ঈদুল আজহায় মুক্তি পাবে আলোচিত সিনেমা ‘টগর’। তার আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ‘১০০% দেশি’ শিরোনামে গান। প্রকাশের পরপরই দর্শক-শ্রোতাদের মনে দোলা দিয়েছে গানটির ছন্দ, রঙ আর প্রাণের উচ্ছ্বাস।

রণক ইকরামের কথা এবং কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার গাওয়া এই গানে মিশে আছে দেশীয় উৎসবের আমেজ। সুরের তালে তাল মিলিয়ে নির্মিত ভিডিওটি যেন বিশুদ্ধ ভিজ্যুয়াল ফিয়েস্তা। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। তার দক্ষ পরিকল্পনায় পুরো দৃশ্যপট রূপ নিয়েছে নৃত্যনির্ভর এক জমকালো আয়োজনে।

ভিডিওতে জুটি বেঁধে নাচের ঝড় তুলেছেন অভিনেতা আদর আজাদ ও পূজা চেরি। তাদের সঙ্গে পারফর্ম করেছেন ৭০ জনেরও বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা পুরো গানজুড়ে ছড়িয়েছেন বর্ণিলতা ও প্রাণচাঞ্চল্য।

আরো পড়ুন:

২৯ বছরের বড় টাবুর সঙ্গে অন্তঃরঙ্গ দৃশ্য, মুখ খুললেন ইশান

মা হতে যাচ্ছেন ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার সেই ছোট্ট পু

আদর আজাদ বলেন, “এমন এনার্জি ভরা গানে পারফর্ম করা এক দারুণ অভিজ্ঞতা। পুরো টিমের টানটান পরিশ্রম আর নিখুঁত কোরিওগ্রাফির কারণেই এমন চোখজুড়ানো দৃশ্য দর্শকদের উপহার দেওয়া সম্ভব হয়েছে।”

এ গানের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে পূজা চেরি বলেন, “১০০% দেশি’ আমার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ। গানটি করতে গিয়ে এত আনন্দ পেয়েছি, যা দর্শকরাও সহজেই টের পাবেন। কাজটি আমার কাছে সত্যিই বিশেষ।”

আলোক হাসান পরিচালিত ও এআর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত হয়েছে ‘টগর’। গানটির এই সাফল্য যেন সিনেমাটিকে আরো একধাপ এগিয়ে দিল ঈদুল আজহার রঙিন উৎসবের দিকে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

ইরাক, ইরান থেকে ফিলিস্তিন, কানে চমক মধ্যপ্রাচ্যের সিনেমার

স্বর্ণপাম
‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’, ইরান
বছরের পর বছর ধরে ইরানে গোপনে সিনেমা বানিয়েছেন জাফর পানাহি। ‘পাচার’ করেছেন বিদেশি উৎসবে। নিজেই এবার কান চলচ্চিত্র উৎসবে হাজির হলেন নির্মাতা। রাজনৈতিক থ্রিলার ঘরানার ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ দিয়ে ২২ বছর পর কান উৎসবে ফিরলেন ইরানি নির্মাতা। দীর্ঘ বিরতির পর তাঁর প্রত্যাবর্তন হয়ে রইল স্মরণীয়। ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ জিতল উৎসবের সর্বোচ্চ পুরস্কার।

স্বর্ণপাম হাতে জাফর পানাহি। এএফপি

সম্পর্কিত নিবন্ধ

  • উৎসবে শাড়ি
  • ছেলেদের ট্রফি জয়ের আনন্দ, উৎসবে যোগ দিলেন মেসিও
  • মা হওয়ার পর কতটা বদলেছেন আলিয়া
  • লিভারপুলের শিরোপা–উৎসবে গাড়িচাপায় আহত ৪৭: পুলিশ বলছে ‘সন্ত্রাসবাদ নয়, বিচ্ছিন্ন ঘটনা’
  • এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ২৫ থেকে বেড়ে ৫০ শতাংশ
  • এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ল ২৫ শতাংশ 
  • এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ২৫ থেকে বেড়ে ৫০%
  • ‘স্টেরিওটাইপ’ থেকে বেরোতে চান জ্যাকুলিন
  • ইরাক, ইরান থেকে ফিলিস্তিন, কানে চমক মধ্যপ্রাচ্যের সিনেমার