি খোরপোশের জন্য বিরাট টাকা দাবি করেছেন।

তেজপ্রতাপকে নিয়ে লালু প্রসাদের পরিবারে অশান্তি অবশ্য এই প্রথম নয়। বারবার নানা কারণে তেজপ্রতাপ বিতর্ক সৃষ্টি করেছেন। দলীয় অনুশাসন মানতে চাননি। একবার উপমুখ্যমন্ত্রিত্বের দাবিও জানিয়ে বসেছিলেন। সেই কারণে ছোট ভাই তেজস্বীর প্রকাশ্য বিরোধিতাও করেছিলেন।

২০১৫ থেকে ২০১৭ ও তারপর ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত নীতীশ কুমারের মন্ত্রিসভায় পরিবেশমন্ত্রীর দায়িত্বে থাকাকালেও তেজপ্রতাপ বিতর্ক ডেকে এনেছিলেন। কেন্দ্রীয় সরকার লালু প্রসাদের নিরাপত্তা কমিয়ে দেওয়ায় তেজপ্রতাপ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়েছিলেন।

লালু প্রসাদের সঙ্গে ছেলে তেজপ্রতাপ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রস দ র জন য পর ব র

এছাড়াও পড়ুন:

কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা ২৫ ক্যাডারের কর্মকর্তাদের

প্রশাসন ক্যাডারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। আজ বুধবার দ্বিতীয় দিনের কলমবিরতি পালন শেষে আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে, তা উল্লেখ করা হয়নি।

আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে দেশের বিভিন্ন দপ্তরে মঙ্গল ও বুধবার দুই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিষদের অন্তর্ভুক্ত সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা কলমবিরতি কর্মসূচি পালন করেন। সুশৃঙ্খল ও সফলভাবে কর্মসূচিটি পালন করায় পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বৈষম্যমূলকভাবে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের বিভাগীয় মামলা ও সাময়িক বরখাস্ত করেছে। এর প্রতিবাদে সারা দেশের বিভিন্ন দপ্তরে সফলভাবে দুই দিন কলমবিরতি কর্মসূচি পালিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে প্রশাসন ক্যাডারের সদস্যরা মন্ত্রণালয়ের ভেতরে মারামারি, মিছিল ও জনপ্রশাসনে শোডাউন করেন। সংস্কার কমিশনকে আলটিমেটাম দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি শুরু হয়। প্রশাসন ক্যাডারের সদস্যরা বাকি ২৫টি ক্যাডারের সদস্যদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এসব লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

সরকারের বিভিন্ন মহল থেকে বিষয়টি সমাধানের জন্য আশ্বস্ত করা হয়েছিল। দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। সম্প্রতি কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছে। অথচ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সরকারি বিধিবিধানবহির্ভূত কার্যকলাপের পরেও তাঁদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

পরিষদ জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে দুর্নীতিমুক্ত জনসেবা নিশ্চিত করার মতো কোনো সুপারিশ দেখা যায়নি। বরং একটি নির্দিষ্ট ক্যাডারের গোষ্ঠীস্বার্থে পক্ষপাতদুষ্ট সুপারিশ বিদ্যমান। জেলা পরিষদ ভেঙে দিয়ে ডিসিকে জেলার প্রধান এবং তাঁকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ পদ আপগ্রেডেশনের সুপারিশ করা হয়েছে।

পরিষদ মনে করে, কোনো গণতান্ত্রিক সমাজে একটি ভৌগোলিক এলাকায় কোনো সরকারি চাকরিজীবী প্রধান হতে পারেন না। তাই জেলা পরিষদকে শক্তিশালী ও কার্যকর করে জনগণের প্রতিনিধিকে জেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দাবি করে পরিষদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে উদ্দেশ্যমূলকভাবে স্বাস্থ্য, শিক্ষা, পরিসংখ্যান, ডাক, পরিবার-পরিকল্পনা, কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা সৃষ্টি করেছে। উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেছে। যা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে পরিষদ মনে করে। ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’–এর সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া এমন সব সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সরকারের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা অব্যাহত থাকলেও সদস্যদের বিরুদ্ধে প্রশাসন ক্যাডারের পক্ষপাতদুষ্ট নির্যাতনমূলক আচরণের প্রতিবাদে কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছে পরিষদ। আলোচনার টেবিলে সমাধানের প্রতিশ্রুতি পেলেও বাস্তবে তা পরিলক্ষিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। বিদ্যমান সমস্যার সমাধান না হলে ২৫টি ক্যাডারের জোট শিগগিরই আরও কঠোর কর্মসূচিতে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা ২৫ ক্যাডারের কর্মকর্তাদের
  • ওডিশায় ‘বিয়ে বোমায়’ হত্যার ঘটনায় সাবেক অধ্যক্ষের যাবজ্জীবন
  • সরকারের সমালোচনা করায় এভাবে কারও জীবন নষ্ট করতে পারেন না: মহারাষ্ট্র সরকারকে হাইকোর্ট
  • সাপ্তাহিক ছুটি ও মানবিক আচরণ চান গৃহকর্মীরা
  • এবার দেখা যাবে ‘ব্যবসায়ী’ মেসি–সুয়ারেজ জুটিকে
  • ঘুষ কেলেঙ্কারি প্রমাণিত, পরিদর্শক রাজ্জাককে সাময়িক বহিষ্কার
  • রায়পুরায় ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু
  • সিলেটে হত্যা মামলায় চার ভাইসহ ৮ জনের মৃত্যুদণ্ড
  • সিলেটে হত্যা মামলায় চার ভাইসহ ৮ জনের ফাঁসি